রাজশাহী প্রতিনিধি
হঠাৎ করেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনার টিকাকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি জানতে না পেরে হাসপাতালে টিকা নিতে গিয়ে অসংখ্য মানুষ হয়রানির শিকার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার থেকে এখানে আর টিকা দেওয়া হচ্ছে না।
দেশে করোনার টিকা আসার পর থেকেই এই কেন্দ্রে টিকাদান চলছিল। স্বাস্থ্য অধিদপ্তর এই কেন্দ্রটি ঠিক করে দেয়। তবে মধ্যে দুবার কেন্দ্রটি অন্যত্র স্থানান্তর করা হয়। তারপর আবার এখানে টিকা দেওয়া হচ্ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এখানে এখন মেডিকেল শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে। তাই টিকা দেওয়া যাবে না।
বৃহস্পতিবার এই কেন্দ্র বন্ধ করে দিয়ে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) শহরের বিভিন্ন স্থানে সাতটি কেন্দ্র চালু করেছে। কেন্দ্রগুলো হলো ৭, ১১, ১৩, ১৫ ও ১৮ নম্বর ওয়ার্ডের নগর স্বাস্থ্যকেন্দ্র; ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় এবং ২৫ নম্বর ওয়ার্ডের সিটি হাসপাতাল। টিকাপ্রত্যাশীরা আগে থেকে এসব কেন্দ্রের বিষয়ে জানতেন না।
রামেক হাসপাতাল পরিচালকের কার্যালয়সংলগ্ন একটি ভবনের নিচতলায় টিকা দেওয়া হতো। গতকাল সকালে সেখানে গিয়ে দেখা যায়, প্রচুর মানুষ টিকা নিতে এসেছেন। কেউ প্রথম ডোজ, কেউ দ্বিতীয় কিংবা কেউ বুস্টার ডোজ নিতে এসেছেন। তাঁদের টিকা কার্ডে কেন্দ্র হিসেবে রামেক হাসপাতালের নাম লেখা আছে।
তবে দায়িত্বরত আনসার সদস্যরা টিকা নিতে আসা ব্যক্তিদের বলছেন, এখানে আর টিকা দেওয়া হবে না। নতুন টিকা কেন্দ্রগুলোর নামও বলে দেওয়া হচ্ছিল। তাই সহজে কেউ বুঝছিলেন না। পরে আনসার সদস্যরা হ্যান্ড মাইকে বারবার এ ঘোষণা দিতে থাকেন। সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষ এই কেন্দ্রে এসে ঘুরে গেছেন।
নগরীর কাজলা থেকে টিকা নিতে গিয়েছিলেন রোজিনা খাতুন (৫০)। তিনি বলেন, ‘এত দূর থেকে হাসপাতালে এসে হয়রানির শিকার হলাম। এখানে এসে শুনছি আমাদের এলাকাতেই নাকি টিকা দেওয়া হবে। আগে জানালে এমন হয়রানি হতে হতো না।’
সিটি করপোরেশনের টিকা প্রদান কার্যক্রম মনিটরিং করছেন ডা. ফরহাদ হোসেন। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছে যে এখানে পরীক্ষা শুরু হবে। আর টিকা কেন্দ্র রাখা যাবে না। তাদের কথামতো আমরা ওয়ার্ড পর্যায়ে সরিয়ে নিয়েছি।’
ফরহাদ হোসেন আরও জানান, হাসপাতালে রোজ ১১টি বুথে চার থেকে পাঁচ হাজার মানুষ টিকা নিতেন। ছাদের নিচে অনেক বড় জায়গায় এসব মানুষ দাঁড়াতে পারতেন। এখন ছোট ছোট জায়গায় কোনোমতে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ১১টি বুথ এখন ৭টি কেন্দ্র হয়েছে। টিকা নিতে মানুষকে এখন রাস্তায় রোদে লাইনে দাঁড়াতে হবে।
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘খুবই স্বল্প সময়ের মধ্যে রামেক হাসপাতাল থেকে আমাদের টিকা কেন্দ্র সরিয়ে নিতে হয়েছে। আগে সেখানে একই ছাদের নিচে টিকা দেওয়া হচ্ছিল বলে জনবল কম লাগছিল। এখন অতিরিক্ত জনবল জোগাড় করতে সমস্যা হচ্ছে। তাও মানুষের হয়রানি কমাতে ওয়ার্ড কাউন্সিলররা চাইলে আরও কেন্দ্র বৃদ্ধি করব।’
হঠাৎ করেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনার টিকাকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি জানতে না পেরে হাসপাতালে টিকা নিতে গিয়ে অসংখ্য মানুষ হয়রানির শিকার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার থেকে এখানে আর টিকা দেওয়া হচ্ছে না।
দেশে করোনার টিকা আসার পর থেকেই এই কেন্দ্রে টিকাদান চলছিল। স্বাস্থ্য অধিদপ্তর এই কেন্দ্রটি ঠিক করে দেয়। তবে মধ্যে দুবার কেন্দ্রটি অন্যত্র স্থানান্তর করা হয়। তারপর আবার এখানে টিকা দেওয়া হচ্ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এখানে এখন মেডিকেল শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে। তাই টিকা দেওয়া যাবে না।
বৃহস্পতিবার এই কেন্দ্র বন্ধ করে দিয়ে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) শহরের বিভিন্ন স্থানে সাতটি কেন্দ্র চালু করেছে। কেন্দ্রগুলো হলো ৭, ১১, ১৩, ১৫ ও ১৮ নম্বর ওয়ার্ডের নগর স্বাস্থ্যকেন্দ্র; ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় এবং ২৫ নম্বর ওয়ার্ডের সিটি হাসপাতাল। টিকাপ্রত্যাশীরা আগে থেকে এসব কেন্দ্রের বিষয়ে জানতেন না।
রামেক হাসপাতাল পরিচালকের কার্যালয়সংলগ্ন একটি ভবনের নিচতলায় টিকা দেওয়া হতো। গতকাল সকালে সেখানে গিয়ে দেখা যায়, প্রচুর মানুষ টিকা নিতে এসেছেন। কেউ প্রথম ডোজ, কেউ দ্বিতীয় কিংবা কেউ বুস্টার ডোজ নিতে এসেছেন। তাঁদের টিকা কার্ডে কেন্দ্র হিসেবে রামেক হাসপাতালের নাম লেখা আছে।
তবে দায়িত্বরত আনসার সদস্যরা টিকা নিতে আসা ব্যক্তিদের বলছেন, এখানে আর টিকা দেওয়া হবে না। নতুন টিকা কেন্দ্রগুলোর নামও বলে দেওয়া হচ্ছিল। তাই সহজে কেউ বুঝছিলেন না। পরে আনসার সদস্যরা হ্যান্ড মাইকে বারবার এ ঘোষণা দিতে থাকেন। সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষ এই কেন্দ্রে এসে ঘুরে গেছেন।
নগরীর কাজলা থেকে টিকা নিতে গিয়েছিলেন রোজিনা খাতুন (৫০)। তিনি বলেন, ‘এত দূর থেকে হাসপাতালে এসে হয়রানির শিকার হলাম। এখানে এসে শুনছি আমাদের এলাকাতেই নাকি টিকা দেওয়া হবে। আগে জানালে এমন হয়রানি হতে হতো না।’
সিটি করপোরেশনের টিকা প্রদান কার্যক্রম মনিটরিং করছেন ডা. ফরহাদ হোসেন। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছে যে এখানে পরীক্ষা শুরু হবে। আর টিকা কেন্দ্র রাখা যাবে না। তাদের কথামতো আমরা ওয়ার্ড পর্যায়ে সরিয়ে নিয়েছি।’
ফরহাদ হোসেন আরও জানান, হাসপাতালে রোজ ১১টি বুথে চার থেকে পাঁচ হাজার মানুষ টিকা নিতেন। ছাদের নিচে অনেক বড় জায়গায় এসব মানুষ দাঁড়াতে পারতেন। এখন ছোট ছোট জায়গায় কোনোমতে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ১১টি বুথ এখন ৭টি কেন্দ্র হয়েছে। টিকা নিতে মানুষকে এখন রাস্তায় রোদে লাইনে দাঁড়াতে হবে।
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘খুবই স্বল্প সময়ের মধ্যে রামেক হাসপাতাল থেকে আমাদের টিকা কেন্দ্র সরিয়ে নিতে হয়েছে। আগে সেখানে একই ছাদের নিচে টিকা দেওয়া হচ্ছিল বলে জনবল কম লাগছিল। এখন অতিরিক্ত জনবল জোগাড় করতে সমস্যা হচ্ছে। তাও মানুষের হয়রানি কমাতে ওয়ার্ড কাউন্সিলররা চাইলে আরও কেন্দ্র বৃদ্ধি করব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে