Ajker Patrika

নির্মাণকাজ শেষের আট দিনের মাথায় বাঁধে ধস

জুয়েল আহমদ, জগন্নাথপুর (সুনামগঞ্জ) 
আপডেট : ২৯ মার্চ ২০২২, ১২: ৪৫
নির্মাণকাজ শেষের আট দিনের মাথায় বাঁধে ধস

অল্প বৃষ্টিতেই সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গুরুত্বপূর্ণ দুটি ফসল রক্ষা বেড়িবাঁধ ধসে গেছে। নির্মাণকাজ শেষের আট দিনের মাথায় উপজেলার মইয়ার হাওরের কলইকাটায় এ দুটি ফসল রক্ষা বাঁধ ধসে গেছে। এতে ফসল নষ্টের শঙ্কায় রয়েছেন কৃষকেরা।

কৃষক ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, জগন্নাথপুর উপজেলায় এবার ৩ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দে ২৮টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ১৫ কিলোমিটার ফসল রক্ষা বেড়িবাঁধের কাজ করা হচ্ছে। এর মধ্যে ১৬ নম্বর প্রকল্পে বরাদ্দ প্রায় ১৩ লাখ টাকা এবং ১৭ নম্বর প্রকল্পের বরাদ্দ ২০ লাখ টাকা। ২০ মার্চ এ বাঁধের নির্মাণকাজ শেষ হয়। গত শনি ও রোববার রাতে বৃষ্টি হলে গতকাল সোমবার মইয়ার হাওরে ফসল রক্ষা বেড়িবাঁধ ১৬ ও ১৭ নম্বর বাঁধের প্রায় ২০ ফুট জায়গার মাটি ধসে যায়।

ঘটনাস্থলে ভবানীপুর গ্রামের কৃষক আবু মিয়া জানান, এ দুটি প্রকল্পের কাজ নিম্নমানের হওয়ায় সামান্য বৃষ্টিতে বেড়িবাঁধগুলো ধসে গেছে। গত কয়েক দিনে চারবার বাঁধগুলো ধসে পড়ে।

‘হাওর বাঁচাও আন্দোলন’ জগন্নাথপুর উপজেলা কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, হাওরের অধিকাংশ ফসল রক্ষা বেড়িবাঁধে বালুমাটি ব্যবহার করা হয়েছে। বৃষ্টি হলে এসব বাঁধ ধসে ফসলহানির শঙ্কা রয়েছে। এর দায়ভার পাউবোকে নিতে হবে।

এদিকে ১৬ নম্বর প্রকল্পের সভাপতি বিপ্লব চন্দ্র দাস বলেন, ‘আমার প্রকল্পের বেড়িবাঁধ সামান্য অংশ ধসে গেছে। আমি সংস্কারকাজ চালিয়ে যাচ্ছি।’

১৭ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি খলিলুর রহমান বলেন, ‘বেড়িবাঁধটি একটি ঝুঁকিপূর্ণ এলাকায়। প্রতিবছর মাছ শিকারিরা বাঁধ ভেঙে দেওয়ায় এখানে একটি গর্ত রয়েছে। মাটি টিকছে না, ফলে ধসে যাওয়ার ঘটনা ঘটেছে। আমাদের কাজ চলমান রয়েছে।’

পাউবোর উপসহকারী প্রকৌশলী হাসান গাজী বলেন, ‘এ দুটি প্রকল্প বারবার ধসে যাওয়ায় আমরা বিকল্প বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু করেছি।’

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, উপজেলার সব কটি বাঁধের কাজ শেষ। ধসে যাওয়া বাঁধ দ্রুত নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত