তামিমকে নিয়ে চিন্তা বাড়ছেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১০: ৪৭

ড্রেসিংরুম থেকে মিরপুর একাডেমি মাঠে শুধুই হাঁটাহাঁটি করলেন তামিম ইকবাল। কোচ ও সতীর্থদের সঙ্গে কথা বলে সময় কাটলেও ঈদের ছুটির আগে গতকাল শেষ দিনে অনুশীলন আর করা হয়নি ওয়ানডে অধিনায়কের। পিঠে ব্যথাটা (ব্যাক পেইন) তাঁকে যে বড় ভোগাচ্ছে।

ঈদের আগে ট্রেনিং ক্যাম্পের প্রথম দিনটি ভালো কাটলেও গত বৃহস্পতিবার দ্বিতীয় দিনে পুরোনো বিপত্তি। ফিল্ডিং অনুশীলনে থ্রোয়িং করার সময় আবার পিঠে টান পড়েছে তাঁর। শারীরিক অঙ্গভঙ্গি বলছিল, তীব্র ব্যথা নিয়েই মাঠ ছেড়েছেন তামিম। আফগানদের বিপক্ষে কোমর ও পিঠের ব্যথায় একমাত্র টেস্ট খেলতে পারেননি তিনি। ৫ জুলাই চট্টগ্রামে শুরু হতে যাওয়া ওয়ানডের আগেও থাকছে একই দুশ্চিন্তা।

যদিও ওয়ানডে সিরিজ শুরু হতে ৯ দিন সময় আছে। তবে তামিম খেলবেন কি না, নির্ভর করছে কিছু যদি-কিন্তুর ওপর। গতকাল বিসিবির চিকিৎসক মঞ্জুরুল হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেছেন, ‘তার (তামিম) ব্যাক পেইনের চোট এখনো পুরোপুরি সেরে ওঠেনি।

পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে আছে।’ ফিটনেস ভালো রাখতে গত বছর জুলাইয়ে টি-টোয়েন্টি থেকে অবসর নেন তামিম। কিন্তু এর আগে থেকেই চোটের চোরাবালিতে আটকে পড়েছেন তিনি, গত দুই বছরে এটাই যেন নিয়মিত দৃশ্য। ২০২১ সালে নিজেদের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে যে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ, চোটে পড়ায় ছিলেন না তামিম।

২০২১ সালে এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে আঙুলের চোটে পান। হাতছাড়া করেছেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। পরে নিউজিল্যান্ডের বিপক্ষেও টেস্ট খেলতে পারেননি। গত বছর মার্চে পেটের পীড়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও একটি টেস্ট খেলেননি। গত ডিসেম্বরে কুঁচকির চোটে পড়ে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজও খেলা হয়নি তাঁর।

তিন মাস পর ওয়ানডে বিশ্বকাপ। আফগানিস্তান সিরিজের পর বিশ্বকাপের আগে আগস্টে এশিয়া কাপ হবে বাংলাদেশের আরেকটি পরীক্ষা। এর আগেই চিন্তা বাড়ল ওয়ানডে অধিনায়ককে নিয়ে। বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস জানালেন, তামিমের ব্যাটিংয়ে কিছু পরিবর্তন এনেছেন তাঁরা। তবে তাঁর ফিটনেস ও শারীরিক অবস্থা ছেড়ে দিলেন চিকিৎসকদের হাতে। গতকাল পোথাস বলেছেন, ‘তামিম একজন সিনিয়র খেলোয়াড়, যতটুকু দেখেছি ভালোই খেলছিল। আমরা কিছু ছোট পরিবর্তন এনেছি।

আমি চিকিৎসক নই। মেডিকেলের দৃষ্টিকোণ থেকে ওর ব্যাপারে মন্তব্য করতে পারি না। তবে ক্রিকেটীয় দিক থেকে সে ভালো অবস্থায় আছে।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত