Ajker Patrika

টাঙ্গাইলে বিএনপির মহাসমাবেশ আজ

টাঙ্গাইল সংবাদদাতা
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৫: ২১
টাঙ্গাইলে বিএনপির মহাসমাবেশ আজ

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজ বুধবার টাঙ্গাইলে বিএনপির মহাসমাবেশ। মহাসমাবেশ সফল করতে টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক আহমেদ আযম খান। সভা সঞ্চালনা করেন সদস্যসচিব মাহমুদুল হক সানু। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।

মতবিনিময় সভায় আহমেদ আযম খান বলেন, দীর্ঘ ২০ বছর পর টাঙ্গাইলে বিএনপির উদ্যোগে বড় ধরনের কোনো মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মহাসমাবেশের মৌখিক অনুমতি পেলেও এখনো লিখিতভাবে অনুমতি পাইনি। আশা করি অনুমতি পেয়ে যাব।

আহমেদ আযম আরও বলেন, খালেদা জিয়ার যে সব শারীরিক সমস্যা রয়েছে তার চিকিৎসা পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশে সম্ভব। তারপরও সরকার এখনো তাঁকে বিদেশে চিকিৎসার অনুমতি দিচ্ছে না। আজ বুধবার দুপুরে টাঙ্গাইল পৌর উদ্যানে খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে লাখো জনতার ঢল নামবে।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে প্রধান বক্তা থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহিন, ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, অমল ব্যানার্জি, দেওয়ান সফিকুল ইসলাম, সদস্য আলী ইমাম তপন, আতাউর রহমান জিন্নাহ, আশরাফ পাহেলী, সুলতান মো. নাসির উদ্দিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত