সাখাওয়াত ফাহাদ, ঢাকা
প্রথম কবে মেলায় এসেছিলেন, মনে নেই রিপন রায়ের। তবে বাবার হাত ধরে সেটাও যে খুব ছোটকালে, তা মনে পড়ে। তখন তিনি শব্দের সঙ্গে শব্দ জোড়া দিয়ে মাত্র বাক্যগঠন শিখেছেন। তারপর অনেকবার মেলায় এসেছেন। বদলেছে সঙ্গী। শনিবার মেলায় এসেছিলেন তাঁর তিন বছর বয়সী মেয়ে স্বর্ণা রায়কে নিয়ে। স্বর্ণা শিশুপ্রহর থেকে লিটলম্যাগ কর্নার পর্যন্ত পুরো মেলা ছুটে বেড়িয়েছে।
এমনই হাজারো ভালোবাসার গল্প এই বইমেলা। ছুটির দিনে যান্ত্রিক শহরে প্রিয় মানুষের সঙ্গে বইমেলায় ছুটে এসেছেন বিপুলসংখ্যক মানুষ। এই মেলা যেন তাঁদের প্রিয় স্মৃতি, কখনো ফিকে না হওয়া এক চিরচেনা শৈশব। প্রথম মলাটবদ্ধ নতুন বইয়ের ঘ্রাণ, কল্পনার বেশি কিছু চিন্তার রসদ একেবারে হাতের কাছে পাওয়ার মেলা। তাই এই ভালোবাসার কাছে বারবার ছুটে আসা যায়।
মেলায় তেমনই এক অভূতপূর্ব ভালোবাসার টানে ছুটে এসেছেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সাবেক চেয়ারম্যান ও আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান। পেশায় আজীবন সাংবাদিক হলেও এবার মেলায় এসেছে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘মায়াবী শব্দ যত’। বইটি এনেছে অন্যপ্রকাশ। করোনায় হারানো
স্ত্রীর কথা রাখতে নিভৃতে লেখা কবিতাগুলো প্রকাশ্যে এনেছেন তিনি।
বইটি প্রকাশের ক্ষেত্রে কবির প্রয়াত স্ত্রীর বিশেষ অবদান ছিল জানিয়ে গোলাম রহমান বলেছেন, ‘তিনি প্রায়ই আমাকে বলতেন, কবিতার বই কেন বের করো না? বইটি আজ প্রকাশিত হয়েছে, তাঁর কথা খুব মনে পড়ছে।’
ড. গোলাম রহমান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে বসে লেখা ৫০ বছর আগের একটা কবিতা আছে বইয়ে। বাকি কবিতাগুলো গত দুই বছরে লেখা। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর কিছু সময় পাওয়া যায়। তখন কিছু কাজ করারও তাড়না থাকে। সেখান থেকেই বইটি লিখেছেন তিনি।
ভালোবাসা যেমন সুসময় এনে দেয়, তেমনি বিচ্ছেদ আনে; হতাশা, দুঃখ, বিষাদও আনে। সময়ের ঘোরপ্যাঁচে তা তীব্রতর হয়। সেই গল্প নিয়ে মেলায় এসেছে শামীম আরা স্মৃতির উপন্যাস ‘আকাশজুড়ে কালো মেঘ’। বইটি এনেছে বিশ্বসাহিত্য ভবন। লেখকের আরও একটি কবিতার বই ‘গুচ্ছ গুচ্ছ স্বপ্ন’ এবার মেলায় এসেছে।
রাগ, অভিমান কিংবা ভালোবাসা অনেক সময় মুখে প্রকাশ না করা গেলেও লিখে ফেলা যায় অনায়াসে। সেই গল্পের সমারোহ অন্যধারা প্রকাশিত ইসমত আরা প্রিয়ার উপন্যাস ‘বসন্ত ফিরে আসে’। তিনি জানিয়েছেন, লেখালেখিকে তিনি সাধনা হিসেবে নিয়েছেন। আজীবন লেখালেখিতেই ব্রতী হতে চান।
মেলায় এসেছে গত বছর জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার পাওয়া লেখক সাজেদুল ইসলামের নতুন উপন্যাস ‘সোনার নাও পবনের বৈঠা’। উপন্যাসটি প্রকাশ করেছে কাগজ প্রকাশন। লেখক জানিয়েছেন, উপন্যাসটিতে মানুষের হতাশা, প্রেম, প্রণয়, প্রতিহিংসা, পারস্পরিক অবিশ্বাস এবং মানবজীবনের অন্তর্নিহিত বিষাদের চিত্র লোককথা ও মিথের সমন্বয়ে তুলে ধরা হয়েছে। এ ছাড়া লেখকের শিক্ষাবিষয়ক বই ‘শিক্ষায় দর্শন দর্শনের শিক্ষা: সৈয়দ মিজানুর রহমানের মুখোমুখি দশ বিশিষ্টজন’ প্রকাশ করেছে ঐতিহ্য।
গতকাল মেলায় ১৮৫টি নতুন বই এসেছে। মেলা থেকে বের হওয়ার সময় দেখলাম, এক ফুলের দোকানের পেছনে হলুদ ফ্রক পরে আপন মনে নাচছে এক শিশু।
নাম সুরাইয়া। তার মা ফুল বিক্রিতে ব্যস্ত। কিন্তু সুরাইয়ার তা ভালো লাগে না। সে কী ভালোবাসে জিজ্ঞেস করতেই বলল, ‘নাচতে।’ মাথায় ঘুরতে থাকল, বইমেলা শুধু বইয়ের মেলা নয়, স্বপ্নেরও মেলা।
প্রথম কবে মেলায় এসেছিলেন, মনে নেই রিপন রায়ের। তবে বাবার হাত ধরে সেটাও যে খুব ছোটকালে, তা মনে পড়ে। তখন তিনি শব্দের সঙ্গে শব্দ জোড়া দিয়ে মাত্র বাক্যগঠন শিখেছেন। তারপর অনেকবার মেলায় এসেছেন। বদলেছে সঙ্গী। শনিবার মেলায় এসেছিলেন তাঁর তিন বছর বয়সী মেয়ে স্বর্ণা রায়কে নিয়ে। স্বর্ণা শিশুপ্রহর থেকে লিটলম্যাগ কর্নার পর্যন্ত পুরো মেলা ছুটে বেড়িয়েছে।
এমনই হাজারো ভালোবাসার গল্প এই বইমেলা। ছুটির দিনে যান্ত্রিক শহরে প্রিয় মানুষের সঙ্গে বইমেলায় ছুটে এসেছেন বিপুলসংখ্যক মানুষ। এই মেলা যেন তাঁদের প্রিয় স্মৃতি, কখনো ফিকে না হওয়া এক চিরচেনা শৈশব। প্রথম মলাটবদ্ধ নতুন বইয়ের ঘ্রাণ, কল্পনার বেশি কিছু চিন্তার রসদ একেবারে হাতের কাছে পাওয়ার মেলা। তাই এই ভালোবাসার কাছে বারবার ছুটে আসা যায়।
মেলায় তেমনই এক অভূতপূর্ব ভালোবাসার টানে ছুটে এসেছেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সাবেক চেয়ারম্যান ও আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান। পেশায় আজীবন সাংবাদিক হলেও এবার মেলায় এসেছে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘মায়াবী শব্দ যত’। বইটি এনেছে অন্যপ্রকাশ। করোনায় হারানো
স্ত্রীর কথা রাখতে নিভৃতে লেখা কবিতাগুলো প্রকাশ্যে এনেছেন তিনি।
বইটি প্রকাশের ক্ষেত্রে কবির প্রয়াত স্ত্রীর বিশেষ অবদান ছিল জানিয়ে গোলাম রহমান বলেছেন, ‘তিনি প্রায়ই আমাকে বলতেন, কবিতার বই কেন বের করো না? বইটি আজ প্রকাশিত হয়েছে, তাঁর কথা খুব মনে পড়ছে।’
ড. গোলাম রহমান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে বসে লেখা ৫০ বছর আগের একটা কবিতা আছে বইয়ে। বাকি কবিতাগুলো গত দুই বছরে লেখা। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর কিছু সময় পাওয়া যায়। তখন কিছু কাজ করারও তাড়না থাকে। সেখান থেকেই বইটি লিখেছেন তিনি।
ভালোবাসা যেমন সুসময় এনে দেয়, তেমনি বিচ্ছেদ আনে; হতাশা, দুঃখ, বিষাদও আনে। সময়ের ঘোরপ্যাঁচে তা তীব্রতর হয়। সেই গল্প নিয়ে মেলায় এসেছে শামীম আরা স্মৃতির উপন্যাস ‘আকাশজুড়ে কালো মেঘ’। বইটি এনেছে বিশ্বসাহিত্য ভবন। লেখকের আরও একটি কবিতার বই ‘গুচ্ছ গুচ্ছ স্বপ্ন’ এবার মেলায় এসেছে।
রাগ, অভিমান কিংবা ভালোবাসা অনেক সময় মুখে প্রকাশ না করা গেলেও লিখে ফেলা যায় অনায়াসে। সেই গল্পের সমারোহ অন্যধারা প্রকাশিত ইসমত আরা প্রিয়ার উপন্যাস ‘বসন্ত ফিরে আসে’। তিনি জানিয়েছেন, লেখালেখিকে তিনি সাধনা হিসেবে নিয়েছেন। আজীবন লেখালেখিতেই ব্রতী হতে চান।
মেলায় এসেছে গত বছর জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার পাওয়া লেখক সাজেদুল ইসলামের নতুন উপন্যাস ‘সোনার নাও পবনের বৈঠা’। উপন্যাসটি প্রকাশ করেছে কাগজ প্রকাশন। লেখক জানিয়েছেন, উপন্যাসটিতে মানুষের হতাশা, প্রেম, প্রণয়, প্রতিহিংসা, পারস্পরিক অবিশ্বাস এবং মানবজীবনের অন্তর্নিহিত বিষাদের চিত্র লোককথা ও মিথের সমন্বয়ে তুলে ধরা হয়েছে। এ ছাড়া লেখকের শিক্ষাবিষয়ক বই ‘শিক্ষায় দর্শন দর্শনের শিক্ষা: সৈয়দ মিজানুর রহমানের মুখোমুখি দশ বিশিষ্টজন’ প্রকাশ করেছে ঐতিহ্য।
গতকাল মেলায় ১৮৫টি নতুন বই এসেছে। মেলা থেকে বের হওয়ার সময় দেখলাম, এক ফুলের দোকানের পেছনে হলুদ ফ্রক পরে আপন মনে নাচছে এক শিশু।
নাম সুরাইয়া। তার মা ফুল বিক্রিতে ব্যস্ত। কিন্তু সুরাইয়ার তা ভালো লাগে না। সে কী ভালোবাসে জিজ্ঞেস করতেই বলল, ‘নাচতে।’ মাথায় ঘুরতে থাকল, বইমেলা শুধু বইয়ের মেলা নয়, স্বপ্নেরও মেলা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে