বিষাক্ত পোকামাকড় ও প্রাণী থেকে বাঁচতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুন ২০২২, ১১: ৪৭
Thumbnail image

বন্যাদুর্গত এলাকায় স্বাস্থ্য ও নিরাপত্তাজনিত ঝুঁকি ছাড়াও মশা, বিষাক্ত পোকামাকড়, সাপ ইত্যাদির উপদ্রব দেখা দেয়। বন্যায় সাপের মতো প্রাণীরাও ঘর হারায়; ফলে তারা খাবার ও থাকার জায়গা নিশ্চিত করতে বাসাবাড়ির আশপাশে এবং ধ্বংসস্তূপের নিচে আশ্রয় নেয়। বিশেষ করে পচা কাঠ, ভাঙা টিন, জমিয়ে রাখা বেড়া ও খড়কুটো সাপের নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে এ সময়। এ সময় বিভিন্ন পোকামাকড় ও বিষাক্ত প্রাণী থেকে রক্ষা পেতে কিছু সাবধানতা অবলম্বন করা জরুরি।

মশা থেকে বাঁচতে

  • এ সময় মশার উপদ্রব বাড়বে—এটাই স্বাভাবিক। তাই ঘরের পরিচ্ছন্নতার দিকে মনোযোগ দিতে হবে।
  •  মশারি টাঙিয়ে ঘুমাতে হবে।
  •  সম্ভব হলে কয়েল বা অ্যারোসল ব্যবহার করতে হবে। বারান্দায় গাছের টব থাকলে তাতে পানি জমতে দেওয়া যাবে না।
  •  প্রতিদিন স্যাভলন দিয়ে ঘর মুছতে হবে এবং সপ্তাহে এক দিন ব্লিচিং পাউডার ছড়িয়ে স্নানঘর পরিষ্কার করতে হবে।

মাকড়সা থেকে বাঁচতে

  •  অপেক্ষাকৃত শুকনো জায়গায় থাকতে ভালোবাসে মাকড়সা। ঘর ও স্নানঘরের সিলিং এবং জানালায় ঝুল জমতে দেওয়া যাবে না। ঘরের বিভিন্ন কোনায় ন্যাপথলিন দিয়ে রাখুন। লাইটের সঙ্গে শুকনো মরিচ সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে দিন। এতে মাকড়সার উপদ্রব কমবে।
  •  প্রতিদিন ঘর ডিটারজেন্ট মেশানো পানি দিয়ে মুছতে হবে। আসবাবও রাখতে হবে পরিচ্ছন্ন।

ইঁদুর যেন রোগ না ছড়ায়

  • ইঁদুর নানা ধরনের রোগ ছড়ায়। ফলে ঘরে ইঁদুরের বসতি গড়তে দেওয়া যাবে না। সব ধরনের শুকনো খাবার এয়ারটাইট বয়ামে রাখুন।
  • ব্যবহারের পর ও খাওয়া শেষে সব থালাবাসন ধুয়ে রাখুন, চুলা ও রান্নাঘর পরিষ্কার রাখুন।
  •  বাড়িতে ময়লার ঝুড়ি অপরিচ্ছন্ন রাখা যাবে না। প্রতিদিন বাড়িতে উৎপাদিত ময়লা যথাযথ স্থানে ফেলে দিতে হবে।

সাপের উপদ্রব এড়াতে

  •  বাড়ির সামনে জলাবদ্ধতা থাকলে বাসা থেকে বের হওয়ার সময় রাবার বা প্লাস্টিকের বুট জুতা ও হ্যান্ডগ্লাভস পরুন।
  •  বন্যার পানি নেমে গেলে বাড়ির আঙিনা থেকে পচা বাঁশ, বেড়া, টিনের টুকরো, সুরকি ইত্যাদি পরিষ্কারের সময় বুট জুতা ও হ্যান্ডগ্লাভস পরুন। সঙ্গে লম্বা রড বা লাঠি রাখুন। এসব জিনিসপত্রের ভেতর সাপ খুব সহজেই আশ্রয় নিতে পারে। ফলে সাবধান থাকতে হবে।
  •  বাড়ির ভেতর ও আশপাশ যতটা সম্ভব পরিষ্কার রাখতে হবে। অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দিতে হবে। নয়তো টিকটিকি, ইঁদুর ইত্যাদি বাসা বাঁধে। ফলে সাপও খাবারের খোঁজে এসব জায়গায় আসতে পারে।
  •  বন্যার পানি নেমে গেলে পুরো বাড়ি ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করতে হবে। শুকনো হলুদ পুড়িয়ে বাড়ির কোনায় কোনায় দিয়ে রাখুন। এর গন্ধে সাপ আসে না।
  • সম্ভব হলে বাড়ির বিভিন্ন জায়গায় কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিতে পারেন। অথবা লাইফবয় সাবান ছোট ছোট টুকরো করে বাড়ির বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখুন। সাবানের গন্ধে সাপ আসবে না।

সূত্র: বেটার হেলথ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত