সম্পাদকীয়
আসহাব উদ্দীন আহমদ ছিলেন একাধারে শিক্ষক, রাজনীতিবিদ, রম্যলেখক, ভাষাসৈনিক ও শিক্ষানুরাগী। তাঁর পারিবারিক নাম ছিল আসহাব মিয়া। তিনি ১৯১৪ সালের এপ্রিল মাসে চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সাধনপুর বাণীগ্রাম হাইস্কুল থেকে ১৯৩২ সালে প্রথম বিভাগে প্রবেশিকা, চট্টগ্রাম কলেজ থেকে আইএ ও বিএ পাস করেন। এরপর ১৯৩৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
চট্টগ্রাম কলেজে শিক্ষকতার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। আপাদমস্তক নীতিমান এই ব্যক্তির পক্ষে বেশি দিন এ কলেজে চাকরি করা সম্ভব হয়নি। কলেজের অধ্যক্ষের অনিয়মের প্রতিবাদ করে চাকরি হারিয়ে তিনি ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজে যোগ দেন।
ভিক্টোরিয়া কলেজে অধ্যাপনা করার সময় এক সহকর্মীর মাধ্যমে তিনি মার্ক্সবাদী রাজনীতির সংস্পর্শে আসেন। তিনি ভাষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হন। ইস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের মুখপত্র ‘দি টিচার’ সম্পাদনা করেন।
১৯৫২ সালের পর তিনি রাজনীতিতে সক্রিয় হন এবং কলেজের অধ্যাপনা ছেড়ে দেন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৫৭ সালে ন্যাপের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বামপন্থী রাজনীতি করার কারণে পাকিস্তান আমলে এক বছর তিনি জেলে বন্দী ছিলেন। তাঁর নামে হুলিয়া জারি হয়। আট বছর আন্ডারগ্রাউন্ড জীবন কাটাতে হয় তাঁকে। পাকিস্তান সরকার তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে।
আসহাব উদ্দীন আহমদ ১৯৭১ সালে চট্টগ্রামের বাঁশখালীতে মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখেন। শিক্ষা প্রসারেও ভূমিকা রেখেছেন তিনি। দক্ষিণ চট্টগ্রামের বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে। একসময় রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন। তিনি সামাজিক অনাচারের বিষয়গুলো ব্যঙ্গবিদ্রূপের মাধ্যমে তুলে ধরেছেন। তাঁর বইয়ের সংখ্যা প্রায় ২৫টি।
মানবদরদি এ মানুষটি ১৯৯৪ সালের ২৮ মে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
আসহাব উদ্দীন আহমদ ছিলেন একাধারে শিক্ষক, রাজনীতিবিদ, রম্যলেখক, ভাষাসৈনিক ও শিক্ষানুরাগী। তাঁর পারিবারিক নাম ছিল আসহাব মিয়া। তিনি ১৯১৪ সালের এপ্রিল মাসে চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সাধনপুর বাণীগ্রাম হাইস্কুল থেকে ১৯৩২ সালে প্রথম বিভাগে প্রবেশিকা, চট্টগ্রাম কলেজ থেকে আইএ ও বিএ পাস করেন। এরপর ১৯৩৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
চট্টগ্রাম কলেজে শিক্ষকতার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। আপাদমস্তক নীতিমান এই ব্যক্তির পক্ষে বেশি দিন এ কলেজে চাকরি করা সম্ভব হয়নি। কলেজের অধ্যক্ষের অনিয়মের প্রতিবাদ করে চাকরি হারিয়ে তিনি ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজে যোগ দেন।
ভিক্টোরিয়া কলেজে অধ্যাপনা করার সময় এক সহকর্মীর মাধ্যমে তিনি মার্ক্সবাদী রাজনীতির সংস্পর্শে আসেন। তিনি ভাষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হন। ইস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের মুখপত্র ‘দি টিচার’ সম্পাদনা করেন।
১৯৫২ সালের পর তিনি রাজনীতিতে সক্রিয় হন এবং কলেজের অধ্যাপনা ছেড়ে দেন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৫৭ সালে ন্যাপের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বামপন্থী রাজনীতি করার কারণে পাকিস্তান আমলে এক বছর তিনি জেলে বন্দী ছিলেন। তাঁর নামে হুলিয়া জারি হয়। আট বছর আন্ডারগ্রাউন্ড জীবন কাটাতে হয় তাঁকে। পাকিস্তান সরকার তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে।
আসহাব উদ্দীন আহমদ ১৯৭১ সালে চট্টগ্রামের বাঁশখালীতে মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখেন। শিক্ষা প্রসারেও ভূমিকা রেখেছেন তিনি। দক্ষিণ চট্টগ্রামের বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে। একসময় রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন। তিনি সামাজিক অনাচারের বিষয়গুলো ব্যঙ্গবিদ্রূপের মাধ্যমে তুলে ধরেছেন। তাঁর বইয়ের সংখ্যা প্রায় ২৫টি।
মানবদরদি এ মানুষটি ১৯৯৪ সালের ২৮ মে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে