সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
‘তৃণমূল আওয়ামী লীগ’ নামক ভুঁইফোঁড় রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেন খন্দকার কামাল ওরফে এম কে সাগর (৪৫)। প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে এডিট করে নিজের ছবি সংযুক্ত করে নিজেকে প্রভাবশালী প্রমাণের চেষ্টা করতেন তিন। বিভিন্ন সময় মানুষকে আকৃষ্ট করতে মিলনায়তন ভাড়া নিয়ে দলীয় সভা-সমাবেশেরও আয়োজন করতেন সাগর। সংগঠনের আড়ালে তিনি সহযোগীদের নিয়ে ভয়ভীতি ও অস্ত্র দেখিয়ে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করতেন।
গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে অস্ত্র ও জাল টাকাসহ সাগরকে আটক করেছে র্যাব। এ সময় মো. মোশাররফ হোসেন (৩৪) ও আমিনুল ইসলাম (২৫) নামে তাঁর দুই সহযোগীকেও আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর পাশা এ তথ্য জানান।
তানভীর পাশা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সাগর অবৈধ অস্ত্র ব্যবহার করতেন। মানুষের সরলতা ও আবেগকে পুঁজি করে আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য তিনি ‘তৃণমূল আওয়ামী লীগ’ নামক একটি ভুঁইফোড় রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেন। আটক ব্যক্তিরা ভুক্তভোগীদের বিভিন্ন সময় মুঠোফোনে অস্ত্রের ভয়ভীতি দেখাতেন এবং চাঁদার অর্থ না পেলে সামাজিকভাবে হেয় করতে ব্যক্তিগত ও পরিবারের নারী সদস্যদের ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার হুমকি দিতেন।
র্যাব কর্মকর্তা আরও জানান, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তাঁর সখ্যের প্রমাণ হিসেবে ভুয়া মেসেজ আদান-প্রদানের স্ক্রিনশট এবং এডিট করে নিজের ছবি সংযুক্ত করে নিজেকে প্রভাবশালী প্রমাণের চেষ্টা করতেন। পরে চাঁদাবাজির উদ্দেশ্যে ভয়ভীতি দেখাতেন।
র্যাব কর্মকর্তা বলেন, এসএসসি পাস দাবি করা ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা, জাল টাকার কারবার ও নারী পাচারের অভিযোগও রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমকেই অধিকাংশ ক্ষেত্রে প্রতারণার প্রাথমিক ফাঁদ হিসেবে ব্যবহার করে আসছিলেন সাগর। ভুক্তভোগীদের আকৃষ্ট করতে নানা সময়ে তিনি রাজধানীর বিভিন্ন মিলনায়তন ভাড়া নিয়ে ছোটখাটো দলীয় সভা-সমাবেশের আয়োজন করতেন।
তানভীর পাশা বলেন, সাগর যশোরের কেশবপুর উপজেলার ৫ নম্বর মঙ্গলকোটের বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরে তিনি সাভারের আশুলিয়া থানার গাজিরচট এলাকায় অবস্থান করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন।
আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র্যাব কর্মকর্তা।
‘তৃণমূল আওয়ামী লীগ’ নামক ভুঁইফোঁড় রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেন খন্দকার কামাল ওরফে এম কে সাগর (৪৫)। প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে এডিট করে নিজের ছবি সংযুক্ত করে নিজেকে প্রভাবশালী প্রমাণের চেষ্টা করতেন তিন। বিভিন্ন সময় মানুষকে আকৃষ্ট করতে মিলনায়তন ভাড়া নিয়ে দলীয় সভা-সমাবেশেরও আয়োজন করতেন সাগর। সংগঠনের আড়ালে তিনি সহযোগীদের নিয়ে ভয়ভীতি ও অস্ত্র দেখিয়ে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করতেন।
গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে অস্ত্র ও জাল টাকাসহ সাগরকে আটক করেছে র্যাব। এ সময় মো. মোশাররফ হোসেন (৩৪) ও আমিনুল ইসলাম (২৫) নামে তাঁর দুই সহযোগীকেও আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর পাশা এ তথ্য জানান।
তানভীর পাশা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সাগর অবৈধ অস্ত্র ব্যবহার করতেন। মানুষের সরলতা ও আবেগকে পুঁজি করে আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য তিনি ‘তৃণমূল আওয়ামী লীগ’ নামক একটি ভুঁইফোড় রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেন। আটক ব্যক্তিরা ভুক্তভোগীদের বিভিন্ন সময় মুঠোফোনে অস্ত্রের ভয়ভীতি দেখাতেন এবং চাঁদার অর্থ না পেলে সামাজিকভাবে হেয় করতে ব্যক্তিগত ও পরিবারের নারী সদস্যদের ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার হুমকি দিতেন।
র্যাব কর্মকর্তা আরও জানান, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তাঁর সখ্যের প্রমাণ হিসেবে ভুয়া মেসেজ আদান-প্রদানের স্ক্রিনশট এবং এডিট করে নিজের ছবি সংযুক্ত করে নিজেকে প্রভাবশালী প্রমাণের চেষ্টা করতেন। পরে চাঁদাবাজির উদ্দেশ্যে ভয়ভীতি দেখাতেন।
র্যাব কর্মকর্তা বলেন, এসএসসি পাস দাবি করা ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা, জাল টাকার কারবার ও নারী পাচারের অভিযোগও রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমকেই অধিকাংশ ক্ষেত্রে প্রতারণার প্রাথমিক ফাঁদ হিসেবে ব্যবহার করে আসছিলেন সাগর। ভুক্তভোগীদের আকৃষ্ট করতে নানা সময়ে তিনি রাজধানীর বিভিন্ন মিলনায়তন ভাড়া নিয়ে ছোটখাটো দলীয় সভা-সমাবেশের আয়োজন করতেন।
তানভীর পাশা বলেন, সাগর যশোরের কেশবপুর উপজেলার ৫ নম্বর মঙ্গলকোটের বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরে তিনি সাভারের আশুলিয়া থানার গাজিরচট এলাকায় অবস্থান করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন।
আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র্যাব কর্মকর্তা।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২০ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে