নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগলেও এখনো করোনা-প্রতিরোধী টিকা নেননি রাজধানীর কেরানীগঞ্জের বাসিন্দা বুদ্ধ বাবুর্চি (৭০)। এর মধ্যে হঠাৎ বুকে ব্যথা হলে গত শনিবার রাতে রাজধানীর কলেজ গেটে পপুলার হাসপাতালে নেন স্বজনেরা। অবস্থা সংকটাপন্ন হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে। করোনা শনাক্ত হলে গতকাল সোমবার সেখান থেকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে এখনো লাইফ সাপোর্টে এই ব্যক্তি।
বুদ্ধ বাবুর্চির ভাগনে আলমগীর স্বপন বলেন, ‘শুরু থেকেই মামা টিকা নিতে চাচ্ছিলেন না। কিছুদিন আগে নিবন্ধন করা হলে কয়েক দিন আগে মেসেজ আসে। এর মধ্যেই তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। ফলে এখনো টিকার বাইরে মামা।’
শুধু বুদ্ধ নন, তাঁর মতো অসংখ্য মানুষ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যাসহ নানা জটিল রোগে দীর্ঘদিন ধরে ভুগলেও করোনার টিকা নিচ্ছেন না। ফলে টিকার জোগান থাকলেও বয়স্ক এবং জটিল রোগে আক্রান্তদের এমন অনীহায় দেশে করোনায় মৃত্যু বাড়ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশে গত এক সপ্তাহে ১৪০ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। আগের সপ্তাহের তুলনায় যা প্রায় দ্বিগুণ। আগের সাত দিনে প্রাণ হারান ৭৯ জন। নতুন মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে টিকা নিয়েছেন মাত্র ৩১ জন। বাকি ১০৯ জন টিকা নেননি। আর মারা যাওয়া ১৪০ জনের ৮৬ শতাংশই একাধিক জটিল রোগের ভুক্তভোগী ছিলেন। এর মধ্যে আছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনির সমস্যা। এ ছাড়া আগের সাত দিনের তুলনায় শেষ সপ্তাহে সংক্রমণ বেড়েছে ৪৮ দশমিক ৬ শতাংশ। গত ১৭-২৩ জানুয়ারি পর্যন্ত যেখানে ৬৭ হাজার ৪২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল, সেখানে ২৪-৩০ জানুয়ারি পর্যন্ত ১ লাখ ১৯৬ জন কোভিড রোগী ধরা পড়ে।
এদিকে গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫০১ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন যা ছিল ১২ হাজারের কিছু বেশি। এতে দেশে কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জনে দাঁড়িয়েছে। এদিন শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৭৭ শতাংশ। আগের দিনের তুলনায় কিছুটা বাড়লেও টানা দুদিন ৩০ শতাংশের নিচে সংক্রমণ দেখল বাংলাদেশ। অন্যদিকে আগের দিনের তুলনায় করোনায় প্রাণহানি কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৩১ জন। তাঁদের মধ্যে ১৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৯৪ জনে।
এদিকে করোনা প্রতিরোধে বাংলাদেশকে আরও ১ কোটি ডোজ টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের এসব টিকা দিচ্ছে দেশটি। এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া অনুদানের টিকার পরিমাণ ৩ কোটি ৮০ লাখ। সামনে আরও কয়েক লাখ ডোজ টিকা আসার অপেক্ষায় রয়েছে বলেও জানিয়েছে দেশটি।
দূতাবাস বলছে, সাম্প্রতিক এই টিকা অনুদানের ফলে বাংলাদেশের জন্য শিক্ষার্থী এবং যাঁরা এখনো টিকার প্রথম ডোজ পাওয়ার অপেক্ষায় আছেন, তাঁদের কাছে টিকা পৌঁছে দেওয়া সহজ হবে। এ ছাড়া ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ক্রমবর্ধমান সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে নাজুক মানুষজন ফাইজারের বুস্টার ডোজ নিতে সক্ষম হবেন বলেও এতে বলা হয়।
সরকারি হিসাবমতে, কেনা ও বিভিন্ন দেশের উপহার ও অনুদান এবং কোভ্যাক্স সুবিধার মাধ্যমে এখন পর্যন্ত সব মিলিয়ে প্রায় ২৪ কোটি টিকা হাতে পেয়েছে বাংলাদেশ। গত রোববার পর্যন্ত দেওয়া হয়েছে ১৫ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৮২০ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৬০৮ জনকে, দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬ কোটি ১০ লাখ ৫ হাজার ৬২৫ জন। এ ছাড়া বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১৪ লাখ ৬৪ হাজার ৫৮৭ জনকে।
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগলেও এখনো করোনা-প্রতিরোধী টিকা নেননি রাজধানীর কেরানীগঞ্জের বাসিন্দা বুদ্ধ বাবুর্চি (৭০)। এর মধ্যে হঠাৎ বুকে ব্যথা হলে গত শনিবার রাতে রাজধানীর কলেজ গেটে পপুলার হাসপাতালে নেন স্বজনেরা। অবস্থা সংকটাপন্ন হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে। করোনা শনাক্ত হলে গতকাল সোমবার সেখান থেকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে এখনো লাইফ সাপোর্টে এই ব্যক্তি।
বুদ্ধ বাবুর্চির ভাগনে আলমগীর স্বপন বলেন, ‘শুরু থেকেই মামা টিকা নিতে চাচ্ছিলেন না। কিছুদিন আগে নিবন্ধন করা হলে কয়েক দিন আগে মেসেজ আসে। এর মধ্যেই তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। ফলে এখনো টিকার বাইরে মামা।’
শুধু বুদ্ধ নন, তাঁর মতো অসংখ্য মানুষ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যাসহ নানা জটিল রোগে দীর্ঘদিন ধরে ভুগলেও করোনার টিকা নিচ্ছেন না। ফলে টিকার জোগান থাকলেও বয়স্ক এবং জটিল রোগে আক্রান্তদের এমন অনীহায় দেশে করোনায় মৃত্যু বাড়ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশে গত এক সপ্তাহে ১৪০ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। আগের সপ্তাহের তুলনায় যা প্রায় দ্বিগুণ। আগের সাত দিনে প্রাণ হারান ৭৯ জন। নতুন মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে টিকা নিয়েছেন মাত্র ৩১ জন। বাকি ১০৯ জন টিকা নেননি। আর মারা যাওয়া ১৪০ জনের ৮৬ শতাংশই একাধিক জটিল রোগের ভুক্তভোগী ছিলেন। এর মধ্যে আছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনির সমস্যা। এ ছাড়া আগের সাত দিনের তুলনায় শেষ সপ্তাহে সংক্রমণ বেড়েছে ৪৮ দশমিক ৬ শতাংশ। গত ১৭-২৩ জানুয়ারি পর্যন্ত যেখানে ৬৭ হাজার ৪২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল, সেখানে ২৪-৩০ জানুয়ারি পর্যন্ত ১ লাখ ১৯৬ জন কোভিড রোগী ধরা পড়ে।
এদিকে গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫০১ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন যা ছিল ১২ হাজারের কিছু বেশি। এতে দেশে কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জনে দাঁড়িয়েছে। এদিন শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৭৭ শতাংশ। আগের দিনের তুলনায় কিছুটা বাড়লেও টানা দুদিন ৩০ শতাংশের নিচে সংক্রমণ দেখল বাংলাদেশ। অন্যদিকে আগের দিনের তুলনায় করোনায় প্রাণহানি কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৩১ জন। তাঁদের মধ্যে ১৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৯৪ জনে।
এদিকে করোনা প্রতিরোধে বাংলাদেশকে আরও ১ কোটি ডোজ টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের এসব টিকা দিচ্ছে দেশটি। এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া অনুদানের টিকার পরিমাণ ৩ কোটি ৮০ লাখ। সামনে আরও কয়েক লাখ ডোজ টিকা আসার অপেক্ষায় রয়েছে বলেও জানিয়েছে দেশটি।
দূতাবাস বলছে, সাম্প্রতিক এই টিকা অনুদানের ফলে বাংলাদেশের জন্য শিক্ষার্থী এবং যাঁরা এখনো টিকার প্রথম ডোজ পাওয়ার অপেক্ষায় আছেন, তাঁদের কাছে টিকা পৌঁছে দেওয়া সহজ হবে। এ ছাড়া ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ক্রমবর্ধমান সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে নাজুক মানুষজন ফাইজারের বুস্টার ডোজ নিতে সক্ষম হবেন বলেও এতে বলা হয়।
সরকারি হিসাবমতে, কেনা ও বিভিন্ন দেশের উপহার ও অনুদান এবং কোভ্যাক্স সুবিধার মাধ্যমে এখন পর্যন্ত সব মিলিয়ে প্রায় ২৪ কোটি টিকা হাতে পেয়েছে বাংলাদেশ। গত রোববার পর্যন্ত দেওয়া হয়েছে ১৫ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৮২০ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৬০৮ জনকে, দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬ কোটি ১০ লাখ ৫ হাজার ৬২৫ জন। এ ছাড়া বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১৪ লাখ ৬৪ হাজার ৫৮৭ জনকে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে