কবির হোসেন, তিতাস
মহামারি করোনার প্রভাবে ১৮ মাস বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে। তবে খোলেনি তিতাসের ১২টি কিন্ডারগার্টেন স্কুল। শিক্ষক, শিক্ষার্থী ও অর্থ সংকটের কারণে এ সব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বলে কিন্ডারগার্টেন স্কুল অ্যাসোসিয়েশন ও উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়। এ ছাড়াও যে সকল কিন্ডারগার্টেন স্কুল খোলা রয়েছে তাতে শিক্ষার্থীর উপস্থিতি অর্ধেকেরও কম দেখা যায়।
তিতাসে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৯২টি আর কিন্ডারগার্টেন রয়েছে ৮৮টি। বন্ধ হওয়া কিন্ডারগার্টেনগুলো হলো সাতানী ইউনিয়নের বর্ণমালা কিন্ডারগার্টেন, তিতাস কিন্ডারগার্টেন ও মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন কিন্ডারগার্টেন, জগতপুর ইউনিয়নের সাগরফেনা বিদ্যানিকেতন কিন্ডারগার্টেন ও তিতাস মাল্টিমিডিয়া স্কুল, বলরামপুর ইউনিয়নের মুনলাইট প্রি-ক্যাডেট স্কুল, কড়িকান্দি ইউনিয়নের বাংলাদেশ মডেল একাডেমি ও বন্দরামপুর মডার্ন স্কুল, জিয়ারকান্দি ইউনিয়নের সিদিপ মডার্ন স্কুল, কলাকান্দি ইউনিয়নের জোহরা খাতুন কিন্ডারগার্টেন, মজিদপুর ইউনিয়নের শিবপুর সবুজছায়া প্রি-ক্যাডেট স্কুল এবং ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথপুর আইডিয়াল স্কুল।
দড়িকান্দি লতিফ নগর ক্যামব্রিয়ান স্কুলের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ‘দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী বিভিন্ন কাজে জড়িয়ে পড়েছে। তাই আমাদের স্কুলে উপস্থিতি অর্ধেকেরও কমে নেমে এসেছে। আশা করি নতুন বছরে আগের মতোই শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যাবে।’
বাংলাদেশ মডেল একাডেমির প্রধান মনিরুল ইসলাম বলেন পারিবারিক কারণে স্কুলটি বন্ধ হয়েছে, আশা করি খুব শিগগিরই স্কুলটি চালু করার বিষয়ে সিদ্ধান্ত হবে।
শিবপুর সবুজছায়া প্রি-ক্যাডেট স্কুলের প্রধান সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের কিছু ঝামেলা ছিল। তাই বন্ধ রয়েছে স্কুলটি। আলোচনা হচ্ছে নতুন বছরে চালু করার।’
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সভাপতি আবুল কালাম আজাদ বলেন, মহামারি করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায়, বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকেরা অন্য পেশার দিকে ঝুঁকে পড়েছেন। ছেলে শিক্ষার্থীরাও বিভিন্ন কাজে লেগে গেছেন। আবার অনেকে বিদেশে চলে গেছে। তাই শিক্ষক, শিক্ষার্থী ও অর্থ সংকটের কারণে হয়তো ১২টি কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফ রফিকুল ইসলাম বলেন, ‘যে ১২টি কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে, তা আমরা খুঁজে বের করেছি, প্রতিষ্ঠানের প্রধানেরা আমাদের অবহিত করেননি। তাদের ফোন করেও পাওয়া যাচ্ছে না। কি কারণে স্কুল বন্ধ করেছে তাও জানতে পারছি না।’
মহামারি করোনার প্রভাবে ১৮ মাস বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে। তবে খোলেনি তিতাসের ১২টি কিন্ডারগার্টেন স্কুল। শিক্ষক, শিক্ষার্থী ও অর্থ সংকটের কারণে এ সব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বলে কিন্ডারগার্টেন স্কুল অ্যাসোসিয়েশন ও উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়। এ ছাড়াও যে সকল কিন্ডারগার্টেন স্কুল খোলা রয়েছে তাতে শিক্ষার্থীর উপস্থিতি অর্ধেকেরও কম দেখা যায়।
তিতাসে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৯২টি আর কিন্ডারগার্টেন রয়েছে ৮৮টি। বন্ধ হওয়া কিন্ডারগার্টেনগুলো হলো সাতানী ইউনিয়নের বর্ণমালা কিন্ডারগার্টেন, তিতাস কিন্ডারগার্টেন ও মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন কিন্ডারগার্টেন, জগতপুর ইউনিয়নের সাগরফেনা বিদ্যানিকেতন কিন্ডারগার্টেন ও তিতাস মাল্টিমিডিয়া স্কুল, বলরামপুর ইউনিয়নের মুনলাইট প্রি-ক্যাডেট স্কুল, কড়িকান্দি ইউনিয়নের বাংলাদেশ মডেল একাডেমি ও বন্দরামপুর মডার্ন স্কুল, জিয়ারকান্দি ইউনিয়নের সিদিপ মডার্ন স্কুল, কলাকান্দি ইউনিয়নের জোহরা খাতুন কিন্ডারগার্টেন, মজিদপুর ইউনিয়নের শিবপুর সবুজছায়া প্রি-ক্যাডেট স্কুল এবং ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথপুর আইডিয়াল স্কুল।
দড়িকান্দি লতিফ নগর ক্যামব্রিয়ান স্কুলের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ‘দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী বিভিন্ন কাজে জড়িয়ে পড়েছে। তাই আমাদের স্কুলে উপস্থিতি অর্ধেকেরও কমে নেমে এসেছে। আশা করি নতুন বছরে আগের মতোই শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যাবে।’
বাংলাদেশ মডেল একাডেমির প্রধান মনিরুল ইসলাম বলেন পারিবারিক কারণে স্কুলটি বন্ধ হয়েছে, আশা করি খুব শিগগিরই স্কুলটি চালু করার বিষয়ে সিদ্ধান্ত হবে।
শিবপুর সবুজছায়া প্রি-ক্যাডেট স্কুলের প্রধান সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের কিছু ঝামেলা ছিল। তাই বন্ধ রয়েছে স্কুলটি। আলোচনা হচ্ছে নতুন বছরে চালু করার।’
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সভাপতি আবুল কালাম আজাদ বলেন, মহামারি করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায়, বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকেরা অন্য পেশার দিকে ঝুঁকে পড়েছেন। ছেলে শিক্ষার্থীরাও বিভিন্ন কাজে লেগে গেছেন। আবার অনেকে বিদেশে চলে গেছে। তাই শিক্ষক, শিক্ষার্থী ও অর্থ সংকটের কারণে হয়তো ১২টি কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফ রফিকুল ইসলাম বলেন, ‘যে ১২টি কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে, তা আমরা খুঁজে বের করেছি, প্রতিষ্ঠানের প্রধানেরা আমাদের অবহিত করেননি। তাদের ফোন করেও পাওয়া যাচ্ছে না। কি কারণে স্কুল বন্ধ করেছে তাও জানতে পারছি না।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে