ঢাকাবাসী শতভাগ পানি পাচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২২, ০৭: ০২
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১০: ১৩

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান বলেছেন, ‘আমরা ঢাকা শহরের মানুষের জন্য পানির ব্যবস্থার শতভাগ নিশ্চয়তা দিতে পারব এবং সে অবস্থায় পৌঁছে গেছি। ঢাকাবাসী শতভাগ পানি পাচ্ছে, দক্ষিণ এশিয়ার অন্য যেকোনো শহরের তুলনায় এটা রেকর্ড।’

গতকাল সোমবার ওয়াসা ভবনে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) কার্যনির্বাহী কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ওয়াসার এমডি বলেন, ‘আমরা ঢাকা শহরের মানুষের জন্য পানির ব্যবস্থার শতভাগ নিশ্চয়তা দিতে পারব। এখন মেজর কোনো সমস্যা নেই। তবে কিছু ছোট সমস্যা রয়েছে। সেগুলো সমাধানের চেষ্টা চলছে।’

তাকসিম এ খান বলেন, ‘আমরা গবেষণা এবং উন্নয়নে অনেক টাকা ব্যয় করি এবং করছি। এতে আমরা অনেক সফলও হয়েছি। যে কারণে ঢাকা ওয়াসা এখন দক্ষিণ এশিয়ার মধ্যে রোল মডেল। নেপাল তাদের পানির ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য আমাদের ওয়াসা থেকে টিম নিয়েছে।’ ডুরা সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ওয়াসার পরিচালক (কারিগরি) এ কে এম সহিদ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহেদ শফিক প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত