জগন্নাথপুরে ঝুঁকিপূর্ণ ১৪ বাঁধ ধসে গেছে পাঁচটি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২২, ০৭: ৩৬
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৯: ২১

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হাওরের ফসল রক্ষার ১৪টি বেড়িবাঁধ ঝুঁকিতে রয়েছে। গত সোমবার রাতে এর মধ্যে পাঁচটি বাঁধ ধসে যায়। পরে মসজিদের মাইকে বেড়িবাঁধ রক্ষার ঘোষণা দেওয়া হলে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধে মাটি ফেলেন। এদিকে নদীর পানি বৃদ্ধি ও বাঁধ ঝুঁকিতে থাকায় শঙ্কায় রয়েছেন কৃষকেরা।

কৃষকদের অভিযোগ, অধিকাংশ বাঁধ বালুমিশ্রিত মাটি দিয়ে করা হয়েছে। ফলে অল্প বৃষ্টিতে ধসে যাচ্ছে। হাওরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাঁধগুলো সময়মতো টেকসইভাবে নির্মাণ না করায় হাওরে পানি ঢোকার আশঙ্কা রয়েছে।

কৃষক ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, উপজেলায় ২৮টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। এর মধ্যে ১৪টি প্রকল্পের বাঁধ রয়েছে ঝুঁকিতে। এগুলো হলো ১ নম্বর প্রকল্প, ৫ থেকে ১৪ নম্বর প্রকল্প এবং ১৬, ১৭ ও ২০ নম্বর প্রকল্পের বাঁধ।

উপজেলার নলুয়ার হাওরের কৃষক জুবায়ের আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নেতাদের দিয়ে কমিটি করে বাঁধ নির্মাণের কাজ করানো হয়েছে। মনগড়া কাজ হলে তো বাঁধ ভাঙবেই। এখন কই গেলেন কমিটির নেতারা! রাত থেকে বাঁধের ভাঙন ঠেকাতে কৃষকেরা কাজ করছেন।’

হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলার কমিটির যুগ্ম আহ্বায়ক নির্মল দাশ বলেন, নলুয়ার হাওরের অধিকাংশ প্রকল্পের কাজের মান সন্তোষজনক নয়। সামান্য বৃষ্টি ও পাহাড়ি ঢল এলে এসব বেড়িবাঁধ ভেঙে হাওরে পানি ঢুকতে পারে।

ঝুঁকিপূর্ণ সালিকার বাঁধ প্রকল্পের সভাপতি শান্তনা বেগম জানান, তাঁর প্রকল্পে সালিকার বাঁধ ঝুঁকিতে রয়েছে। প্রকল্পে বাঁশ ও বস্তা দেওয়া হয়নি। এখন ঝুঁকিপূর্ণ হওয়ায় বাঁশ ও বস্তা ফেলার জন্য বলা হয়েছে।

শান্তনা বেগম বলেন, ‘আমাকে যতটুকু বলা হয়েছে আমি ততটুকু করেছি। কিন্তু তা বাঁধ রক্ষায় পর্যাপ্ত নয়।’

পাউবোর জগন্নাথপুর উপজেলার মাঠ কর্মকর্তা হাসান গাজী বলেন, ‘ঝুঁকিপূর্ণ প্রকল্পসহ সবকটি প্রকল্পে গুরুত্ব দিয়ে কাজ চলছে। আমরা সার্বক্ষণিক তদারকি করছি।’

জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বলেন, ‘গত দুই দিন ধরে সার্বক্ষণিক হাওরে আছি। কিছু কিছু এলাকায় বাঁধ রক্ষায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। গত রাতে কৃষকদের সঙ্গে বাঁধগুলোতে ছিলাম। ত্রুটি চিহ্নিত করে কাজ চলছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত