নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঘিরে মনোনয়নবাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন চট্টগ্রামের দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোছলেম উদ্দিন আহমদ। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব অস্বীকার করেন।
মোছলেম উদ্দিন বলেন, ‘সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পাইয়ে দিতে আমার নাম ব্যবহার করে ফেসবুকে যে পোস্ট দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি মানুষ। রাজনীতি করতে গিয়ে চলার পথে ভুল-ত্রুটি হতেই পারে। তবে যে অভিযোগ উঠেছে, এ ধরনের কোনো অন্যায় কাজ আমি করিনি। তবুও আমার ভুল-ত্রুটি হয়ে থাকলে যে কোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় ইউপি নির্বাচন ঘিরে প্রার্থীর মনোনয়নের তালিকা তৈরিতে কোনো কারচুপি হয়নি বলেও দাবি করেন মোছলেম উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘এবার ইউপি নির্বাচনে নিয়ম অনুযায়ী তৃণমূল থেকে জেলা পর্যায়ে আলোচনা করে একটা তালিকা কেন্দ্রে পাঠাতে হয়েছে। চট্টগ্রাম থেকে যাঁরা প্রার্থী হতে চান, তাঁদের সবার তালিকা নিয়েছি, বক্তব্য নিয়েছি। আমাদের একার পক্ষে মনোনয়ন পাইয়ে দেওয়ার, সুপারিশ করার কোনো সুযোগ নেই।’
কেউ তাঁর নাম ব্যবহার করে অন্যায় করলে সেটির দায় তিনি নেবেন না বলেও মন্তব্য করেন মোছলেম উদ্দিন। তিনি বলেন, ‘সম্প্রতি আমার নাম উল্লেখ করে ফেসবুকে চেকের কপি দিয়ে পোস্ট করা হয়েছে। তবে আমার নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে এটার জন্য আমি দায়ী নই। কিন্তু যে লোক ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, তিনি আবার গতকাল (পরশু) ফেসবুকে আমার প্রশংসাও করেছেন। আমার কাছে ক্ষমাও চেয়েছেন। তাঁর প্রতি আমার কোনো অভিযোগ নেই। বরং আমি তাঁর নিরাপত্তা নিয়েই ভাবছি।’
এ ছাড়া সাতকানিয়ার চরতি ইউপিতে জামায়াতের সাবেক নেতা মুমিনুল হক চৌধুরীর ছেলে রুহুল্লাহ চৌধুরীকে মনোনয়ন দেওয়া নিয়েও কথা বলেছেন মোছলেম উদ্দিন। এ বিষয়ে তিনি বলেন, ‘মুমিনুল হকের ছেলে রুহুল্লাহর নাম আমরা কেন্দ্রে পাঠাইনি। আমরা পাঁচজনের নাম পাঠিয়েছিলাম। তবে কেন্দ্র চাইলে নাম যোগ করতে পারে। জামায়াতের সঙ্গে রুহুল্লাহর সংশ্লিষ্টতা থাকার বিষয়টি ওবায়দুল কাদেরকে জানানো হয়েছে।’
গত ৬ জানুয়ারি নিজের ফেসবুকে চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী ও অতিরিক্ত পিপি মোহাম্মদ কামাল উদ্দীন সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলে ১৫ লাখ টাকার চেক নেওয়ার অভিযোগ করেন।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঘিরে মনোনয়নবাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন চট্টগ্রামের দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোছলেম উদ্দিন আহমদ। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব অস্বীকার করেন।
মোছলেম উদ্দিন বলেন, ‘সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পাইয়ে দিতে আমার নাম ব্যবহার করে ফেসবুকে যে পোস্ট দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি মানুষ। রাজনীতি করতে গিয়ে চলার পথে ভুল-ত্রুটি হতেই পারে। তবে যে অভিযোগ উঠেছে, এ ধরনের কোনো অন্যায় কাজ আমি করিনি। তবুও আমার ভুল-ত্রুটি হয়ে থাকলে যে কোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় ইউপি নির্বাচন ঘিরে প্রার্থীর মনোনয়নের তালিকা তৈরিতে কোনো কারচুপি হয়নি বলেও দাবি করেন মোছলেম উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘এবার ইউপি নির্বাচনে নিয়ম অনুযায়ী তৃণমূল থেকে জেলা পর্যায়ে আলোচনা করে একটা তালিকা কেন্দ্রে পাঠাতে হয়েছে। চট্টগ্রাম থেকে যাঁরা প্রার্থী হতে চান, তাঁদের সবার তালিকা নিয়েছি, বক্তব্য নিয়েছি। আমাদের একার পক্ষে মনোনয়ন পাইয়ে দেওয়ার, সুপারিশ করার কোনো সুযোগ নেই।’
কেউ তাঁর নাম ব্যবহার করে অন্যায় করলে সেটির দায় তিনি নেবেন না বলেও মন্তব্য করেন মোছলেম উদ্দিন। তিনি বলেন, ‘সম্প্রতি আমার নাম উল্লেখ করে ফেসবুকে চেকের কপি দিয়ে পোস্ট করা হয়েছে। তবে আমার নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে এটার জন্য আমি দায়ী নই। কিন্তু যে লোক ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, তিনি আবার গতকাল (পরশু) ফেসবুকে আমার প্রশংসাও করেছেন। আমার কাছে ক্ষমাও চেয়েছেন। তাঁর প্রতি আমার কোনো অভিযোগ নেই। বরং আমি তাঁর নিরাপত্তা নিয়েই ভাবছি।’
এ ছাড়া সাতকানিয়ার চরতি ইউপিতে জামায়াতের সাবেক নেতা মুমিনুল হক চৌধুরীর ছেলে রুহুল্লাহ চৌধুরীকে মনোনয়ন দেওয়া নিয়েও কথা বলেছেন মোছলেম উদ্দিন। এ বিষয়ে তিনি বলেন, ‘মুমিনুল হকের ছেলে রুহুল্লাহর নাম আমরা কেন্দ্রে পাঠাইনি। আমরা পাঁচজনের নাম পাঠিয়েছিলাম। তবে কেন্দ্র চাইলে নাম যোগ করতে পারে। জামায়াতের সঙ্গে রুহুল্লাহর সংশ্লিষ্টতা থাকার বিষয়টি ওবায়দুল কাদেরকে জানানো হয়েছে।’
গত ৬ জানুয়ারি নিজের ফেসবুকে চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী ও অতিরিক্ত পিপি মোহাম্মদ কামাল উদ্দীন সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলে ১৫ লাখ টাকার চেক নেওয়ার অভিযোগ করেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে