উত্তর কোরিয়ার কঠোর হুঁশিয়ারি

এএফপি, সিউল
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ৩৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার আসন্ন যৌথ সামরিক মহড়াকে ‘উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি’ হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে পিয়ংইয়ং। যৌথ এ সামরিক মহড়ার বিপরীতে কঠোর প্রতিক্রিয়া দেখানোর কথা জানিয়েছে উত্তর কোরিয়া।

এ বিষয়ে গতকাল শুক্রবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ওয়াশিংটন ও সিউল যদি মহড়ার দিকে এগিয়ে যায়, তবে তারা অভূতপূর্ব অবিরাম ও শক্তিশালী পাল্টা প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। এ মহড়ার পরিকল্পনাকে উত্তর কোরিয়া নিজেদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে মনে করে।

আগামী সপ্তাহে ওয়াশিংটন ও সিউলের মধ্যকার একটি বৈঠক সামনে রেখে এমন হুঁশিয়ারি দিল পিয়ংইয়ং। ওয়াশিংটনে অনুষ্ঠেয় এ বৈঠকে উত্তর কোরিয়ার সাম্প্রতিক পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়ার ব্যাপকতর কর্মসূচিতে অঙ্গীকারবদ্ধ। এ কর্মসূচির আওতাধীন কিছু মহড়া করোনা মহামারির কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে বর্তমানে সিউলের ক্ষমতাসীন ইউন সরকার ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় ও পিয়ংইয়ংকে আটকাতে ওয়াশিংটনের সঙ্গে যৌথ মহড়াগুলো শুরু করার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। উত্তর কোরিয়া গত বছর দেশটিকে পারমাণবিক শক্তিধর বলে ঘোষণা করেছে। সেই সঙ্গে রেকর্ড সংখ্যক অস্ত্র পরীক্ষা করেছে পিয়ংইয়ং। এ বিষয়কেই মূল হুমকি হিসেবে দেখছে সিউল।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গতকাল এএফপিকে জানান, উত্তর কোরিয়াকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রভান্ডার কতটা জড়িত হবে, এ মহড়া সেটির গুরুত্বপূর্ণ মাপকাঠি হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত