সিরাজগঞ্জ সংবাদদাতা
সাত মাস আগেই হাত ভাঙে মাদ্রাসাছাত্র ইলিয়াস রহমানের। অভিযোগ ওঠে, বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে মাঠে স্তূপ করে রাখা খড় এলোমেলো করায় বেত্রাঘাত করেন মাদ্রাসাশিক্ষক। এতে তার একটি হাতের হাড় ভেঙে যায়। অভিযোগ রয়েছে, এ ঘটনার পর সাতদিন তাকে হাসপাতালে যেতে দেওয়া হয়নি। তাকে মাদ্রাসায় আটকে রাখা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নে। অভিযুক্ত শিক্ষকের নাম আবুল কালাম আজাদ। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের মৌলভীপাড়া কবরস্থান মাদ্রাসার শিক্ষক।
আহত ছাত্র ইলিয়াস রহমান (১০) সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বড় কয়ড়া (সয়াসেখা) গ্রামের নূর হোসেনের ছেলে। বর্তমানে সে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে অর্থোপেডিকস বিভাগে চিকিৎসাধীন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বন্ধুদের সঙ্গে খেলা করার সময় স্তূপ করে রাখা খড় এলোমেলো করে ইলিয়াস। এ ঘটনায় পিটিয়ে হাত ভেঙে দেন মাদ্রাসাটির শিক্ষক আবুল কালাম আজাদ। হাতের হাড় ভেঙে গেলেও চিকিৎসা না করিয়ে সাত দিন আটকে রাখেন মাদ্রাসায়। একপর্যায়ে ব্যথা না কমলে পরিবারের লোকজনকে ডেকে পাঠিয়ে দেওয়া হয় বাড়িতে।
ইলিয়াসের খালা রোজিনা খাতুন বলেন, ‘এক বছর বয়সেই মা মারা যায় তার। বাবাও দ্বিতীয় বিয়ে করেন। তখন থেকেই ইলিয়াসের বেড়ে ওঠা নানি আর খালার কাছে। হুজুরের বেত্রাঘাতের পর কোনো মামলা করিনি। চিকিৎসা করাতে পারছি না, সেখানে কীভাবে মামলা করব!’
রোজিনা খাতুন আরও বলেন, হাসপাতালে ১০ দিন ধরে ভর্তি হলেও তার বাবা দেখতে আসেনি। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি শিশুটির পাশে দাঁড়ান, সে উন্নত চিকিৎসাসেবা পেয়ে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।
মাদ্রাসাশিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘আসলেই মারাটা আমার ভুল হয়েছে। ওকে ওইভাবে মারধর করিনি। তবে ইলিয়াসকে দুটি বেতের বাড়ি দিয়েছি, এতে হাত ভাঙার কথা নয়।’
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলাম জানান, ইলিয়াসের চিকিৎসা শুরু হতে দেরি হয়ে গেছে অনেক। এখন ভাঙা হাড়ের জায়গায় পুঁজ জমেছে। পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। তাই দ্রুত উন্নত চিকিৎসা করাতে হবে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম বলেন, ‘গণমাধ্যমকর্মীর মাধ্যমে জানতে পারলাম শিশুটি এতিম। আমি ওর চিকিৎসার ব্যাপারে খোঁজখবর রাখছি।’
সাত মাস আগেই হাত ভাঙে মাদ্রাসাছাত্র ইলিয়াস রহমানের। অভিযোগ ওঠে, বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে মাঠে স্তূপ করে রাখা খড় এলোমেলো করায় বেত্রাঘাত করেন মাদ্রাসাশিক্ষক। এতে তার একটি হাতের হাড় ভেঙে যায়। অভিযোগ রয়েছে, এ ঘটনার পর সাতদিন তাকে হাসপাতালে যেতে দেওয়া হয়নি। তাকে মাদ্রাসায় আটকে রাখা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নে। অভিযুক্ত শিক্ষকের নাম আবুল কালাম আজাদ। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের মৌলভীপাড়া কবরস্থান মাদ্রাসার শিক্ষক।
আহত ছাত্র ইলিয়াস রহমান (১০) সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বড় কয়ড়া (সয়াসেখা) গ্রামের নূর হোসেনের ছেলে। বর্তমানে সে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে অর্থোপেডিকস বিভাগে চিকিৎসাধীন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বন্ধুদের সঙ্গে খেলা করার সময় স্তূপ করে রাখা খড় এলোমেলো করে ইলিয়াস। এ ঘটনায় পিটিয়ে হাত ভেঙে দেন মাদ্রাসাটির শিক্ষক আবুল কালাম আজাদ। হাতের হাড় ভেঙে গেলেও চিকিৎসা না করিয়ে সাত দিন আটকে রাখেন মাদ্রাসায়। একপর্যায়ে ব্যথা না কমলে পরিবারের লোকজনকে ডেকে পাঠিয়ে দেওয়া হয় বাড়িতে।
ইলিয়াসের খালা রোজিনা খাতুন বলেন, ‘এক বছর বয়সেই মা মারা যায় তার। বাবাও দ্বিতীয় বিয়ে করেন। তখন থেকেই ইলিয়াসের বেড়ে ওঠা নানি আর খালার কাছে। হুজুরের বেত্রাঘাতের পর কোনো মামলা করিনি। চিকিৎসা করাতে পারছি না, সেখানে কীভাবে মামলা করব!’
রোজিনা খাতুন আরও বলেন, হাসপাতালে ১০ দিন ধরে ভর্তি হলেও তার বাবা দেখতে আসেনি। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি শিশুটির পাশে দাঁড়ান, সে উন্নত চিকিৎসাসেবা পেয়ে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।
মাদ্রাসাশিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘আসলেই মারাটা আমার ভুল হয়েছে। ওকে ওইভাবে মারধর করিনি। তবে ইলিয়াসকে দুটি বেতের বাড়ি দিয়েছি, এতে হাত ভাঙার কথা নয়।’
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলাম জানান, ইলিয়াসের চিকিৎসা শুরু হতে দেরি হয়ে গেছে অনেক। এখন ভাঙা হাড়ের জায়গায় পুঁজ জমেছে। পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। তাই দ্রুত উন্নত চিকিৎসা করাতে হবে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম বলেন, ‘গণমাধ্যমকর্মীর মাধ্যমে জানতে পারলাম শিশুটি এতিম। আমি ওর চিকিৎসার ব্যাপারে খোঁজখবর রাখছি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে