পীরগঞ্জে স্ল্যাবে বাঁশ, তদন্তে কমিটি গঠন

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬: ৩৮
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ২৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের জাবরহাট ডিগ্রি কলেজের ওয়াশ ব্লকের স্ল্যাবে রডের পরিবর্তে বাঁশের বাতা ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে নির্মাণকাজ বন্ধ করে দিয়ে ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার তদন্ত গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পীরগঞ্জ উপজেলার প্রকৌশলী মো. শামীম আক্তার।

গত সোমবার কলেজের অধ্যক্ষ করিমুল ইসলামসহ শিক্ষক-কর্মচারীরা কলেজের শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর তাঁরা কলেজের মাঠে সাত লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ওয়াশ ব্লকের নির্মাণকাজ পরিদর্শনে যান। এ সময় তাঁরা দেখতে পান, ওয়াশ ব্লকের জন্য সদ্য তৈরি করা স্ল্যাবের ঢাকনায় এক প্রান্তের বাঁশের বাতা বের হয়ে আছে।

পরে স্ল্যাব ভেঙে দেখতে পান তাতে রডের পরিবর্তে বাঁশের বাতা ব্যবহার করা হয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা প্রকৌশলীকে মোবাইল ফোনে জানান তাঁরা।

নির্মাণকাজে রডের বদলে বাঁশ ব্যবহারের খবরটি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের নির্দেশে কাজটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

জাবরহাট কলেজের সহকারী অধ্যাপক তৈয়ব আলী বলেন, ‘আমরা নির্মাণাধীন ওয়াশ ব্লকের কাজ দেখতে যাই। সেখানে ওয়াশ ব্লকের জন্য সদ্য তৈরি করা স্ল্যাবের ঢাকনায় বাঁশের বাতা ব্যবহার করতে দেখি।’ এদিকে গত বুধবার বিকেলে পাঁচ সদস্যের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তদন্ত দলের সদস্য উপজেলা চেয়ারম্যান মো. আখতারুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে বাঁশের বাতা কেউ গায়েব করে দিয়েছে। ওইটা ওখানে নাই। দেড় ফিটের একটি স্ল্যাবের ঢাকনায় বাঁশের বাতার যে অভিযোগ উঠেছে ওইখানে গিয়ে ওটার চিহ্নটা পাইনি। পরে আমরা ঘটনাস্থল ত্যাগ করি।’

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহেবুল এন্টারপ্রাইজের কর্ণধার মো. ফারুক হোসেন বলেন, ‘মিস্ত্রি আমার অজান্তে লোহার রডের পরিবর্তে বাঁশের বাতা ব্যবহার করেছে। তাঁকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। এমনও হতে পারে কেউ আমাকে সামাজিকভাবে মর্যাদাক্ষুণ্ন করতে তাঁর দ্বারা এটি করিয়েছে। রড না দিয়ে বাঁশের বাতা ব্যবহার সম্পর্কে আমি অবগত ছিলাম না।’

এলজিইডি প্রকৌশলী মো. শামীম আক্তার বলেন, ‘আসলে কে বা কারা আমাদের বিরুদ্ধে এবং ঠিকাদারের বিরুদ্ধে কে কীভাবে করল বিষয়টি বুঝতে পারছি না। তদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত