উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্গানগর ইউনিয়ন পরিষদ। নির্মাণের ছয় বছর পেরিয়ে গেলেও এখনো এই ইউনিয়ন পরিষদের ভবন থেকে কার্যক্রম চালু হয়নি। রাত হলে ইউনিয়ন পরিষদটা যেন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়। এতে সুবিধাবঞ্চিত হচ্ছেন স্থানীয় নাগরিক।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের বাসিন্দারা জানান, সরকার থেকে নির্ধারিত স্থান করে দিলেও চেয়ারম্যান স্বেচ্ছাচারিতায় সেখান থেকে সেবা দেন না। সেবা পেতে হলে যেতে হয় পৌরশহরের রেলস্টেশন এলাকায়।
তবে চেয়ারম্যান জানান, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটিতে মাদকসেবীদের আনাগোনা থাকায় সেখানে কার্যক্রম ব্যাহত হয়। সে জন্য তিনি পৌরশহরের রেলস্টেশন এলাকাসহ দুই জায়গা থেকে কার্যক্রম পরিচালনা করেন।
উপজেলা পরিসংখ্যান অফিসের তথ্যমতে, এই ইউনিয়নে মোট জনসংখ্যা ৫৪ হাজার ৬৮৮। তাঁদের সুবিধার জন্য ২০১৬ সালের ৩১ অক্টোবর দুর্গানগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটি বাবলাপাড়া এলাকায় উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এ ভবনটি উদ্বোধন করেন। তবে বর্তমানে কমপ্লেক্স ভবন অবহেলিত হয়ে পড়ে আছে।
এ বিষয়ে স্থানীয় নাগরিকেরা বলেন, বর্তমানে ইউনিয়ন পরিষদটি চালু না হওয়ায় এখানে মানুষের পরিবর্তে গরু-ছাগলের আনাগোনা বেশি। চেয়ারম্যান এই ইউনিয়নে না আসায় এলাকার নাগরিকেরা সব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ইউনিয়নের সুবিধা পেতে হলে যেতে হয় উল্লাপাড়া পৌরশহরের রেলস্টেশন এলাকায়। তিনি সেখানে একটি ভবনে ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার আলী বলেন, ‘বাবলাপাড়া এলাকায় সরকারের নির্মাণ করা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটিতে বর্তমানে মাদকসেবীদের আনাগোনা বেশি হওয়ায় সেখানে কার্যক্রম ব্যাহত হয়। রাতের আঁধারে ইউনিয়নের জিনিসপত্র চোরেরা চুরি করে নিয়ে গেছে। তবে আমি দুই জায়গাতেই কার্যক্রম পরিচালনা করে থাকি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার আলীকে ইতিমধ্যে পরিষদে নিয়মিত কার্যক্রম পরিচালনা করার জন্য তাগিদ দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্গানগর ইউনিয়ন পরিষদ। নির্মাণের ছয় বছর পেরিয়ে গেলেও এখনো এই ইউনিয়ন পরিষদের ভবন থেকে কার্যক্রম চালু হয়নি। রাত হলে ইউনিয়ন পরিষদটা যেন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়। এতে সুবিধাবঞ্চিত হচ্ছেন স্থানীয় নাগরিক।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের বাসিন্দারা জানান, সরকার থেকে নির্ধারিত স্থান করে দিলেও চেয়ারম্যান স্বেচ্ছাচারিতায় সেখান থেকে সেবা দেন না। সেবা পেতে হলে যেতে হয় পৌরশহরের রেলস্টেশন এলাকায়।
তবে চেয়ারম্যান জানান, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটিতে মাদকসেবীদের আনাগোনা থাকায় সেখানে কার্যক্রম ব্যাহত হয়। সে জন্য তিনি পৌরশহরের রেলস্টেশন এলাকাসহ দুই জায়গা থেকে কার্যক্রম পরিচালনা করেন।
উপজেলা পরিসংখ্যান অফিসের তথ্যমতে, এই ইউনিয়নে মোট জনসংখ্যা ৫৪ হাজার ৬৮৮। তাঁদের সুবিধার জন্য ২০১৬ সালের ৩১ অক্টোবর দুর্গানগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটি বাবলাপাড়া এলাকায় উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এ ভবনটি উদ্বোধন করেন। তবে বর্তমানে কমপ্লেক্স ভবন অবহেলিত হয়ে পড়ে আছে।
এ বিষয়ে স্থানীয় নাগরিকেরা বলেন, বর্তমানে ইউনিয়ন পরিষদটি চালু না হওয়ায় এখানে মানুষের পরিবর্তে গরু-ছাগলের আনাগোনা বেশি। চেয়ারম্যান এই ইউনিয়নে না আসায় এলাকার নাগরিকেরা সব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ইউনিয়নের সুবিধা পেতে হলে যেতে হয় উল্লাপাড়া পৌরশহরের রেলস্টেশন এলাকায়। তিনি সেখানে একটি ভবনে ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার আলী বলেন, ‘বাবলাপাড়া এলাকায় সরকারের নির্মাণ করা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটিতে বর্তমানে মাদকসেবীদের আনাগোনা বেশি হওয়ায় সেখানে কার্যক্রম ব্যাহত হয়। রাতের আঁধারে ইউনিয়নের জিনিসপত্র চোরেরা চুরি করে নিয়ে গেছে। তবে আমি দুই জায়গাতেই কার্যক্রম পরিচালনা করে থাকি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার আলীকে ইতিমধ্যে পরিষদে নিয়মিত কার্যক্রম পরিচালনা করার জন্য তাগিদ দেওয়া হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে