আজকের পত্রিকা ডেস্ক
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে। আর এদিনটি উদ্যাপন করেছে গোপালগঞ্জ, বাগেরহাট, ফরিদপুর ও রাজবাড়ী জেলার মানুষ।
বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিনটি উদ্যাপন করে কোটালীপাড়া, গোপালগঞ্জ, বাগেরহাট, শরণখোলা, মোংলা, ফকিরহাট, সদরপুর এবং কালুখালীবাসী। এই সেতু পাল্টে দেবে এ অঞ্চলগুলোর অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থাসহ জেলার মানুষের জীবনমান। এ কারণে এই দিনটিকে বরণ করে নিতে কমতি ছিল না কোনো কিছুর। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়।
উপজেলা এবং জেলাগুলোতে বড় পর্দায় উদ্বোধন অনুষ্ঠানটি সরাসরি দেখার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ সরকারি- বেসরকারি, প্রশাসনিক কর্মকর্তা- কর্মচারীরা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা, জেলা উপজেলার জনসাধারণ অনুষ্ঠানটি উপভোগ করে। প্রতিনিধিদের পাঠানো খবর:
কোটালীপাড়া : পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া শারমিন, কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তব্য দেন। আলোচনা সভা শেষে প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শ্রেণি পেশার মানুষদের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়।
গোপালগঞ্জ: পদ্মা সেতুর উদ্বোধনের আনন্দে গোপালগঞ্জে আনন্দ শোভাযাত্রা হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সুশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে আনন্দ-উল্লাস করা হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনের অডিটোরিয়ামে আয়োজিত ডিসপ্লে বোর্ডে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচারিত পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান সবাই উপভোগ করেন।
জেলা প্রশাসক শাহিদা সুলতানার নেতৃত্বে শোভাযাত্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, সিভিল সার্জন ডা. নিয়াজ মোর্শেদ, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. অসিত মল্লিক, কৃষি বিভাগের উপপরিচালক ড. অরবিন্দু কুমার রায়, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, জেলা নির্বাচন অফিসার মো. ফয়জুল মোল্লা ও মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদরসহ জেলা শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক এবং সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সাধারণ মানুষ শোভাযাত্রায় অংশ নেন।
বাগেরহাট: বাগেরহাটে শহীদ মিনার চত্বর থেকে জেলা প্রশাসনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় হাজার হাজার মানুষ অংশ নেয়। সেখানে পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে সাত দিন ব্যাপী লোকজ আনন্দ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
পরে স্বাধীনতা উদ্যানে সাধারণ মানুষের জন্য বড় পর্দায় পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এসব অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ কয়েক হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অন্যদিকে পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট জেলা আওয়ামী লীগের নেতৃত্বে জেলার অর্ধলক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন।
শরণখোলা: শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ভাবে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। এরপর পদ্মা সেতুর ছবি সংযুক্ত ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিয়ে আনন্দ উদ্যাপন করা হয়। পরে উপজেলা সদরের রায়েন্দা বাদল চত্বর পাঁচ রাস্তার মোড়ে বিভিন্ন পেশার সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এদিকে শরণখোলা থানা-পুলিশ স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের করে। উপজেলা সদর রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে পুলিশ সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করেন শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন।
মোংলা: বাগেরহাটের মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ মিছিল বের হয়। গতকাল সকাল ১০টার দিকে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। সমাবেশে বক্তব্য দেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাস, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ, অধ্যক্ষ আবু সাইদ খান, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ মণ্ডল, পৌর কাউন্সিলর মো. বাহাদুর মিয়া প্রমুখ।
স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে টুরিস্ট পুলিশ খুলনা রিজিয়ন। বাংলাদেশ পুলিশের বিশেষ এই ইউনিটটির উদ্যোগে গতকাল দিনব্যাপী বাগেরহাটের মোংলা উপজেলার মামার ঘাট এলাকায় বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আমাদের গ্রাম’ এর ডিজিটাল স্বাস্থ্য সেবা প্রকল্পের কারিগরি সহায়তায় সকালে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টুরিস্ট পুলিশ খুলনা রিজিয়নের পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ। এ সময় বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী ও আমাদের গ্রাম স্বাস্থ্যসেবা প্রকল্পের বোর্ড অফ ডিরেক্টর এর সদস্য মুসা ইব্রাহীম, আমাদের গ্রামের কর্মকর্তা শেখ সাদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিন প্রায় ৫ শতাধিক দরিদ্র মানুষকে বিনা মূল্য স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ সরবরাহ করা হয়।
ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল ১০টার দিকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, কাটাখালী হাইওয়ে থানার ওসি মোহম্মদ আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পুষ্পেন কুমার শিকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীস কুমার বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী প্রোগ্রাম কর্মকর্তা শহিনা আক্তার, পল্লি বিদ্যুতের ডিজিএম আহসানুল করিম প্রমুখ।
সদরপুর: ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে গতকাল সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা দরবার হলে আলোচনা সভা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ ওমর ফয়সাল, উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. আব্দুল মোমেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামসেদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ সর্বস্তরের জনগণ।
কালুখালী : রাজবাড়ীর কালুখালীতে প্রজেক্টরের মাধ্যমে সরাসির উদ্বোধনী অনুষ্ঠান দেখানো ও কালুখালী থানা-পুলিশের বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। গতকাল ঐতিহাসিক এই দিনে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের নির্দেশনায় উপজেলা চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটোর তত্বধায়নে রতনদিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রজেক্টরের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কালুখালী থানা-পুলিশের আয়োজনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। এতে অংশ গ্রহণ করেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কালুখালী থানায় কর্মরত সকল পুলিশ সদস্যরা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে। আর এদিনটি উদ্যাপন করেছে গোপালগঞ্জ, বাগেরহাট, ফরিদপুর ও রাজবাড়ী জেলার মানুষ।
বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিনটি উদ্যাপন করে কোটালীপাড়া, গোপালগঞ্জ, বাগেরহাট, শরণখোলা, মোংলা, ফকিরহাট, সদরপুর এবং কালুখালীবাসী। এই সেতু পাল্টে দেবে এ অঞ্চলগুলোর অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থাসহ জেলার মানুষের জীবনমান। এ কারণে এই দিনটিকে বরণ করে নিতে কমতি ছিল না কোনো কিছুর। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়।
উপজেলা এবং জেলাগুলোতে বড় পর্দায় উদ্বোধন অনুষ্ঠানটি সরাসরি দেখার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ সরকারি- বেসরকারি, প্রশাসনিক কর্মকর্তা- কর্মচারীরা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা, জেলা উপজেলার জনসাধারণ অনুষ্ঠানটি উপভোগ করে। প্রতিনিধিদের পাঠানো খবর:
কোটালীপাড়া : পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া শারমিন, কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তব্য দেন। আলোচনা সভা শেষে প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শ্রেণি পেশার মানুষদের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়।
গোপালগঞ্জ: পদ্মা সেতুর উদ্বোধনের আনন্দে গোপালগঞ্জে আনন্দ শোভাযাত্রা হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সুশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে আনন্দ-উল্লাস করা হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনের অডিটোরিয়ামে আয়োজিত ডিসপ্লে বোর্ডে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচারিত পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান সবাই উপভোগ করেন।
জেলা প্রশাসক শাহিদা সুলতানার নেতৃত্বে শোভাযাত্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, সিভিল সার্জন ডা. নিয়াজ মোর্শেদ, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. অসিত মল্লিক, কৃষি বিভাগের উপপরিচালক ড. অরবিন্দু কুমার রায়, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, জেলা নির্বাচন অফিসার মো. ফয়জুল মোল্লা ও মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদরসহ জেলা শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক এবং সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সাধারণ মানুষ শোভাযাত্রায় অংশ নেন।
বাগেরহাট: বাগেরহাটে শহীদ মিনার চত্বর থেকে জেলা প্রশাসনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় হাজার হাজার মানুষ অংশ নেয়। সেখানে পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে সাত দিন ব্যাপী লোকজ আনন্দ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
পরে স্বাধীনতা উদ্যানে সাধারণ মানুষের জন্য বড় পর্দায় পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এসব অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ কয়েক হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অন্যদিকে পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট জেলা আওয়ামী লীগের নেতৃত্বে জেলার অর্ধলক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন।
শরণখোলা: শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ভাবে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। এরপর পদ্মা সেতুর ছবি সংযুক্ত ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিয়ে আনন্দ উদ্যাপন করা হয়। পরে উপজেলা সদরের রায়েন্দা বাদল চত্বর পাঁচ রাস্তার মোড়ে বিভিন্ন পেশার সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এদিকে শরণখোলা থানা-পুলিশ স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের করে। উপজেলা সদর রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে পুলিশ সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করেন শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন।
মোংলা: বাগেরহাটের মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ মিছিল বের হয়। গতকাল সকাল ১০টার দিকে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। সমাবেশে বক্তব্য দেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাস, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ, অধ্যক্ষ আবু সাইদ খান, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ মণ্ডল, পৌর কাউন্সিলর মো. বাহাদুর মিয়া প্রমুখ।
স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে টুরিস্ট পুলিশ খুলনা রিজিয়ন। বাংলাদেশ পুলিশের বিশেষ এই ইউনিটটির উদ্যোগে গতকাল দিনব্যাপী বাগেরহাটের মোংলা উপজেলার মামার ঘাট এলাকায় বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আমাদের গ্রাম’ এর ডিজিটাল স্বাস্থ্য সেবা প্রকল্পের কারিগরি সহায়তায় সকালে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টুরিস্ট পুলিশ খুলনা রিজিয়নের পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ। এ সময় বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী ও আমাদের গ্রাম স্বাস্থ্যসেবা প্রকল্পের বোর্ড অফ ডিরেক্টর এর সদস্য মুসা ইব্রাহীম, আমাদের গ্রামের কর্মকর্তা শেখ সাদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিন প্রায় ৫ শতাধিক দরিদ্র মানুষকে বিনা মূল্য স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ সরবরাহ করা হয়।
ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল ১০টার দিকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, কাটাখালী হাইওয়ে থানার ওসি মোহম্মদ আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পুষ্পেন কুমার শিকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীস কুমার বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী প্রোগ্রাম কর্মকর্তা শহিনা আক্তার, পল্লি বিদ্যুতের ডিজিএম আহসানুল করিম প্রমুখ।
সদরপুর: ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে গতকাল সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা দরবার হলে আলোচনা সভা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ ওমর ফয়সাল, উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. আব্দুল মোমেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামসেদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ সর্বস্তরের জনগণ।
কালুখালী : রাজবাড়ীর কালুখালীতে প্রজেক্টরের মাধ্যমে সরাসির উদ্বোধনী অনুষ্ঠান দেখানো ও কালুখালী থানা-পুলিশের বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। গতকাল ঐতিহাসিক এই দিনে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের নির্দেশনায় উপজেলা চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটোর তত্বধায়নে রতনদিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রজেক্টরের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কালুখালী থানা-পুলিশের আয়োজনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। এতে অংশ গ্রহণ করেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কালুখালী থানায় কর্মরত সকল পুলিশ সদস্যরা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৪ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪