রানা আব্বাস, কলকাতা থেকে
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) ক্লাব হাউসের সামনে গতকাল বিকেলে একটা জটলা দেখা গেল। প্রবীণ, মধ্যবয়সী দর্শকেরা চিৎকার করে ‘প্রতারণা’র অভিযোগ তুলেছেন সিএবির বিরুদ্ধে।
জানা গেল, এই ভদ্রলোকেরা সবাই সিএবির আজীবন সদস্য। লাইফ মেম্বার হিসেবে সিএবির কার্ড দেখিয়ে ম্যাচের টিকিট পেতে অভ্যস্ত তাঁরা। হঠাৎ করে ২২ অক্টোবর সিএবি নোটিশ দিয়েছে, ২৪ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করে টিকিট নিতে হবে। বেশির ভাগ সদস্য সেটি নিতে পারেননি। বা সিস্টেমে সমস্যা থাকায় তাঁরা নিতে ব্যর্থ হয়েছেন। এখন তাঁরা নিজেদের পাওনা টিকিট পেতে দ্বারস্থ হয়েছেন সিএবির সামনে। তাঁদের দাবি, আজীবন সদস্যদের জন্য বরাদ্দ হওয়া টিকিটগুলো ঠিকঠাক বিতরণ না করে মোটা অঙ্কে কালোবাজারে ছেড়ে দেওয়া হবে!
কলকাতার বিশ্বকাপের তাপ একটু দেরিতেই আঁচ করা গেল। ভারতের অন্য ভেন্যুগুলোতে যেখানে বিশ্বকাপ শুরু হয়ে গেছে, এমনকি চেন্নাইয়ে আজ বিশ্বকাপের ম্যাচ শেষও হয়ে যাচ্ছে—সেখানে কলকাতায় বিশ্বকাপ সবে শুরু। দুই দিন আগেও পূজার উৎসবে ডুবে থাকা ‘সিটি অব জয়’ এখন বিশ্বকাপ উৎসব শুরুর অপেক্ষায়। গতকালও ইডেন গার্ডেনসে ঝাড়ু, পরিষ্কার, রংসহ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল। প্রস্তুতি দেখতে দুপুরে সাবেক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও সিএবির সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী ঘুরে গেলেন ইডেনে।
সন্ধ্যায় বাংলাদেশ দলের অনুশীলন দিয়ে ভেন্যুতে শুরু হলো বিশ্বকাপের ক্রিকেটীয় কার্যক্রম। ইডেনেও হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা। তবে এই উইকেটে বাড়তি বাউন্স মিলতে পারে পেসারদের। চোট থেকে অনেকটা সেরে ওঠা তাসকিন আহমেদকে তাই নেটে ভালোই ঝালিয়ে নিতে দেখা গেল।
সিএবির সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলী নিজেদের প্রস্তুতি নিয়ে বলেন, ‘আমরা প্রস্তুত। সবাই সন্তুষ্ট৷ নিজেদের পরিকল্পনা ধরে এগিয়েছি। ইডেনে বিশ্বকাপ আয়োজন করতে আমরা প্রস্তত। এখানে বাংলাদেশের টানা দুটো ম্যাচ, চেয়েছি প্রচুর বাংলাদেশি আসুক। যাঁরা আসছেন বিশ্বকাপের দুটো ম্যাচ দেখতে, আশা করি তাঁরা ইডেন ভরিয়ে তোলার দায়িত্ব নেবেন।’
বাংলাদেশ দলের সাকিব আল হাসানকে নিয়ে কলকাতার দর্শকদের যা একটু আগ্রহ। যতই শোবিজ তারকা জয়া আহসান, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম পরিচিত হন, তাঁদের কাছে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম পর্যন্ত ‘অচেনা’! আইপিএলের সৌজন্যে পরিচিত সাকিব-মোস্তাফিজুর রহমান বাদে দলের বাকিরাও পরিচিত হয়ে উঠতে পারেন, যদি ইডেনে নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দুর্দান্ত কিছু করতে পারে। ইডেন যে পাঁচটি ম্যাচ পেয়েছে, দুটিই বাংলাদেশের।
বাঙালি, বাংলাদেশ, ক্রিকেট—সব যেখানে মিলেমিশে একাকার; বাংলাদেশ এই উপলক্ষ কতটা রাঙাতে পারে, সেটিই দেখার।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) ক্লাব হাউসের সামনে গতকাল বিকেলে একটা জটলা দেখা গেল। প্রবীণ, মধ্যবয়সী দর্শকেরা চিৎকার করে ‘প্রতারণা’র অভিযোগ তুলেছেন সিএবির বিরুদ্ধে।
জানা গেল, এই ভদ্রলোকেরা সবাই সিএবির আজীবন সদস্য। লাইফ মেম্বার হিসেবে সিএবির কার্ড দেখিয়ে ম্যাচের টিকিট পেতে অভ্যস্ত তাঁরা। হঠাৎ করে ২২ অক্টোবর সিএবি নোটিশ দিয়েছে, ২৪ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করে টিকিট নিতে হবে। বেশির ভাগ সদস্য সেটি নিতে পারেননি। বা সিস্টেমে সমস্যা থাকায় তাঁরা নিতে ব্যর্থ হয়েছেন। এখন তাঁরা নিজেদের পাওনা টিকিট পেতে দ্বারস্থ হয়েছেন সিএবির সামনে। তাঁদের দাবি, আজীবন সদস্যদের জন্য বরাদ্দ হওয়া টিকিটগুলো ঠিকঠাক বিতরণ না করে মোটা অঙ্কে কালোবাজারে ছেড়ে দেওয়া হবে!
কলকাতার বিশ্বকাপের তাপ একটু দেরিতেই আঁচ করা গেল। ভারতের অন্য ভেন্যুগুলোতে যেখানে বিশ্বকাপ শুরু হয়ে গেছে, এমনকি চেন্নাইয়ে আজ বিশ্বকাপের ম্যাচ শেষও হয়ে যাচ্ছে—সেখানে কলকাতায় বিশ্বকাপ সবে শুরু। দুই দিন আগেও পূজার উৎসবে ডুবে থাকা ‘সিটি অব জয়’ এখন বিশ্বকাপ উৎসব শুরুর অপেক্ষায়। গতকালও ইডেন গার্ডেনসে ঝাড়ু, পরিষ্কার, রংসহ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল। প্রস্তুতি দেখতে দুপুরে সাবেক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও সিএবির সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী ঘুরে গেলেন ইডেনে।
সন্ধ্যায় বাংলাদেশ দলের অনুশীলন দিয়ে ভেন্যুতে শুরু হলো বিশ্বকাপের ক্রিকেটীয় কার্যক্রম। ইডেনেও হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা। তবে এই উইকেটে বাড়তি বাউন্স মিলতে পারে পেসারদের। চোট থেকে অনেকটা সেরে ওঠা তাসকিন আহমেদকে তাই নেটে ভালোই ঝালিয়ে নিতে দেখা গেল।
সিএবির সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলী নিজেদের প্রস্তুতি নিয়ে বলেন, ‘আমরা প্রস্তুত। সবাই সন্তুষ্ট৷ নিজেদের পরিকল্পনা ধরে এগিয়েছি। ইডেনে বিশ্বকাপ আয়োজন করতে আমরা প্রস্তত। এখানে বাংলাদেশের টানা দুটো ম্যাচ, চেয়েছি প্রচুর বাংলাদেশি আসুক। যাঁরা আসছেন বিশ্বকাপের দুটো ম্যাচ দেখতে, আশা করি তাঁরা ইডেন ভরিয়ে তোলার দায়িত্ব নেবেন।’
বাংলাদেশ দলের সাকিব আল হাসানকে নিয়ে কলকাতার দর্শকদের যা একটু আগ্রহ। যতই শোবিজ তারকা জয়া আহসান, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম পরিচিত হন, তাঁদের কাছে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম পর্যন্ত ‘অচেনা’! আইপিএলের সৌজন্যে পরিচিত সাকিব-মোস্তাফিজুর রহমান বাদে দলের বাকিরাও পরিচিত হয়ে উঠতে পারেন, যদি ইডেনে নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দুর্দান্ত কিছু করতে পারে। ইডেন যে পাঁচটি ম্যাচ পেয়েছে, দুটিই বাংলাদেশের।
বাঙালি, বাংলাদেশ, ক্রিকেট—সব যেখানে মিলেমিশে একাকার; বাংলাদেশ এই উপলক্ষ কতটা রাঙাতে পারে, সেটিই দেখার।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৮ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে