মুলাদী প্রতিনিধি
মুলাদীতে জোর করে ধান নেওয়ার সময় বাঁধা দেওয়ায় হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের পশ্চিম তেরচর গ্রামের ভুলু হাওলাদারের বাড়িতে এই ঘটনা ঘটে। এতে নারীসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে।
হামলাকারীরা আহতদের হাসপাতালে নিতে বাঁধা দেওয়ার অভিযোগ রয়েছে। পরে মুলাদী থানা-পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসা করায়। এদের মধ্যে পারভীন নামের এক নারীর অবস্থা আশঙ্কাজনক।
পশ্চিম তেরচর গ্রামের মৃত হাফেজ হাওলাদারের ছেলে মো. ভুলু হাওলাদার জানান, তাদের বাড়ির পাশে একটি জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। প্রায় ২৫ বছর আগে একটি পক্ষ ওই জমির মালিকানা দাবি করলে আদালতে মামলা হয়। ওই মামলা বর্তমানে চলমান রয়েছে। বিবাদীদের কেউ মামলায় হাজিরা কিংবা আদালতে কাগজপত্র দিতে পারেনি। শুক্রবার ওই জমিতে আমন ধান কাটছিলেন। বেলা ১২টার দিকে ফরিদ সিকদার, আজাহার সিকদার, মিলন সিকদারের নেতৃত্বে ৫-৬ জন ধান নেওয়ার চেষ্টা করে। আমরা বাঁধা দিলে তাঁরা ক্ষিপ্ত হয়ে চলে যান। পরে ৩৫-৪০ জন লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়।
হামলায় ভুলু হাওলাদার, তার বোন রূপজান বিবি, ভাইপো জিয়া হাওলাদার, ভাইপো স্ত্রী পারভীন আক্তারসহ ৫ জন আহত হয়েছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিতে চাইলে হামলাকারীরা বাঁধা দেয়। সংবাদ পেয়ে মুলাদী থানার উপপরিদর্শক মো. মাহফুজ পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আজাহার সিকদারের সহযোগী কামাল সরদার জানান, ধান কাটা নিয়ে বিরোধ হয়েছে। আমার ভাগনি সুমী ও কাওসার হামলার স্থানে যাওয়ায় আমি য়েছি। হামলার বিষয়ে আমার ভালো জানা নেই।
হাসপাতালের চিকিৎসক নায়মা সুলতানা জানান, আহতদের মধ্যে পারভীন আক্তারের মাথায় মারাত্মক আঘাত লেগেছে। তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজ জানান, হামলা এবং আহতদের চিকিৎসার বাঁধা দেওয়ার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাকসুদুর রহমান জানান, সংবাদ পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আহতদের অভিযোগ পাওয়ার পরে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মুলাদীতে জোর করে ধান নেওয়ার সময় বাঁধা দেওয়ায় হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের পশ্চিম তেরচর গ্রামের ভুলু হাওলাদারের বাড়িতে এই ঘটনা ঘটে। এতে নারীসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে।
হামলাকারীরা আহতদের হাসপাতালে নিতে বাঁধা দেওয়ার অভিযোগ রয়েছে। পরে মুলাদী থানা-পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসা করায়। এদের মধ্যে পারভীন নামের এক নারীর অবস্থা আশঙ্কাজনক।
পশ্চিম তেরচর গ্রামের মৃত হাফেজ হাওলাদারের ছেলে মো. ভুলু হাওলাদার জানান, তাদের বাড়ির পাশে একটি জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। প্রায় ২৫ বছর আগে একটি পক্ষ ওই জমির মালিকানা দাবি করলে আদালতে মামলা হয়। ওই মামলা বর্তমানে চলমান রয়েছে। বিবাদীদের কেউ মামলায় হাজিরা কিংবা আদালতে কাগজপত্র দিতে পারেনি। শুক্রবার ওই জমিতে আমন ধান কাটছিলেন। বেলা ১২টার দিকে ফরিদ সিকদার, আজাহার সিকদার, মিলন সিকদারের নেতৃত্বে ৫-৬ জন ধান নেওয়ার চেষ্টা করে। আমরা বাঁধা দিলে তাঁরা ক্ষিপ্ত হয়ে চলে যান। পরে ৩৫-৪০ জন লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়।
হামলায় ভুলু হাওলাদার, তার বোন রূপজান বিবি, ভাইপো জিয়া হাওলাদার, ভাইপো স্ত্রী পারভীন আক্তারসহ ৫ জন আহত হয়েছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিতে চাইলে হামলাকারীরা বাঁধা দেয়। সংবাদ পেয়ে মুলাদী থানার উপপরিদর্শক মো. মাহফুজ পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আজাহার সিকদারের সহযোগী কামাল সরদার জানান, ধান কাটা নিয়ে বিরোধ হয়েছে। আমার ভাগনি সুমী ও কাওসার হামলার স্থানে যাওয়ায় আমি য়েছি। হামলার বিষয়ে আমার ভালো জানা নেই।
হাসপাতালের চিকিৎসক নায়মা সুলতানা জানান, আহতদের মধ্যে পারভীন আক্তারের মাথায় মারাত্মক আঘাত লেগেছে। তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজ জানান, হামলা এবং আহতদের চিকিৎসার বাঁধা দেওয়ার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাকসুদুর রহমান জানান, সংবাদ পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আহতদের অভিযোগ পাওয়ার পরে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে