বিনোদন প্রতিবেদক, ঢাকা
২০১৬ সালে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমা ‘শিকারি’ দিয়ে নতুনভাবে নিজের জাত চিনিয়েছিলেন শাকিব খান। অভিনয় ও লুক দিয়ে দুই বাংলার সিনেমাপ্রেমীদের মন জয় করেছিলেন তিনি। এ সিনেমা দিয়েই বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলার নির্মাতা-প্রযোজকদের কাছে শাকিব হয়ে উঠেছিলেন নির্ভরতার প্রতীক। এরপর কাজ করেছেন ‘নবাব’, ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’ সিনেমায়।
শুধু যৌথ প্রযোজনা নয়, শাকিবকে নিয়ে সিনেমা বানিয়েছেন কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শ্রাবন্তী, শুভশ্রী, নুসরাত, সায়ন্তিকা, পায়েল প্রমুখ। ২০১৮ সালে সর্বশেষ শাকিব খানকে দেখা গেছে ‘নাকাব’ সিনেমায়। এরপর কেটে গেছে ৫ বছর। এর মাঝে আর ওপার বাংলার সিনেমায় দেখা যায়নি ঢালিউড সুপারস্টারকে। নতুন খবর হলো, বিরতি কাটিয়ে টালিউডে ফিরছেন শাকিব খান।
কলকাতার গণমাধ্যমের খবর অনুযায়ী আগামী আগস্টে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের সঙ্গে মিটিং করতে কলকাতা যাচ্ছেন তিনি।সেখানেই আলোচনা হবে নতুন সিনেমার। সব ঠিক থাকলে শিগগিরই ওপার বাংলার সিনেমার কাজ শুরু করবেন শাকিব। তবে শাকিব খানের বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে বা সিনেমাটি কে পরিচালনা করবেন, তা জানা যায়নি।
শাকিব খান এখন আছেন যুক্তরাষ্ট্রে। গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমার প্রচারের উদ্দেশে এ মাসের শুরুর দিকে মার্কিন মুলুকে যান তিনি। এ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল।
এদিকে যুক্তরাষ্ট্র থেকে ফিরে বদিউল আলম খোকনের ‘নীল দরিয়া’ সিনেমার কাজ শুরু করার কথা শাকিব খানের। গুঞ্জন শোনা যাচ্ছে সিনেমাটি করবেন না শাকিব খান। দেশে ফিরে সাইনিং মানি ফেরত দেবেন তিনি। তবে বিষয়টি সত্যি নয় বলে দাবি করেছেন নির্মাতা।
তিনি জানিয়েছেন, শাকিব পারিবারিক সময় কাটাতে যুক্তরাষ্ট্র থাকার কারণে সিনেমাটির শুটিং শিডিউল পরিবর্তন করা হয়েছে। তিনি দেশে ফিরলে নতুন করে সব পরিকল্পনা করা হবে।
এ ছাড়া শাকিব খানকে নিয়ে পরিচালক অনন্য মামুন প্যান ইন্ডিয়ান সিনেমা বানানোর কথা জানিয়েছেন। সে সিনেমায় নায়িকা ও ভিলেন চরিত্রে অভিনয় করবেন বলিউডের অভিনয়শিল্পীরা। শিগগিরই শাকিব খানের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সিনেমাটি নিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন অনন্য মামুন। সিনেমাটি বাংলা ও হিন্দি ছাড়াও পাঁচটি ভাষায় নির্মিত হবে। সেপ্টেম্বরের শেষ দিকে শুটিং শুরু হওয়ার কথা জানিয়েছেন পরিচালক অনন্য মামুন।
২০১৬ সালে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমা ‘শিকারি’ দিয়ে নতুনভাবে নিজের জাত চিনিয়েছিলেন শাকিব খান। অভিনয় ও লুক দিয়ে দুই বাংলার সিনেমাপ্রেমীদের মন জয় করেছিলেন তিনি। এ সিনেমা দিয়েই বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলার নির্মাতা-প্রযোজকদের কাছে শাকিব হয়ে উঠেছিলেন নির্ভরতার প্রতীক। এরপর কাজ করেছেন ‘নবাব’, ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’ সিনেমায়।
শুধু যৌথ প্রযোজনা নয়, শাকিবকে নিয়ে সিনেমা বানিয়েছেন কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শ্রাবন্তী, শুভশ্রী, নুসরাত, সায়ন্তিকা, পায়েল প্রমুখ। ২০১৮ সালে সর্বশেষ শাকিব খানকে দেখা গেছে ‘নাকাব’ সিনেমায়। এরপর কেটে গেছে ৫ বছর। এর মাঝে আর ওপার বাংলার সিনেমায় দেখা যায়নি ঢালিউড সুপারস্টারকে। নতুন খবর হলো, বিরতি কাটিয়ে টালিউডে ফিরছেন শাকিব খান।
কলকাতার গণমাধ্যমের খবর অনুযায়ী আগামী আগস্টে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের সঙ্গে মিটিং করতে কলকাতা যাচ্ছেন তিনি।সেখানেই আলোচনা হবে নতুন সিনেমার। সব ঠিক থাকলে শিগগিরই ওপার বাংলার সিনেমার কাজ শুরু করবেন শাকিব। তবে শাকিব খানের বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে বা সিনেমাটি কে পরিচালনা করবেন, তা জানা যায়নি।
শাকিব খান এখন আছেন যুক্তরাষ্ট্রে। গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমার প্রচারের উদ্দেশে এ মাসের শুরুর দিকে মার্কিন মুলুকে যান তিনি। এ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল।
এদিকে যুক্তরাষ্ট্র থেকে ফিরে বদিউল আলম খোকনের ‘নীল দরিয়া’ সিনেমার কাজ শুরু করার কথা শাকিব খানের। গুঞ্জন শোনা যাচ্ছে সিনেমাটি করবেন না শাকিব খান। দেশে ফিরে সাইনিং মানি ফেরত দেবেন তিনি। তবে বিষয়টি সত্যি নয় বলে দাবি করেছেন নির্মাতা।
তিনি জানিয়েছেন, শাকিব পারিবারিক সময় কাটাতে যুক্তরাষ্ট্র থাকার কারণে সিনেমাটির শুটিং শিডিউল পরিবর্তন করা হয়েছে। তিনি দেশে ফিরলে নতুন করে সব পরিকল্পনা করা হবে।
এ ছাড়া শাকিব খানকে নিয়ে পরিচালক অনন্য মামুন প্যান ইন্ডিয়ান সিনেমা বানানোর কথা জানিয়েছেন। সে সিনেমায় নায়িকা ও ভিলেন চরিত্রে অভিনয় করবেন বলিউডের অভিনয়শিল্পীরা। শিগগিরই শাকিব খানের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সিনেমাটি নিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন অনন্য মামুন। সিনেমাটি বাংলা ও হিন্দি ছাড়াও পাঁচটি ভাষায় নির্মিত হবে। সেপ্টেম্বরের শেষ দিকে শুটিং শুরু হওয়ার কথা জানিয়েছেন পরিচালক অনন্য মামুন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৪ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে