চাঁদপুরের ২৭ ইউপির ভোট ৫ জানুয়ারি

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ০৭: ৪০
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৭: ১৯

পঞ্চম ধাপে চাঁদপুর জেলার ২৭টি ইউনিয়ন পরিষদসহ ৭০৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামী বছরের ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার নির্বাচন কমিশনের ৯০ তম সভা শেষে সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

জেলার ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউপি, কচুয়ার ১২টি ইউপি ও হাইমচরের ২টি ইউনিয়ন পরিষদে এই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

হাইমচরের ২টি ইউপি হলো-নীলকমল ও আলগী দুর্গাপুর উত্তর।

ফরিদগঞ্জের ১৩টি ইউনিয়ন হলো-বালিথুবা পূর্ব, বালিথুবা পশ্চিম, সুবিদপুর পূর্ব, সুবিদপুর পশ্চিম, গুপ্টি পূর্ব, গুপ্টি পশ্চিম, পাইকপাড়া উত্তর, গোবিন্দপুর উত্তর, গোবিন্দপুর দক্ষিণ, রূপসা উত্তর, রূপসা দক্ষিণ, চরদু: খিয়া পূর্ব, চরদু: খিয়া পশ্চিম।

কচুয়ার ১২টি ইউনিয়ন হলো-সাচার, পাথৈর, বিতারা, পালাখাল মডেল, সহদেবপুর পশ্চিম, কচুয়া উত্তর, কচুয়া দক্ষিণ, কাদলা, কড়ইয়া, গোহট উত্তর, গোহট দক্ষিণ, আশ্রাফপুর।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত