নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনার ভয়াবহতার মধ্যেই দেশে আতঙ্ক ছড়িয়েছে ডেঙ্গু। চলতি বছরের সেপ্টেম্বরে বছরের সর্বোচ্চসংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এদিকে বর্ষার মৌসুম শেষ হলেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। নভেম্বরে এসেও প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। সিটি করপোরেশন থেকে নানা পদক্ষেপ নেওয়া হলেও ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। কীটতত্ত্ববিদেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ডেঙ্গু রোগী সারা বছরই থাকার সম্ভাবনা রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত রোববার সকাল আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত নতুন কর ১৫১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ১০৩ জন এবং বাইরে ৪৮ জন। বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ৬৬২ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫২৩ জন। অন্যান্য জায়গায় ভর্তি আছেন ১৩৯ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু রোগী আক্রান্ত ও ভর্তি হয়েছেন ২৪ হাজার ৭৯৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৩৯ জন। এ সময়ে মারা গেছেন মোট ৯৫ রোগী। চলতি মাসে আট দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১৪১ জন। এ সময় মারা গেছেন ৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর রাজধানীতে মোট ডেঙ্গুতে আক্রান্ত রোগী ২১ হাজার ১১৮ জন। এ সময় রাজধানীতে মৃত্যু হয়েছে ৮৭ জনের, যা মোট আক্রান্তের ৮৫ দশমিক ১৭ এবং মোট মৃত্যুর প্রায় ৯২ শতাংশই ঘটেছে রাজধানীতে।
ডেঙ্গুর প্রকোপ কেন বাড়ছে? এমন প্রশ্নের উত্তরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার আজকের পত্রিকাকে বলেন, ডেঙ্গুর প্রকোপ শুরু হয় সাধারণত মে মাসে। জুলাই-আগস্টে চূড়ান্ত পর্যায়ে ওঠে। আবার তা সেপ্টেম্বর-অক্টোবরে কমতে থাকে। কিন্তু এ বছর তেমনটি হচ্ছে না। ধারণা করা হচ্ছে, ডেঙ্গুর প্রকোপ সারা বছরই থাকবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন হচ্ছে।’
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত মশক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে।
করোনার ভয়াবহতার মধ্যেই দেশে আতঙ্ক ছড়িয়েছে ডেঙ্গু। চলতি বছরের সেপ্টেম্বরে বছরের সর্বোচ্চসংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এদিকে বর্ষার মৌসুম শেষ হলেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। নভেম্বরে এসেও প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। সিটি করপোরেশন থেকে নানা পদক্ষেপ নেওয়া হলেও ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। কীটতত্ত্ববিদেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ডেঙ্গু রোগী সারা বছরই থাকার সম্ভাবনা রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত রোববার সকাল আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত নতুন কর ১৫১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ১০৩ জন এবং বাইরে ৪৮ জন। বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ৬৬২ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫২৩ জন। অন্যান্য জায়গায় ভর্তি আছেন ১৩৯ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু রোগী আক্রান্ত ও ভর্তি হয়েছেন ২৪ হাজার ৭৯৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৩৯ জন। এ সময়ে মারা গেছেন মোট ৯৫ রোগী। চলতি মাসে আট দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১৪১ জন। এ সময় মারা গেছেন ৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর রাজধানীতে মোট ডেঙ্গুতে আক্রান্ত রোগী ২১ হাজার ১১৮ জন। এ সময় রাজধানীতে মৃত্যু হয়েছে ৮৭ জনের, যা মোট আক্রান্তের ৮৫ দশমিক ১৭ এবং মোট মৃত্যুর প্রায় ৯২ শতাংশই ঘটেছে রাজধানীতে।
ডেঙ্গুর প্রকোপ কেন বাড়ছে? এমন প্রশ্নের উত্তরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার আজকের পত্রিকাকে বলেন, ডেঙ্গুর প্রকোপ শুরু হয় সাধারণত মে মাসে। জুলাই-আগস্টে চূড়ান্ত পর্যায়ে ওঠে। আবার তা সেপ্টেম্বর-অক্টোবরে কমতে থাকে। কিন্তু এ বছর তেমনটি হচ্ছে না। ধারণা করা হচ্ছে, ডেঙ্গুর প্রকোপ সারা বছরই থাকবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন হচ্ছে।’
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত মশক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে