খায়রুল বাসার নির্ঝর
সিঙ্গেল স্ক্রিনে শাকিবের দাপট
রোজার ঈদে ‘লিডার: আমিই বাংলাদেশ’-এর মতো এবারও ‘প্রিয়তমা’য় সবচেয়ে বেশি হল পেয়েছেন শাকিব খান। প্রথম সপ্তাহে হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা মুক্তি পায় ১০৫টি হলে। ‘সুড়ঙ্গ’ পেয়েছিল ২৮টি হল, ‘ক্যাসিনো’ ১৫, ‘লালশাড়ি’ ১১ ও ‘প্রহেলিকা’ ৮টি। ঈদের দিন থেকেই প্রতিটি হলে শাকিবভক্তদের সমাগম চোখে পড়েছে। প্রিয়তমায় শাকিবের লুক থেকে শুরু করে সিনেমার গান—সবই ছিল আলোচনায়। এর সঙ্গে যুক্ত হয়েছে গল্পের ভিন্নতা। সব মিলিয়ে শুধু শাকিবভক্তরা নন, বাংলা সিনেমার নিয়মিত দর্শক নন এমন অনেকেই গিয়েছেন প্রিয়তমা দেখতে। দর্শকদের এই আগ্রহ আছে এখনো। দ্বিতীয় সপ্তাহে তাই প্রিয়তমার চারটি হল বেড়েছে। সিঙ্গেল স্ক্রিনে প্রিয়তমার পরেই আছে সুড়ঙ্গর অবস্থান। আর বাকি তিনটি সিনেমা প্রহেলিকা, ক্যাসিনো ও লাল শাড়ি সিঙ্গেল স্ক্রিনে মোটামুটি সাড়া ফেলতে পেরেছে।
সিঙ্গেল স্ক্রিনে গত কয়েক বছরের তুলনায় এবার ব্যবসা বেড়েছে—স্বীকার করে হল মালিক সমিতির সভাপতি কাজী শোয়েব রশীদ বলেন, ‘এবার ঈদের সিনেমাগুলো গত কয়েক বছরের তুলনায় বেশ ভালো ব্যবসা করছে। সুড়ঙ্গ ও প্রিয়তমা বেশি ভালো যাচ্ছে। তুলনায় প্রিয়তমা সিনেমাটি বেশি ব্যবসা করছে। ঈদের সিনেমার ব্যবসা নিয়ে হলমালিকেরা এবার সন্তুষ্ট।’
হলমালিকেরা ব্যবসায়িক কোনো পরিসংখ্যান না জানালেও প্রিয়তমার প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রথম ৭ দিনে সারা দেশে প্রিয়তমার ৩ হাজার ১৫০টির বেশি শোতে ১০ কোটি ৩০ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে।
মাল্টিপ্লেক্সে এগিয়ে নিশো
রায়হান রাফীর সুড়ঙ্গ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। অভিষেকেই বাজিমাত করেছেন তিনি। সিঙ্গেল স্ক্রিনে শাকিবের দাপট দেখা গেলেও মাল্টিপ্লেক্সে এগিয়ে রয়েছেন নিশো। ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাসে দর্শকেরা ভিড় করছেন সুড়ঙ্গ দেখতে। ফলে বাড়ানো হয়েছে শোর সংখ্যা। সুড়ঙ্গ প্রযোজক শাহরিয়ার শাকিল এখনই সিনেমাটির কোনো ব্যবসায়িক পরিসংখ্যান দিতে চাইছেন না। তবে জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্সে প্রথম সপ্তাহে সুড়ঙ্গ সিনেমার আড়াই কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। এ ছাড়া লায়ন সিনেমাসে ৯ দিনে বিক্রি হয়েছে ৩৮ লাখ টাকার টিকিট। স্টার সিনেপ্লেক্সে সুড়ঙ্গের পরেই আলোচনায় আছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’। এ ছাড়া মাল্টিপ্লেক্সগুলোয় প্রিয়তমা, ক্যাসিনো ও লাল শাড়ি ভালো সাড়া ফেলেছে।
কদর্য প্রতিযোগিতা
ঈদের সিনেমা নিয়ে আগে থেকেই শাকিব খান ও আফরান নিশোর ভক্তদের মধ্যে একধরনের ভার্চুয়াল যুদ্ধ চলছিল। পরে সে বিবাদে শামিল হন এ দুই সিনেমার নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। নিজেদের সিনেমাকে ‘বেশি হিট’ প্রমাণ করতে তাঁরা কদর্য ভাষায় আক্রমণ করেছেন পরস্পরকে, যা সমালোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন পর বাংলা সিনেমা দেখতে দর্শক হলে ভিড় করছেন। প্রত্যাশা ছিল, এটাকে ইতিবাচকভাবে নিয়ে আগামীর পরিকল্পনা সাজাবেন প্রযোজক-নির্মাতারা। কিন্তু দেখা গেল কাদা ছোড়াছুড়ির চিত্র। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক নির্মাতা, অভিনয়শিল্পী ও প্রযোজক।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লিখেছেন, ‘এবারের ঈদে মানুষ হলে গেছে, তিনটা ছবি নিয়ে কথাবার্তা হয়েছে। কারও হয়তো এটা ভালো লেগেছে, কারও লাগে নাই। এই যে মানুষ হলে যাচ্ছে, এই জিনিসটা সেলিব্রেট করার কথা ছিল। কিন্তু নিজের সাফল্য সেলিব্রেশনের পরিবর্তে আমরা দেখলাম অন্যকে টেনে নামানোর প্রাণান্ত চেষ্টা। খুবই দুঃখজনক ছিল ব্যাপারটা।’
ঈদ ছাড়া ব্যবসা নেই
হল মালিক সমিতির সভাপতি কাজী শোয়েব রশীদ হিসাব দিচ্ছেন, ‘বাংলাদেশে ১ হাজার ২৩০ থেকে ৩৫টি হল ছিল, এখন তা নেমে এসেছে মাত্র ৬০-৭০টিতে। মৌসুমি সিনেমা হল যেগুলো আছে, দুটো ঈদ বা এ রকম ফেস্টিভ্যালকে সামনে রেখে তারা কোনোমতে চালু করে। তারপর বন্ধ করে দেয়। এসব মৌসুমি হল মিলিয়ে সংখ্যা দাঁড়ায় ১৬০-১৭০। এর মধ্যে বেশির ভাগ হলই সারা বছর দর্শক-খরায় ধুঁকতে থাকে।’ দুই ঈদ ছাড়া বাংলা সিনেমার দর্শক এখন তেমন পাওয়া যায় না। দর্শকদের হলে আসার ধারাবাহিকতা রক্ষা করতে কাজী শোয়েব রশীদ জোর দিচ্ছেন ভালো সিনেমা নির্মাণের প্রতি। তিনি বলেন, ‘ঈদে একটা উৎসবমুখর পরিবেশ থাকে। এ কারণে সবাই হলে যায়। আমার মনে হয়, সারা বছর যদি এ রকম কনটেন্ট তৈরি করা হয়, তাহলে অসুবিধা হয় না। ভালো সিনেমা মানুষ দেখে। আগেও আমরা দেখেছি, ঈদ উৎসব ছাড়াও অনেক সিনেমা বরাবরই ভালো ব্যবসা করেছে।’
সিঙ্গেল স্ক্রিনে শাকিবের দাপট
রোজার ঈদে ‘লিডার: আমিই বাংলাদেশ’-এর মতো এবারও ‘প্রিয়তমা’য় সবচেয়ে বেশি হল পেয়েছেন শাকিব খান। প্রথম সপ্তাহে হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা মুক্তি পায় ১০৫টি হলে। ‘সুড়ঙ্গ’ পেয়েছিল ২৮টি হল, ‘ক্যাসিনো’ ১৫, ‘লালশাড়ি’ ১১ ও ‘প্রহেলিকা’ ৮টি। ঈদের দিন থেকেই প্রতিটি হলে শাকিবভক্তদের সমাগম চোখে পড়েছে। প্রিয়তমায় শাকিবের লুক থেকে শুরু করে সিনেমার গান—সবই ছিল আলোচনায়। এর সঙ্গে যুক্ত হয়েছে গল্পের ভিন্নতা। সব মিলিয়ে শুধু শাকিবভক্তরা নন, বাংলা সিনেমার নিয়মিত দর্শক নন এমন অনেকেই গিয়েছেন প্রিয়তমা দেখতে। দর্শকদের এই আগ্রহ আছে এখনো। দ্বিতীয় সপ্তাহে তাই প্রিয়তমার চারটি হল বেড়েছে। সিঙ্গেল স্ক্রিনে প্রিয়তমার পরেই আছে সুড়ঙ্গর অবস্থান। আর বাকি তিনটি সিনেমা প্রহেলিকা, ক্যাসিনো ও লাল শাড়ি সিঙ্গেল স্ক্রিনে মোটামুটি সাড়া ফেলতে পেরেছে।
সিঙ্গেল স্ক্রিনে গত কয়েক বছরের তুলনায় এবার ব্যবসা বেড়েছে—স্বীকার করে হল মালিক সমিতির সভাপতি কাজী শোয়েব রশীদ বলেন, ‘এবার ঈদের সিনেমাগুলো গত কয়েক বছরের তুলনায় বেশ ভালো ব্যবসা করছে। সুড়ঙ্গ ও প্রিয়তমা বেশি ভালো যাচ্ছে। তুলনায় প্রিয়তমা সিনেমাটি বেশি ব্যবসা করছে। ঈদের সিনেমার ব্যবসা নিয়ে হলমালিকেরা এবার সন্তুষ্ট।’
হলমালিকেরা ব্যবসায়িক কোনো পরিসংখ্যান না জানালেও প্রিয়তমার প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রথম ৭ দিনে সারা দেশে প্রিয়তমার ৩ হাজার ১৫০টির বেশি শোতে ১০ কোটি ৩০ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে।
মাল্টিপ্লেক্সে এগিয়ে নিশো
রায়হান রাফীর সুড়ঙ্গ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। অভিষেকেই বাজিমাত করেছেন তিনি। সিঙ্গেল স্ক্রিনে শাকিবের দাপট দেখা গেলেও মাল্টিপ্লেক্সে এগিয়ে রয়েছেন নিশো। ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাসে দর্শকেরা ভিড় করছেন সুড়ঙ্গ দেখতে। ফলে বাড়ানো হয়েছে শোর সংখ্যা। সুড়ঙ্গ প্রযোজক শাহরিয়ার শাকিল এখনই সিনেমাটির কোনো ব্যবসায়িক পরিসংখ্যান দিতে চাইছেন না। তবে জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্সে প্রথম সপ্তাহে সুড়ঙ্গ সিনেমার আড়াই কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। এ ছাড়া লায়ন সিনেমাসে ৯ দিনে বিক্রি হয়েছে ৩৮ লাখ টাকার টিকিট। স্টার সিনেপ্লেক্সে সুড়ঙ্গের পরেই আলোচনায় আছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’। এ ছাড়া মাল্টিপ্লেক্সগুলোয় প্রিয়তমা, ক্যাসিনো ও লাল শাড়ি ভালো সাড়া ফেলেছে।
কদর্য প্রতিযোগিতা
ঈদের সিনেমা নিয়ে আগে থেকেই শাকিব খান ও আফরান নিশোর ভক্তদের মধ্যে একধরনের ভার্চুয়াল যুদ্ধ চলছিল। পরে সে বিবাদে শামিল হন এ দুই সিনেমার নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। নিজেদের সিনেমাকে ‘বেশি হিট’ প্রমাণ করতে তাঁরা কদর্য ভাষায় আক্রমণ করেছেন পরস্পরকে, যা সমালোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন পর বাংলা সিনেমা দেখতে দর্শক হলে ভিড় করছেন। প্রত্যাশা ছিল, এটাকে ইতিবাচকভাবে নিয়ে আগামীর পরিকল্পনা সাজাবেন প্রযোজক-নির্মাতারা। কিন্তু দেখা গেল কাদা ছোড়াছুড়ির চিত্র। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক নির্মাতা, অভিনয়শিল্পী ও প্রযোজক।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লিখেছেন, ‘এবারের ঈদে মানুষ হলে গেছে, তিনটা ছবি নিয়ে কথাবার্তা হয়েছে। কারও হয়তো এটা ভালো লেগেছে, কারও লাগে নাই। এই যে মানুষ হলে যাচ্ছে, এই জিনিসটা সেলিব্রেট করার কথা ছিল। কিন্তু নিজের সাফল্য সেলিব্রেশনের পরিবর্তে আমরা দেখলাম অন্যকে টেনে নামানোর প্রাণান্ত চেষ্টা। খুবই দুঃখজনক ছিল ব্যাপারটা।’
ঈদ ছাড়া ব্যবসা নেই
হল মালিক সমিতির সভাপতি কাজী শোয়েব রশীদ হিসাব দিচ্ছেন, ‘বাংলাদেশে ১ হাজার ২৩০ থেকে ৩৫টি হল ছিল, এখন তা নেমে এসেছে মাত্র ৬০-৭০টিতে। মৌসুমি সিনেমা হল যেগুলো আছে, দুটো ঈদ বা এ রকম ফেস্টিভ্যালকে সামনে রেখে তারা কোনোমতে চালু করে। তারপর বন্ধ করে দেয়। এসব মৌসুমি হল মিলিয়ে সংখ্যা দাঁড়ায় ১৬০-১৭০। এর মধ্যে বেশির ভাগ হলই সারা বছর দর্শক-খরায় ধুঁকতে থাকে।’ দুই ঈদ ছাড়া বাংলা সিনেমার দর্শক এখন তেমন পাওয়া যায় না। দর্শকদের হলে আসার ধারাবাহিকতা রক্ষা করতে কাজী শোয়েব রশীদ জোর দিচ্ছেন ভালো সিনেমা নির্মাণের প্রতি। তিনি বলেন, ‘ঈদে একটা উৎসবমুখর পরিবেশ থাকে। এ কারণে সবাই হলে যায়। আমার মনে হয়, সারা বছর যদি এ রকম কনটেন্ট তৈরি করা হয়, তাহলে অসুবিধা হয় না। ভালো সিনেমা মানুষ দেখে। আগেও আমরা দেখেছি, ঈদ উৎসব ছাড়াও অনেক সিনেমা বরাবরই ভালো ব্যবসা করেছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৪ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে