Ajker Patrika

আজ থেকে লিটারে ৭ টাকা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১২: ০২
আজ থেকে লিটারে ৭ টাকা বাড়ছে

ভোজ্যতেলের দাম লিটারে ৭ টাকা বাড়ানোর বিষয়ে অনুমোদন দিল বাণিজ্য মন্ত্রণালয়। আজ বুধবার থেকে বর্ধিত দাম কার্যকর হচ্ছে বলে পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে।

এদিকে ভোজ্যতেলের দাম বাড়ানোর খবর পেয়েই বাজার গরম হয়ে উঠেছে। গত রোববার পুরান ঢাকার মৌলভীবাজারে পরিবেশক পর্যায়ে ভোজ্যতেলের দাম মণপ্রতি ৫০-৬০ টাকা বেড়ে যায়। আগে প্রতি মণ খোলা সয়াবিন তেলের দাম ছিল ৫ হাজার ৩৫০ টাকা, যা গতকাল ৫ হাজার ৪১০ টাকায় বিক্রি হয়েছে। তবে পাম তেলের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী ভুট্টো বলেন, সরকার-নির্ধারিত দামের চেয়ে তাঁদের কম দামে তেল বিক্রি হচ্ছে। তবে মিল থেকে সরবরাহ স্বাভাবিক রাখলে দাম পরিবেশক কিংবা খুচরা পর্যায়ে বাড়ার কোনো সম্ভাবনা নেই।

গত রোববার ব্যবসায়ী, আমদানিকারকদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক হয়। বৈঠকে সব ধরনের ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ছাড়াও পরিশোধনকারীদের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন স্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর বৈঠকে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছিল ১২৯ টাকা, এক লিটারের বোতল ১৫৩ টাকা, পাম তেল ১১৬ টাকা ও ৫ লিটারের বোতল ৭২৮ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত