বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম পদ্মনগরে নির্মিত হয়েছে নান্দনিক ডিজাইনের আধুনিক মসজিদ কমপ্লেক্স। আধুনিক স্থাপত্য বিদ্যার সঙ্গে মুসলিম ঐতিহ্যের সংমিশ্রণে তৈরি এক গম্বুজবিশিষ্ট এই মসজিদের চোখ জুড়ানো সৌন্দর্য দেখে মুগ্ধ সবাই।
পদ্মনগর গ্রামের ব্যবসায়ী সরদার জাহিদুল ইসলামের অর্থায়নে ইজারা পদ্মনগর কেন্দ্রীয় জামে মসজিদ নামের এই মসজিদটি নির্মিত হয়েছে।
গতকাল শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন করা হয়েছে। মজলিশে দাওয়াতুল হক বাংলাদেশের নায়েবে আমীর মনসুরুল হক প্রধান অতিথি থেকে এই মসজিদের উদ্বোধন করেন। এ সময় বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি লিয়াকত হোসেন লিটন, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিরোজ শিকদার, ইজারা পদ্মনগর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি সরদার বজলুর রহমান, মসজিদের সভাপতির ছেলে ও প্রতিষ্ঠাতা সরদার জাহিদুল ইসলাম, খাদেমুল ইসলাম পদ্মনগর মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম ইমরান হোসাইনসহ স্থানীয় দুই সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইজারা ও পদ্মনগর দুই গ্রামের প্রধান মসজিদ ছিল এটি। ২০১৮ সালে এই মসজিদের জমিদাতা সরদার বজলুর রহমানের ছেলে ব্যবসায়ী সরদার জাহিদুল ইসলাম সবার সম্মতিতে এখানে একটি আধুনিক মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। অর্ধশতাধিক শ্রমিকের তিন বছরের চেষ্টায় মসজিদটি নির্মিত হয়।
দুই তলা এই মসজিদটির নকশা করেছেন বিল্ডিং ডিজাইনকারী প্রতিষ্ঠান রাশেদুল হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটসের স্বত্বাধিকারী স্থাপিত রাশেদুল হাসান। মসজিদটির সামনে রয়েছে প্রশস্ত জায়গা, প্রাকৃতিক আলো-বাতাস প্রবেশের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। মেঝে করা হয়েছে মার্বেল পাথর দিয়ে। মসজিদের দুই পাশে রাস্তা এবং দুই পাশে স্কুলের মাঠ।
এ ছাড়া মসজিদের সামনে ইসলামি পাঠাগার ও অজুখানা রয়েছে। মসজিদের অদূরে করা হয়েছে খাদেমুল ইসলাম পদ্মনগর মাদ্রাসা ও এতিমখানা। যেখানে হিফজ, কিরআত ও কওমি শিক্ষা চালু রয়েছে। বর্তমানে মাদ্রাসাটিতে অর্ধশতাধিক শিক্ষার্থী রয়েছে।
খাদেমুল ইসলাম পদ্মনগর মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মুফতি মাওলানা ইমরান হোসাইন বলেন, এই মসজিদটি অনেক পুরোনো। পুরোনো এই মসজিদকে ভেঙে নতুনভাবে তৈরি করা হয়েছে। মসজিদের জমিদাতা বজলুর রহমান সরদারের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী সরদার জাহিদুল ইসলামের অর্থায়নের এই মসজিদ ও মাদ্রাসা তৈরি করা হয়েছে। এখানে গরিব ও এতিম শিক্ষার্থীদের বিনা মূল্যে পড়ার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া এই মসজিদকে কেন্দ্র করে এখানে ইসলামি শিক্ষা ও সংস্কৃতি চর্চার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
তবে এই মসজিদ নির্মাণে কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে সে বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি ব্যবসায়ী সরদার জাহিদুল ইসলাম।
বাগেরহাটের কচুয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম পদ্মনগরে নির্মিত হয়েছে নান্দনিক ডিজাইনের আধুনিক মসজিদ কমপ্লেক্স। আধুনিক স্থাপত্য বিদ্যার সঙ্গে মুসলিম ঐতিহ্যের সংমিশ্রণে তৈরি এক গম্বুজবিশিষ্ট এই মসজিদের চোখ জুড়ানো সৌন্দর্য দেখে মুগ্ধ সবাই।
পদ্মনগর গ্রামের ব্যবসায়ী সরদার জাহিদুল ইসলামের অর্থায়নে ইজারা পদ্মনগর কেন্দ্রীয় জামে মসজিদ নামের এই মসজিদটি নির্মিত হয়েছে।
গতকাল শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন করা হয়েছে। মজলিশে দাওয়াতুল হক বাংলাদেশের নায়েবে আমীর মনসুরুল হক প্রধান অতিথি থেকে এই মসজিদের উদ্বোধন করেন। এ সময় বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি লিয়াকত হোসেন লিটন, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিরোজ শিকদার, ইজারা পদ্মনগর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি সরদার বজলুর রহমান, মসজিদের সভাপতির ছেলে ও প্রতিষ্ঠাতা সরদার জাহিদুল ইসলাম, খাদেমুল ইসলাম পদ্মনগর মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম ইমরান হোসাইনসহ স্থানীয় দুই সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইজারা ও পদ্মনগর দুই গ্রামের প্রধান মসজিদ ছিল এটি। ২০১৮ সালে এই মসজিদের জমিদাতা সরদার বজলুর রহমানের ছেলে ব্যবসায়ী সরদার জাহিদুল ইসলাম সবার সম্মতিতে এখানে একটি আধুনিক মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। অর্ধশতাধিক শ্রমিকের তিন বছরের চেষ্টায় মসজিদটি নির্মিত হয়।
দুই তলা এই মসজিদটির নকশা করেছেন বিল্ডিং ডিজাইনকারী প্রতিষ্ঠান রাশেদুল হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটসের স্বত্বাধিকারী স্থাপিত রাশেদুল হাসান। মসজিদটির সামনে রয়েছে প্রশস্ত জায়গা, প্রাকৃতিক আলো-বাতাস প্রবেশের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। মেঝে করা হয়েছে মার্বেল পাথর দিয়ে। মসজিদের দুই পাশে রাস্তা এবং দুই পাশে স্কুলের মাঠ।
এ ছাড়া মসজিদের সামনে ইসলামি পাঠাগার ও অজুখানা রয়েছে। মসজিদের অদূরে করা হয়েছে খাদেমুল ইসলাম পদ্মনগর মাদ্রাসা ও এতিমখানা। যেখানে হিফজ, কিরআত ও কওমি শিক্ষা চালু রয়েছে। বর্তমানে মাদ্রাসাটিতে অর্ধশতাধিক শিক্ষার্থী রয়েছে।
খাদেমুল ইসলাম পদ্মনগর মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মুফতি মাওলানা ইমরান হোসাইন বলেন, এই মসজিদটি অনেক পুরোনো। পুরোনো এই মসজিদকে ভেঙে নতুনভাবে তৈরি করা হয়েছে। মসজিদের জমিদাতা বজলুর রহমান সরদারের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী সরদার জাহিদুল ইসলামের অর্থায়নের এই মসজিদ ও মাদ্রাসা তৈরি করা হয়েছে। এখানে গরিব ও এতিম শিক্ষার্থীদের বিনা মূল্যে পড়ার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া এই মসজিদকে কেন্দ্র করে এখানে ইসলামি শিক্ষা ও সংস্কৃতি চর্চার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
তবে এই মসজিদ নির্মাণে কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে সে বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি ব্যবসায়ী সরদার জাহিদুল ইসলাম।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৫ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪