লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ও পদুয়ায় এই প্রথম পেঁয়াজ চাষ শুরু হয়েছে। উপজেলায় ৯৯ শতক জমিতে এবার তিন কৃষক পেঁয়াজ চাষ করেছেন। আধুনগর কুলপাগলী এলাকার কৃষক আবদুল কাদের তাহেরপুরী-১৪ জাতের পেঁয়াজ চাষ করেছেন। প্রথমবারের মতো চাষ করে ফলনও ভালো হয়েছে। জমি থেকে তিনি পেঁয়াজ তোলা ও বিক্রি শুরু করেছেন। কিছুদিনের মধ্যে অন্য দুই কৃষকের ফলন তোলা শুরু হবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, কৃষকপর্যায়ে উন্নত ফসল উৎপাদনের লক্ষ্যে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় লোহাগাড়া উপজেলায় প্রথমবারের মতো পেঁয়াজ চাষ শুরু হয়। এই উপজেলায় ৯৯ শতক জমিতে পেঁয়াজ চাষ হয়েছে।
জানা গেছে, উপজেলার আধুনগর কুলপাগলী গ্রামের কৃষক আবদুল কাদের উপজেলায় এই প্রথম পেঁয়াজ চাষ করে সফল হয়েছেন। মাত্র ১২৮ দিনের মাথায় জমিতে পেঁয়াজ তোলা শুরু করেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, উপজেলার আধুনগর কুলপাগলী গ্রামের কৃষক আবদুল কাদের প্রথমবার পেঁয়াজ চাষ করেছেন। মাত্র ১২৮ দিনের মধ্যে তিনি পেঁয়াজ তোলা শুরু করেছেন। প্রথমবারের মতো তাঁর খরচ একটু বেশি হলেও ফলন বেশ ভালো হয়েছে। গণ্ডাপ্রতি (২ শতক) ৯০-৯৫ কেজি ফলন আশা করা যায়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাঁকে সারসহ সব ধরনের সহযোগিতা করা হয়েছে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু জানান, লোহাগাড়া উপজেলার আধুনগর কুলপাগলী গ্রামে এই প্রথম পেঁয়াজের ভালো ফলন হয়েছে জেনে অনেক ভালো লাগছে। তাঁর পেঁয়াজ চাষে সফলতা দেখে অন্যদেরও আগ্রহ বাড়বে।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ও পদুয়ায় এই প্রথম পেঁয়াজ চাষ শুরু হয়েছে। উপজেলায় ৯৯ শতক জমিতে এবার তিন কৃষক পেঁয়াজ চাষ করেছেন। আধুনগর কুলপাগলী এলাকার কৃষক আবদুল কাদের তাহেরপুরী-১৪ জাতের পেঁয়াজ চাষ করেছেন। প্রথমবারের মতো চাষ করে ফলনও ভালো হয়েছে। জমি থেকে তিনি পেঁয়াজ তোলা ও বিক্রি শুরু করেছেন। কিছুদিনের মধ্যে অন্য দুই কৃষকের ফলন তোলা শুরু হবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, কৃষকপর্যায়ে উন্নত ফসল উৎপাদনের লক্ষ্যে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় লোহাগাড়া উপজেলায় প্রথমবারের মতো পেঁয়াজ চাষ শুরু হয়। এই উপজেলায় ৯৯ শতক জমিতে পেঁয়াজ চাষ হয়েছে।
জানা গেছে, উপজেলার আধুনগর কুলপাগলী গ্রামের কৃষক আবদুল কাদের উপজেলায় এই প্রথম পেঁয়াজ চাষ করে সফল হয়েছেন। মাত্র ১২৮ দিনের মাথায় জমিতে পেঁয়াজ তোলা শুরু করেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, উপজেলার আধুনগর কুলপাগলী গ্রামের কৃষক আবদুল কাদের প্রথমবার পেঁয়াজ চাষ করেছেন। মাত্র ১২৮ দিনের মধ্যে তিনি পেঁয়াজ তোলা শুরু করেছেন। প্রথমবারের মতো তাঁর খরচ একটু বেশি হলেও ফলন বেশ ভালো হয়েছে। গণ্ডাপ্রতি (২ শতক) ৯০-৯৫ কেজি ফলন আশা করা যায়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাঁকে সারসহ সব ধরনের সহযোগিতা করা হয়েছে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু জানান, লোহাগাড়া উপজেলার আধুনগর কুলপাগলী গ্রামে এই প্রথম পেঁয়াজের ভালো ফলন হয়েছে জেনে অনেক ভালো লাগছে। তাঁর পেঁয়াজ চাষে সফলতা দেখে অন্যদেরও আগ্রহ বাড়বে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে