পটুয়াখালীতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা বই পায়নি

পটুয়াখালী পতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৪: ৩০
Thumbnail image

পটুয়াখালীতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা বছরের প্রথম দিন বই নিতে এসে খালি হাতে ফিরে গেছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে জেলার সব প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীরা বই নিতে ভিড় করে। তবে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত অন্য সব ক্লাসে সরকারি নির্দেশনা অনুযায়ী বই বিতরণ করা হয়।

জানা যায়, এ বছর পটুয়াখালী জেলায় মাধ্যমিক পর্যায়ের ৯৮ হাজার ৯২২ শিক্ষার্থীর মধ্যে ১১ লাখ ৭৩ হাজার ৪৮০টি বই বিতরণ করার কথা ছিল। কিন্তু ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বই না আসায় তাদের দেওয়া সম্ভব হয়নি।

পটুয়াখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘করোনার কারণে কোনো বই উৎসব না করে ক্লাসে ক্লাসে বিতরণ করা হচ্ছে। তবে ষষ্ঠ শ্রেণির বই এখনো হাতে পাইনি। হাতে পেলেই তা দ্রুত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।’

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মজিবুর রহমান বলেন, ‘আশা করছি দুই থেকে তিন দিনের মধ্যে ষষ্ঠ শ্রেণির বই হাতে পাওয়া যাবে। বই পেলেই সংশ্লিষ্ট উপজেলায় ও বিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার উদ্দিন বলেন, ‘পটুয়াখালী জেলায় ২০২২ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক পর্যায়ে ১ লাখ ৯১ হাজার ৯২১ জন শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হবে। এ জন্য ৯ লাখ ১১ হাজার ৯৩৭টি বই দেওয়া হচ্ছে।’

শিক্ষা অফিসার আরও বলেন, ‘প্রতিবছর বই উৎসবের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বই বিতরণ করা হয়। কিন্তু করোনার কারণে এবার কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত