বিনোদন ডেস্ক
বছরের শুরুতেই দারুণ এক খবর পেলেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার অরিজিৎ সিং। জনপ্রিয়তার পাশাপাশি ফলোয়ার বিবেচনায় গ্লোবাল স্পটিফাই আর্টিস্ট চার্টে সেরা ১০-এ জায়গা করে নিয়েছেন তিনি। প্রথম ভারতীয় সংগীতশিল্পী হিসেবে সেরা দশে জায়গা পেলেন অরিজিৎ। শুধু তা-ই নয়, জনপ্রিয়তার দিক থেকে তিনি পেছনে ফেলেছেন রিহানা, টেলর সুইফট ও কোরিয়ান ব্র্যান্ড বিটিএসকে। ৬ কোটি ৬১ লাখ ৮৪ হাজার ৫৪২ জন ফলোয়ারের সঙ্গে এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন অরিজিৎ। তাঁর ঠিক আগে রয়েছেন মার্কিন পপ সেনসেশন জাস্টিন বিবার। এই তালিকায় সেরা তিনে রয়েছেন—এড শিরান, আরিয়ানা গ্রান্দে এবং বিলি আইলিশের মতো গ্লোবাল পপ তারকারা। অরিজিতের পর এই তালিকায় থাকা ভারতীয় শিল্পী হলেন নেহা কক্কর। তালিকার ২০তম স্থানে রয়েছেন নেহা।
অরিজিতের এই কীর্তিতে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। এমন খুশির সংবাদের পরেও চিন্তায় আছেন পশ্চিমবঙ্গের অরিজিৎভক্তরা। কারণ আগামী ১৮ ফেব্রুয়ারি কলকাতায় কনসার্ট করার কথা অরিজিতের। আদৌ সেই কনসার্টটি করা যাবে কি না তা নিশ্চিত করতে পারছেন না আয়োজকেরা।
ইকো পার্কে অরিজিৎ সিংয়ের কনসার্টের অনুমতি দেয়নি হিডকো কর্তৃপক্ষ। ওই সময় ইকো পার্কের বিপরীতে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে জি-টোয়েন্টি সম্মেলন চলবে। অরিজিতের কনসার্ট নিকো পার্ক কিংবা আকোয়াটিকায় করার বিকল্প প্রস্তাব দিয়েছেন তারা। জানা গেছে, ইতিমধ্যেই অনুষ্ঠানের ২২ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। এখনো কনসার্টের নতুন ভেন্যুর ঘোষণা দেয়নি আয়োজক সংস্থা।
অন্যদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে অরিজিতের গাওয়া দুটি গান। একটি পাঠান সিনেমার ‘ঝুমে জো পাঠান’ অন্যটি পশ্চিমবঙ্গের ‘মানবজমিন’ সিনেমার ‘মন রে কৃষিকাজ জানো না’।
বছরের শুরুতেই দারুণ এক খবর পেলেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার অরিজিৎ সিং। জনপ্রিয়তার পাশাপাশি ফলোয়ার বিবেচনায় গ্লোবাল স্পটিফাই আর্টিস্ট চার্টে সেরা ১০-এ জায়গা করে নিয়েছেন তিনি। প্রথম ভারতীয় সংগীতশিল্পী হিসেবে সেরা দশে জায়গা পেলেন অরিজিৎ। শুধু তা-ই নয়, জনপ্রিয়তার দিক থেকে তিনি পেছনে ফেলেছেন রিহানা, টেলর সুইফট ও কোরিয়ান ব্র্যান্ড বিটিএসকে। ৬ কোটি ৬১ লাখ ৮৪ হাজার ৫৪২ জন ফলোয়ারের সঙ্গে এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন অরিজিৎ। তাঁর ঠিক আগে রয়েছেন মার্কিন পপ সেনসেশন জাস্টিন বিবার। এই তালিকায় সেরা তিনে রয়েছেন—এড শিরান, আরিয়ানা গ্রান্দে এবং বিলি আইলিশের মতো গ্লোবাল পপ তারকারা। অরিজিতের পর এই তালিকায় থাকা ভারতীয় শিল্পী হলেন নেহা কক্কর। তালিকার ২০তম স্থানে রয়েছেন নেহা।
অরিজিতের এই কীর্তিতে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। এমন খুশির সংবাদের পরেও চিন্তায় আছেন পশ্চিমবঙ্গের অরিজিৎভক্তরা। কারণ আগামী ১৮ ফেব্রুয়ারি কলকাতায় কনসার্ট করার কথা অরিজিতের। আদৌ সেই কনসার্টটি করা যাবে কি না তা নিশ্চিত করতে পারছেন না আয়োজকেরা।
ইকো পার্কে অরিজিৎ সিংয়ের কনসার্টের অনুমতি দেয়নি হিডকো কর্তৃপক্ষ। ওই সময় ইকো পার্কের বিপরীতে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে জি-টোয়েন্টি সম্মেলন চলবে। অরিজিতের কনসার্ট নিকো পার্ক কিংবা আকোয়াটিকায় করার বিকল্প প্রস্তাব দিয়েছেন তারা। জানা গেছে, ইতিমধ্যেই অনুষ্ঠানের ২২ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। এখনো কনসার্টের নতুন ভেন্যুর ঘোষণা দেয়নি আয়োজক সংস্থা।
অন্যদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে অরিজিতের গাওয়া দুটি গান। একটি পাঠান সিনেমার ‘ঝুমে জো পাঠান’ অন্যটি পশ্চিমবঙ্গের ‘মানবজমিন’ সিনেমার ‘মন রে কৃষিকাজ জানো না’।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪