সিরাজগঞ্জ প্রতিনিধি
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গতকাল সোমবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। উত্তরের জেলা সিরাজগঞ্জেও সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে ছিল হালকা বাতাস। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের মুখ দেখেনি জেলাবাসী। এমন আবহাওয়ায় বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ।
রিকশাচালক সুজাব হোসেন (৬০) বলেন, সংসারে স্ত্রী-সন্তানসহ সদস্য চারজন। বাজারে সবকিছুর দাম বেশি। সংসারে খরচও বেড়েছে। প্রতিদিন রিকশা চালিয়ে সংসার চালাতে হয়। এক দিন রিকশা না চালালে পেটে ভাত জোটাতে কষ্ট হয়ে যায়। সকাল থেকে বৃষ্টি। এ জন্য বাড়ি থেকে মানুষজন বের হচ্ছে না। যাত্রীর দেখাও মিলছে না।
সিএনজিচালিত অটোরিকশার চালক হান্নান শেখের (৩৫) সঙ্গে গতকাল দুপুরে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, ‘এখন পর্যন্ত একটা ভাড়া মারতে পারি নাই।’ সরেজমিন শহরের এম এ মতিন সড়কের কোর্ট এলাকার মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের রিকশাস্ট্যান্ডে মানুষের উপস্থিতি কম দেখা গেল।
রিকশা ও অটোরিকশাচালকদের মতো দুশ্চিন্তার কথা বললেন মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের শার্ট-প্যান্ট ব্যবসায়ী ইদ্রিস আলী। তিনি বলেন, বৃষ্টির কারণে মার্কেটে মানুষজনের উপস্থিতি নেই বললেই চলে। দুপুর পর্যন্ত একজন ক্রেতাও আসেনি।
সিরাজগঞ্জের তাড়াশ আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল সকাল থেকেই হালকা বাতাস ও বৃষ্টি শুরু হয়। বিকেল থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ও ভারী বর্ষণ হতে পারে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গতকাল সোমবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। উত্তরের জেলা সিরাজগঞ্জেও সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে ছিল হালকা বাতাস। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের মুখ দেখেনি জেলাবাসী। এমন আবহাওয়ায় বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ।
রিকশাচালক সুজাব হোসেন (৬০) বলেন, সংসারে স্ত্রী-সন্তানসহ সদস্য চারজন। বাজারে সবকিছুর দাম বেশি। সংসারে খরচও বেড়েছে। প্রতিদিন রিকশা চালিয়ে সংসার চালাতে হয়। এক দিন রিকশা না চালালে পেটে ভাত জোটাতে কষ্ট হয়ে যায়। সকাল থেকে বৃষ্টি। এ জন্য বাড়ি থেকে মানুষজন বের হচ্ছে না। যাত্রীর দেখাও মিলছে না।
সিএনজিচালিত অটোরিকশার চালক হান্নান শেখের (৩৫) সঙ্গে গতকাল দুপুরে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, ‘এখন পর্যন্ত একটা ভাড়া মারতে পারি নাই।’ সরেজমিন শহরের এম এ মতিন সড়কের কোর্ট এলাকার মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের রিকশাস্ট্যান্ডে মানুষের উপস্থিতি কম দেখা গেল।
রিকশা ও অটোরিকশাচালকদের মতো দুশ্চিন্তার কথা বললেন মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের শার্ট-প্যান্ট ব্যবসায়ী ইদ্রিস আলী। তিনি বলেন, বৃষ্টির কারণে মার্কেটে মানুষজনের উপস্থিতি নেই বললেই চলে। দুপুর পর্যন্ত একজন ক্রেতাও আসেনি।
সিরাজগঞ্জের তাড়াশ আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল সকাল থেকেই হালকা বাতাস ও বৃষ্টি শুরু হয়। বিকেল থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ও ভারী বর্ষণ হতে পারে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে