আজকের পত্রিকা ডেস্ক
পাহাড়ে চলছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসব ‘বৈসাবি’। এর মধ্যেই গত বৃহস্পতিবার আড়ম্বরে ১৪২৯ বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়েছে। এ উপলক্ষে নানা আয়োজন করে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। এর মধ্যে সকালে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক ও লোকজ সাংস্কৃতিক প্রতীকে অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা। পাহাড়ি ও বাঙালিদের অংশগ্রহণে সম্প্রীতির অনুষ্ঠানগুলো উৎসবে পরিণত হয়।
বান্দরবানে অনুষ্ঠানের উদ্বোধনীতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সাংসদ বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘বাংলা নববর্ষ ও বৈসাবি উৎসবের মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলের সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এই অঞ্চলে শান্তি স্থাপনের জন্য শান্তিচুক্তি হয়েছিল। আজ তাঁরই হাত ধরে পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতির সঙ্গে তালে তাল মিলিয়ে উন্নয়নের জোয়ারে ভাসছে পার্বত্য এলাকা।’
প্রতিনিধিদের পাঠানো খবর:
বান্দরবান: বান্দরবান শহরের রাজার মাঠে জেলা পরিষদ ও প্রশাসক যৌথভাবে বাংলা নববর্ষ পালন উৎসবের আয়োজন করে। গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের প্রাঙ্গণে অনুষ্ঠান উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সাংসদ বীর বাহাদুর উশৈসিং।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন, সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দী, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
রুমা: উপজেলা প্রশাসনের আয়োজনে নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে মারমা, ত্রিপুরা, বম জনগোষ্ঠীসহ বাঙালির ঐতিহ্যবাহী নাচ-গান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাংখাম লিয়ান বম, রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন প্রমুখ।
রোয়াংছড়ি: রোয়াংছড়িতে মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বাঙালিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ইউএনও মোহাম্মদ ফোরকান এলাহি অনুপমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন, থানার ওসি মোহম্মদ আবদুল মান্নান, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
নাইক্ষ্যংছড়ি: বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে গত বৃহস্পতিবার মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গতকাল বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে। আজ শনিবার সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মৈত্রী পানি উৎসব ও বিকেলে ধর্মীয় আলোচনা হবে। প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন ইউএনও সালমা ফেরদৌস। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মারমা, স্বাস্থ্য কর্মকর্তা এজেটএম ছলিম, দৌছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান প্রমুখ।
নানিয়ারচর (রাঙামাটি) : রাঙামাটির নানিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে একটি মঙ্গল শোভাযাত্রা সদর বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মিলনায়তনে মিলিত হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও মো. ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান, নানিয়ারচর থানার ওসিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জুরাছড়ি: উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি মঙ্গল শোভাযাত্রা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মিলিত হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও জিতেন্দ্র কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। এতে আরও উপস্থিত ছিলেন থানার ওসি মো. শফিউল আজম, জুরাছড়ি শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, মহিলাবিষয়ক কর্মকর্তা তরুণ চাকমা প্রমুখ।
কাপ্তাই: কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর থেকে নানা রকম বাদ্যের তালে এগিয়ে চলা একটি শোভাযাত্রায় নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেয় শতাধিক মানুষ। শোভাযাত্রাটি কাপ্তাই সড়ক ও বড়ইছড়ি বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, ইউএনও মুনতাসির জাহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী, নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার প্রমুখ।
বরকল: বরকলে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা, ইউএনও জুয়েল রানা, বরকল মডেল থানার ওসি নাসির উদ্দিনসহ সুধীজন উপস্থিত ছিলেন। পরে রাঙামাটি জেলা প্রশাসকের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে শুভেচ্ছা স্মারক (জেলার ব্যান্ড লোগো) দেওয়া হয়।
লংগদু: লংগদু উপজেলা পরিষদ প্রান্ত থেকে একটি শোভাযাত্রা প্রধান সড়ক ঘুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হয়। এতে ইউএনও মাইনুল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, ওসি মোহাম্মদ আরিফুল ইসলামসহ অন্যরা।
মানিকছড়ি (খাগড়াছড়ি): খাগড়াছড়ির মানিকছড়িতে একটি মঙ্গল শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে কলেজসংলগ্ন ত্রি-মৈত্রী বটমূলে গিয়ে শেষ হয়। সেখানে বাংলা নববর্ষ উদ্যাপন মঞ্চে গান, নাচ, কৌতুক, কবিতা আবৃতিসহ নানা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, ইউএনও রক্তিম চৌধুরী, মিসেস সুমনা সেন, জেলা পরিষদ সদস্য এম এ জব্বার, মো. মাঈন উদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, থানার ওসি মোহাম্মদ শাহনূর আলমসহ অন্যরা অংশ নেন।
পাহাড়ে চলছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসব ‘বৈসাবি’। এর মধ্যেই গত বৃহস্পতিবার আড়ম্বরে ১৪২৯ বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়েছে। এ উপলক্ষে নানা আয়োজন করে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। এর মধ্যে সকালে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক ও লোকজ সাংস্কৃতিক প্রতীকে অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা। পাহাড়ি ও বাঙালিদের অংশগ্রহণে সম্প্রীতির অনুষ্ঠানগুলো উৎসবে পরিণত হয়।
বান্দরবানে অনুষ্ঠানের উদ্বোধনীতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সাংসদ বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘বাংলা নববর্ষ ও বৈসাবি উৎসবের মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলের সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এই অঞ্চলে শান্তি স্থাপনের জন্য শান্তিচুক্তি হয়েছিল। আজ তাঁরই হাত ধরে পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতির সঙ্গে তালে তাল মিলিয়ে উন্নয়নের জোয়ারে ভাসছে পার্বত্য এলাকা।’
প্রতিনিধিদের পাঠানো খবর:
বান্দরবান: বান্দরবান শহরের রাজার মাঠে জেলা পরিষদ ও প্রশাসক যৌথভাবে বাংলা নববর্ষ পালন উৎসবের আয়োজন করে। গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের প্রাঙ্গণে অনুষ্ঠান উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সাংসদ বীর বাহাদুর উশৈসিং।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন, সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দী, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
রুমা: উপজেলা প্রশাসনের আয়োজনে নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে মারমা, ত্রিপুরা, বম জনগোষ্ঠীসহ বাঙালির ঐতিহ্যবাহী নাচ-গান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাংখাম লিয়ান বম, রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন প্রমুখ।
রোয়াংছড়ি: রোয়াংছড়িতে মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বাঙালিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ইউএনও মোহাম্মদ ফোরকান এলাহি অনুপমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন, থানার ওসি মোহম্মদ আবদুল মান্নান, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
নাইক্ষ্যংছড়ি: বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে গত বৃহস্পতিবার মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গতকাল বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে। আজ শনিবার সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মৈত্রী পানি উৎসব ও বিকেলে ধর্মীয় আলোচনা হবে। প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন ইউএনও সালমা ফেরদৌস। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মারমা, স্বাস্থ্য কর্মকর্তা এজেটএম ছলিম, দৌছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান প্রমুখ।
নানিয়ারচর (রাঙামাটি) : রাঙামাটির নানিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে একটি মঙ্গল শোভাযাত্রা সদর বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মিলনায়তনে মিলিত হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও মো. ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান, নানিয়ারচর থানার ওসিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জুরাছড়ি: উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি মঙ্গল শোভাযাত্রা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মিলিত হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও জিতেন্দ্র কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। এতে আরও উপস্থিত ছিলেন থানার ওসি মো. শফিউল আজম, জুরাছড়ি শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, মহিলাবিষয়ক কর্মকর্তা তরুণ চাকমা প্রমুখ।
কাপ্তাই: কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর থেকে নানা রকম বাদ্যের তালে এগিয়ে চলা একটি শোভাযাত্রায় নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেয় শতাধিক মানুষ। শোভাযাত্রাটি কাপ্তাই সড়ক ও বড়ইছড়ি বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, ইউএনও মুনতাসির জাহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী, নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার প্রমুখ।
বরকল: বরকলে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা, ইউএনও জুয়েল রানা, বরকল মডেল থানার ওসি নাসির উদ্দিনসহ সুধীজন উপস্থিত ছিলেন। পরে রাঙামাটি জেলা প্রশাসকের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে শুভেচ্ছা স্মারক (জেলার ব্যান্ড লোগো) দেওয়া হয়।
লংগদু: লংগদু উপজেলা পরিষদ প্রান্ত থেকে একটি শোভাযাত্রা প্রধান সড়ক ঘুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হয়। এতে ইউএনও মাইনুল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, ওসি মোহাম্মদ আরিফুল ইসলামসহ অন্যরা।
মানিকছড়ি (খাগড়াছড়ি): খাগড়াছড়ির মানিকছড়িতে একটি মঙ্গল শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে কলেজসংলগ্ন ত্রি-মৈত্রী বটমূলে গিয়ে শেষ হয়। সেখানে বাংলা নববর্ষ উদ্যাপন মঞ্চে গান, নাচ, কৌতুক, কবিতা আবৃতিসহ নানা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, ইউএনও রক্তিম চৌধুরী, মিসেস সুমনা সেন, জেলা পরিষদ সদস্য এম এ জব্বার, মো. মাঈন উদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, থানার ওসি মোহাম্মদ শাহনূর আলমসহ অন্যরা অংশ নেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে