চারঘাট প্রতিনিধি
চারঘাটে ব্রয়লার-লেয়ার মুরগির বাচ্চা ও পোলট্রি ফিডের চড়া দামে খামারিদের মাথায় হাত পড়েছে। ব্যাহত হচ্ছে মাংস ও ডিম উৎপাদন। এতে খুচরা ও পাইকারি বাজারে দেখা দিয়েছে মুরগির সংকট।
উপজেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, উপজেলায় ৬৩টি পোলট্রি খামার রয়েছে। মুরগির বাচ্চা, খাবারসহ অন্যান্য উপকরণের দাম বাড়ায় বর্তমানে ৩১টি খামার সচল রয়েছে। গত এক মাস আগেও ব্রয়লার মুরগির বাচ্চার দাম ছিল ২০ থেকে ২৫ টাকা। বর্তমানে সেই বাচ্চা ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। লেয়ার মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে ৪৫-৫৫ টাকায়। কিছুদিন আগেও দাম ছিল ১৫ থেকে ২০ টাকা। এ ছাড়া, গত ৬ মাসের ব্যবধানে মুরগির খাবারের দাম বস্তায় বেড়েছে ৫০০ টাকা। ২ হাজার টাকার খাবারের বস্তা বর্তমানে বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকায়।
ক্ষুদ্র ও মাঝারি পুঁজির পোলট্রি খামারিরা বলছেন, সরকারি কোনো নীতিমালা না থাকায় কয়েকটি সিন্ডিকেট বাজার অনেকটা দখল করে রেখেছে। প্রতিযোগিতায় টিকতে না পেরে লোকসানে ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি শিল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বাজারে ডিম ও মুরগির দাম বৃদ্ধি পেলেও তৃণমূল পর্যায়ের খামারিরা তাতে লাভবান হচ্ছেন না।
উপজেলার ইউসুফপুর এলাকার খামারি আবুল হোসেন বলেন, এখন বড় বড় কোম্পানি পোলট্রি খাতে বিনিয়োগ করেছে। তারা ইচ্ছামতো খাদ্যের দাম বাড়ায়। এতে ভোগান্তি পোহাতে হয় ক্ষুদ্র ও মাঝারি পুঁজির খামারিদের।
উপজেলা পোলট্রি খামারি অ্যাসোসিয়েশনের সভাপতি আকরাম হোসেন বলেন, উপজেলার প্রায় ৫০ ভাগ খামার বন্ধ হয়ে গেছে। আর ২০ ভাগ বন্ধ হওয়ার পথে। বেকার যুবকেরা ঋণ নিয়ে খামার করেছিলেন, হঠাৎ করে মুরগির খাবারের দাম বাড়ায় অনেক খামারি হতাশ হয়ে পড়েছেন। পোলট্রি শিল্প বাঁচাতে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন বলে মনে করেন তিনি।
চারঘাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, খাদ্য ও ওষুধের মূল্য বাড়ায় ক্ষুদ্র খামারিরা লোকসানের মুখে পড়েছেন। উপজেলার অনেকেই খামার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খামারিদের এ ব্যবসায় ধরে রাখার চেষ্টা করছে প্রাণিসম্পদ বিভাগ। মাঠ পর্যায়ে খামারিদের বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
চারঘাটে ব্রয়লার-লেয়ার মুরগির বাচ্চা ও পোলট্রি ফিডের চড়া দামে খামারিদের মাথায় হাত পড়েছে। ব্যাহত হচ্ছে মাংস ও ডিম উৎপাদন। এতে খুচরা ও পাইকারি বাজারে দেখা দিয়েছে মুরগির সংকট।
উপজেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, উপজেলায় ৬৩টি পোলট্রি খামার রয়েছে। মুরগির বাচ্চা, খাবারসহ অন্যান্য উপকরণের দাম বাড়ায় বর্তমানে ৩১টি খামার সচল রয়েছে। গত এক মাস আগেও ব্রয়লার মুরগির বাচ্চার দাম ছিল ২০ থেকে ২৫ টাকা। বর্তমানে সেই বাচ্চা ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। লেয়ার মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে ৪৫-৫৫ টাকায়। কিছুদিন আগেও দাম ছিল ১৫ থেকে ২০ টাকা। এ ছাড়া, গত ৬ মাসের ব্যবধানে মুরগির খাবারের দাম বস্তায় বেড়েছে ৫০০ টাকা। ২ হাজার টাকার খাবারের বস্তা বর্তমানে বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকায়।
ক্ষুদ্র ও মাঝারি পুঁজির পোলট্রি খামারিরা বলছেন, সরকারি কোনো নীতিমালা না থাকায় কয়েকটি সিন্ডিকেট বাজার অনেকটা দখল করে রেখেছে। প্রতিযোগিতায় টিকতে না পেরে লোকসানে ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি শিল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বাজারে ডিম ও মুরগির দাম বৃদ্ধি পেলেও তৃণমূল পর্যায়ের খামারিরা তাতে লাভবান হচ্ছেন না।
উপজেলার ইউসুফপুর এলাকার খামারি আবুল হোসেন বলেন, এখন বড় বড় কোম্পানি পোলট্রি খাতে বিনিয়োগ করেছে। তারা ইচ্ছামতো খাদ্যের দাম বাড়ায়। এতে ভোগান্তি পোহাতে হয় ক্ষুদ্র ও মাঝারি পুঁজির খামারিদের।
উপজেলা পোলট্রি খামারি অ্যাসোসিয়েশনের সভাপতি আকরাম হোসেন বলেন, উপজেলার প্রায় ৫০ ভাগ খামার বন্ধ হয়ে গেছে। আর ২০ ভাগ বন্ধ হওয়ার পথে। বেকার যুবকেরা ঋণ নিয়ে খামার করেছিলেন, হঠাৎ করে মুরগির খাবারের দাম বাড়ায় অনেক খামারি হতাশ হয়ে পড়েছেন। পোলট্রি শিল্প বাঁচাতে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন বলে মনে করেন তিনি।
চারঘাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, খাদ্য ও ওষুধের মূল্য বাড়ায় ক্ষুদ্র খামারিরা লোকসানের মুখে পড়েছেন। উপজেলার অনেকেই খামার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খামারিদের এ ব্যবসায় ধরে রাখার চেষ্টা করছে প্রাণিসম্পদ বিভাগ। মাঠ পর্যায়ে খামারিদের বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১২ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে