বিনোদন ডেস্ক
ইউক্রেনে চালানো রাশিয়ার সামরিক অভিযানে উদ্বিগ্ন বিশ্ববাসী। উদ্বেগ প্রকাশ করেছেন অ্যাঞ্জেলিনা জোলি, মার্ক রাফেলো, জ্যারেড লেটো, মাইলি সাইরাস, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা। রুপালি পর্দার ইউক্রেন সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্যে এবার চোখ বোলানো যাক—
ইউক্রেনের সিনেমায় রুশ আগ্রাসন
ইউক্রেনে প্রতি বছর নানা ধাঁচের সিনেমা তৈরি হয়। তবে রাশিয়ার আগ্রাসন নিয়ে তৈরি সিনেমাগুলো পশ্চিমা বিশ্ব বা প্রতিযোগিতায় হয় বিশেষভাবে সমাদৃত। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার আগ্রাসন নিয়ে ইউক্রেন একাধিক চলচ্চিত্র তৈরি করেছে। ভ্যালেন্টিন ভাসানোভিচ পরিচালিত ‘রিফ্লেকশন’ সিনেমাটি গত বছর ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে বেশ প্রশংসা পেয়েছিল। এ সিনেমার কাহিনি এমন—ইউক্রেনীয় সার্জন সের্হি সীমান্তে রুশ সামরিক বাহিনীর হাতে বন্দী। অমানুষিক নির্যাতনের শিকার হয় সে। একটা সময় তাঁর মুক্তি মেলে। মুক্তির পর জীবনকে নতুনভাবে খোঁজার চেষ্টা করে সে। ‘রিফ্লেকশন’ সিনেমায় রুশদের অত্যাচারের ভয়াবহতা যেমন ফুটে উঠেছে, তেমনি পারিবারিক বন্ধনও দেখানো হয়েছে।
ইভজেনি আফিনিভস্কি পরিচালিত ‘উইন্টার অন ফায়ার: ইউক্রেনস ফাইট ফর ফ্রিডম’ ডকুফিল্মে তুলে ধরা হয়েছে আরেক রূপ। আন্তর্জাতিকভাবে বহুল প্রশংসিত হয়েছে ডকুফিল্মটি। ৯৩ দিনে কীভাবে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ একটি আন্দোলন সহিংসতার রূপ নিতে পারে, সেটাই আছে এতে।
ইরিনা সিলিকের ‘দ্য আর্থ ইজ ব্লু অ্যাজ অ্যান অরেঞ্জ’ সিনেমায় দোনবাসে ইউক্রেনের বহু বছর ধরে চলা সংঘাতের মধ্যে বসবাসকারী নারী ও শিশুদের দুর্দশার চিত্র তুলে
ধরা হয়েছে। এছাড়াও হোমওয়ার্ড (২০১৯), দ্য আর্থ ইজ ব্লু অ্যাজ অ্যান অরেঞ্জ (২০২০) সিনেমাগুলোও উল্লেখযোগ্য।
ইউক্রেনে আছেন শন পেন
রুশ অভিযান নিয়ে তথ্যচিত্র তৈরি করতে এখন ইউক্রেনে আছেন অস্কারজয়ী অভিনেতা শন পেন। যুদ্ধের চূড়ান্ত ঝুঁকির মধ্যেই ইউক্রেনে অবস্থান করছেন তিনি। কিয়েভে একটি সরকারি সংবাদ ব্রিফিংয়ে শন পেনকে উপস্থিত থাকতে দেখা গেছে। সেখানে তাঁর তথ্যচিত্র ধারণ করার বিষয়টি জানানো হয়। গত সপ্তাহে ইউক্রেনে পৌঁছেই শন পেন প্রেসিডেন্টের কার্যালয়ে যান। উপপ্রধানমন্ত্রী ইরিনা ভারেশচুকের সঙ্গে বৈঠকও করেন তিনি।
ভারতীয় সিনেমায় ইউক্রেন
ভারতের দক্ষিণী সিনেমার পরিচালকদের অন্যতম পছন্দের লোকেশন ইউক্রেন। দক্ষিণী বেশ কিছু সিনেমার শুটিং সেখানে হয়েছে। শুধু তা-ই নয়, বর্তমানে তামিল সিনেমার একটি শুটিং টিম ইউক্রেনে অবস্থান করছে। আলোচিত সিনেমা ‘আরআরআর’-এর কিছু অংশের দৃশ্যধারণ হয়েছে ইউক্রেনে। এ ছাড়া ‘৯৯ সংস’, ‘২.০’, ‘দেব’, ‘উইনার’, ‘দ্য লিজেন্ড’ প্রভৃতি দক্ষিণী সিনেমার শুটিং হয়েছে সেখানে।
অভিনেতা যখন প্রেসিডেন্ট
২০১৯ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট পদে বিপুল ভোটে বিজয়ী হন ভলোদিমির জেলেনস্কি। এর আগে জেলেনস্কি জনপ্রিয় হয়েছিলেন অভিনেতা হিসেবে। তিনি যে কমেডি শোর জন্য খ্যাতি অর্জন করেছিলেন, সেখানেও প্রেসিডেন্টের চরিত্রেই অভিনয় করেছিলেন। ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ টেলিভিশন শোতে তিনি ছিলেন একজন স্কুলশিক্ষক। আচমকাই হয়ে ওঠেন দেশের প্রেসিডেন্ট। বাস্তবেও জেলেনস্কির যাত্রাটা অনেকটা সে রকম।
১৭ বছর বয়সে কমেডি প্রতিযোগিতায় নাম লেখান জেলেনস্কি। বিজয়ী হন ইউক্রেনের জাতীয় কমেডি প্রতিযোগিতা কেভিএন-এ। গড়ে তোলেন নিজের কমেডি দল। ১৯৯৮-২০০৩ সালে কেভিএন নামের ওই জাতীয় প্রতিযোগিতায় সর্বোচ্চবার বিজয়ী হয় তাঁর দল ‘কোয়ার্তার ৯৫’। এই দল নিয়ে বহুবার মস্কো ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলো ভ্রমণ করেছেন জেলেনস্কি। ২০০৩ সাল থেকে টেলিভিশন শো শুরু করেন তিনি। রুশ ও ইউক্রেনীয় ভাষার বেশ কিছু টিভি অনুষ্ঠানে অংশ নেন।
অভিনয় করেছেন সিনেমায়ও। এর মধ্যে রয়েছে ‘লাভ ইন দ্য বিগ সিটি’, ‘অফিস রোম্যান্স’, ‘প্রেজেন্ট ডে’-এর মতো ইউক্রেনে জনপ্রিয় হওয়া ৮টি সিনেমা। জেলেনস্কি যেসব সিনেমায় কাজ করেছেন, তার বেশির ভাগ রুশ ভাষার। ২০১৮ সালের ‘আই, ইউ, হি, শি’ তাঁর সর্বশেষ সিনেমা।
ইউক্রেনে চালানো রাশিয়ার সামরিক অভিযানে উদ্বিগ্ন বিশ্ববাসী। উদ্বেগ প্রকাশ করেছেন অ্যাঞ্জেলিনা জোলি, মার্ক রাফেলো, জ্যারেড লেটো, মাইলি সাইরাস, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা। রুপালি পর্দার ইউক্রেন সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্যে এবার চোখ বোলানো যাক—
ইউক্রেনের সিনেমায় রুশ আগ্রাসন
ইউক্রেনে প্রতি বছর নানা ধাঁচের সিনেমা তৈরি হয়। তবে রাশিয়ার আগ্রাসন নিয়ে তৈরি সিনেমাগুলো পশ্চিমা বিশ্ব বা প্রতিযোগিতায় হয় বিশেষভাবে সমাদৃত। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার আগ্রাসন নিয়ে ইউক্রেন একাধিক চলচ্চিত্র তৈরি করেছে। ভ্যালেন্টিন ভাসানোভিচ পরিচালিত ‘রিফ্লেকশন’ সিনেমাটি গত বছর ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে বেশ প্রশংসা পেয়েছিল। এ সিনেমার কাহিনি এমন—ইউক্রেনীয় সার্জন সের্হি সীমান্তে রুশ সামরিক বাহিনীর হাতে বন্দী। অমানুষিক নির্যাতনের শিকার হয় সে। একটা সময় তাঁর মুক্তি মেলে। মুক্তির পর জীবনকে নতুনভাবে খোঁজার চেষ্টা করে সে। ‘রিফ্লেকশন’ সিনেমায় রুশদের অত্যাচারের ভয়াবহতা যেমন ফুটে উঠেছে, তেমনি পারিবারিক বন্ধনও দেখানো হয়েছে।
ইভজেনি আফিনিভস্কি পরিচালিত ‘উইন্টার অন ফায়ার: ইউক্রেনস ফাইট ফর ফ্রিডম’ ডকুফিল্মে তুলে ধরা হয়েছে আরেক রূপ। আন্তর্জাতিকভাবে বহুল প্রশংসিত হয়েছে ডকুফিল্মটি। ৯৩ দিনে কীভাবে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ একটি আন্দোলন সহিংসতার রূপ নিতে পারে, সেটাই আছে এতে।
ইরিনা সিলিকের ‘দ্য আর্থ ইজ ব্লু অ্যাজ অ্যান অরেঞ্জ’ সিনেমায় দোনবাসে ইউক্রেনের বহু বছর ধরে চলা সংঘাতের মধ্যে বসবাসকারী নারী ও শিশুদের দুর্দশার চিত্র তুলে
ধরা হয়েছে। এছাড়াও হোমওয়ার্ড (২০১৯), দ্য আর্থ ইজ ব্লু অ্যাজ অ্যান অরেঞ্জ (২০২০) সিনেমাগুলোও উল্লেখযোগ্য।
ইউক্রেনে আছেন শন পেন
রুশ অভিযান নিয়ে তথ্যচিত্র তৈরি করতে এখন ইউক্রেনে আছেন অস্কারজয়ী অভিনেতা শন পেন। যুদ্ধের চূড়ান্ত ঝুঁকির মধ্যেই ইউক্রেনে অবস্থান করছেন তিনি। কিয়েভে একটি সরকারি সংবাদ ব্রিফিংয়ে শন পেনকে উপস্থিত থাকতে দেখা গেছে। সেখানে তাঁর তথ্যচিত্র ধারণ করার বিষয়টি জানানো হয়। গত সপ্তাহে ইউক্রেনে পৌঁছেই শন পেন প্রেসিডেন্টের কার্যালয়ে যান। উপপ্রধানমন্ত্রী ইরিনা ভারেশচুকের সঙ্গে বৈঠকও করেন তিনি।
ভারতীয় সিনেমায় ইউক্রেন
ভারতের দক্ষিণী সিনেমার পরিচালকদের অন্যতম পছন্দের লোকেশন ইউক্রেন। দক্ষিণী বেশ কিছু সিনেমার শুটিং সেখানে হয়েছে। শুধু তা-ই নয়, বর্তমানে তামিল সিনেমার একটি শুটিং টিম ইউক্রেনে অবস্থান করছে। আলোচিত সিনেমা ‘আরআরআর’-এর কিছু অংশের দৃশ্যধারণ হয়েছে ইউক্রেনে। এ ছাড়া ‘৯৯ সংস’, ‘২.০’, ‘দেব’, ‘উইনার’, ‘দ্য লিজেন্ড’ প্রভৃতি দক্ষিণী সিনেমার শুটিং হয়েছে সেখানে।
অভিনেতা যখন প্রেসিডেন্ট
২০১৯ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট পদে বিপুল ভোটে বিজয়ী হন ভলোদিমির জেলেনস্কি। এর আগে জেলেনস্কি জনপ্রিয় হয়েছিলেন অভিনেতা হিসেবে। তিনি যে কমেডি শোর জন্য খ্যাতি অর্জন করেছিলেন, সেখানেও প্রেসিডেন্টের চরিত্রেই অভিনয় করেছিলেন। ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ টেলিভিশন শোতে তিনি ছিলেন একজন স্কুলশিক্ষক। আচমকাই হয়ে ওঠেন দেশের প্রেসিডেন্ট। বাস্তবেও জেলেনস্কির যাত্রাটা অনেকটা সে রকম।
১৭ বছর বয়সে কমেডি প্রতিযোগিতায় নাম লেখান জেলেনস্কি। বিজয়ী হন ইউক্রেনের জাতীয় কমেডি প্রতিযোগিতা কেভিএন-এ। গড়ে তোলেন নিজের কমেডি দল। ১৯৯৮-২০০৩ সালে কেভিএন নামের ওই জাতীয় প্রতিযোগিতায় সর্বোচ্চবার বিজয়ী হয় তাঁর দল ‘কোয়ার্তার ৯৫’। এই দল নিয়ে বহুবার মস্কো ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলো ভ্রমণ করেছেন জেলেনস্কি। ২০০৩ সাল থেকে টেলিভিশন শো শুরু করেন তিনি। রুশ ও ইউক্রেনীয় ভাষার বেশ কিছু টিভি অনুষ্ঠানে অংশ নেন।
অভিনয় করেছেন সিনেমায়ও। এর মধ্যে রয়েছে ‘লাভ ইন দ্য বিগ সিটি’, ‘অফিস রোম্যান্স’, ‘প্রেজেন্ট ডে’-এর মতো ইউক্রেনে জনপ্রিয় হওয়া ৮টি সিনেমা। জেলেনস্কি যেসব সিনেমায় কাজ করেছেন, তার বেশির ভাগ রুশ ভাষার। ২০১৮ সালের ‘আই, ইউ, হি, শি’ তাঁর সর্বশেষ সিনেমা।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে