কেন্দ্রে ভোটের দিন ব্যালট পেপার দাবি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২১, ০৬: ০৫
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৬: ১৮

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় তৃতীয় ধাপে মেরুং, বোয়ালখালী ও কবাখালীতে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। ওই দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর দাবি জানিয়েছেন এক স্বতন্ত্র প্রার্থী। ইতিমধ্যে গত সোমবার কবাখালী ইউপির আনারস প্রতীকের সেই স্বতন্ত্র প্রার্থী নলেজ চাকমা এমন দাবি জানিয়ে নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছেন।

এদিকে দীঘিনালা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহেনসা লতিফুল খায়ের বলেন, ‘ব্যালট পেপার নির্বাচনী বিধি মোতাবেক কেন্দ্রে পৌঁছাবে। দীঘিনালার অধিকাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে। ৩টি ইউপি নির্বাচনে ৩৩টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে দুর্গম এলাকায় ৭টি ঝুঁকিপূর্ণ এবং সদরের ৭টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে।’

উপজেলা নির্বাচনী আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা আজকের পত্রিকাকে জানান, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অধিক নিরাপত্তার জোরদার করা হবে। সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণ করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থাকবে। নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে আইনশৃঙ্খলার বাহিনীর পাশাপাশি প্রার্থীদের এগিয়ে আসতে হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, এসব ইউপি নির্বাচনকে ঘিরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছে। এদিকে প্রচারণায় বিধিমালা অমান্য করলেই ভ্রাম্যমাণ আদালতের কাছে জরিমানাও গুনতে হচ্ছে প্রার্থীদের।

জানা গেছে, মেরুং ইউপিতে নৌকা প্রতীকে নির্বাচন করছে মাহমুদা বেগম। নৌকার বিপক্ষে নির্বাচন করছেন ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ হাতপাখা প্রতীকে মো. আশরাফুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে হেমব্রত চাকমা।

বোয়ালখালী ইউপিতে নৌকা প্রতীকে নির্বাচন করছেন মো. মোস্তফা। নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচন করছেন চয়ন বিকাশ চাকমা। চয়ন বিকাশ চাকমা বোয়ালখালী ইউপিতে পরপর দুবার ইউপি চেয়ারম্যান ছিলেন।

কবাখালী ইউপিতে নৌকা প্রতীকে নির্বাচন করছেন আব্দুল বারেক। নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচন করছেন নলেজ চাকমা এবং ঘোড়া প্রতীকে নির্বাচনে করছেন মো. আব্দুল কাইয়ুম।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত