ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। গত মঙ্গলবার উপজেলার আবাইপুর ইউনিয়নের মীন গ্রামে এ ঘটনা ঘটে।
আবাইপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুক্তার আহমেদ মৃধার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান হেলাল উদ্দীন বিশ্বাস।
জানা যায়, হেলাল উদ্দীন মীন গ্রামে মঙ্গলবার তাঁর নির্বাচনী অফিস চালু করেন। সন্ধ্যায় মুক্তার আহমেদ মৃধার ছেলে সুমন মৃধার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন রামদা, ঢাল ও সুরকি নিয়ে অতর্কিত হামলা চালানো হয় ওই অফিসে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা তাঁদের অবরুদ্ধ করেন। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। এদিকে ভাঙচুরের পর হাট ফাজিলপুর ও আবাইপুর বাজারে কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে হাট ফাজিলপুর বাজারে দুই পক্ষ মুখোমুখি হয়। ইটপাটকেল নিক্ষেপ ও বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুরেরও ঘটনা ঘটে। এর আগে মীন গ্রাম বাজারের পাশে একটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেলাল বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় মীন গ্রামের নির্বাচনী অফিসে মুক্তার আহমেদের ছেলে সুমনের নেতৃত্বে হামলা চালানো হয়। তাঁরা অফিসের চেয়ার ভাঙচুর করেন। তাঁদের হামলায় অফিসে থাকা আমার কয়েকজন কর্মী আহত হন।’ হেলাল উদ্দীন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুক্তার আহমেদের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শৈলকুপা উপজেলার ইউনিয়ন পরিষদে পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি ভোট গ্রহণ হবে।
ঝিনাইদহের শৈলকুপায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। গত মঙ্গলবার উপজেলার আবাইপুর ইউনিয়নের মীন গ্রামে এ ঘটনা ঘটে।
আবাইপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুক্তার আহমেদ মৃধার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান হেলাল উদ্দীন বিশ্বাস।
জানা যায়, হেলাল উদ্দীন মীন গ্রামে মঙ্গলবার তাঁর নির্বাচনী অফিস চালু করেন। সন্ধ্যায় মুক্তার আহমেদ মৃধার ছেলে সুমন মৃধার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন রামদা, ঢাল ও সুরকি নিয়ে অতর্কিত হামলা চালানো হয় ওই অফিসে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা তাঁদের অবরুদ্ধ করেন। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। এদিকে ভাঙচুরের পর হাট ফাজিলপুর ও আবাইপুর বাজারে কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে হাট ফাজিলপুর বাজারে দুই পক্ষ মুখোমুখি হয়। ইটপাটকেল নিক্ষেপ ও বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুরেরও ঘটনা ঘটে। এর আগে মীন গ্রাম বাজারের পাশে একটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেলাল বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় মীন গ্রামের নির্বাচনী অফিসে মুক্তার আহমেদের ছেলে সুমনের নেতৃত্বে হামলা চালানো হয়। তাঁরা অফিসের চেয়ার ভাঙচুর করেন। তাঁদের হামলায় অফিসে থাকা আমার কয়েকজন কর্মী আহত হন।’ হেলাল উদ্দীন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুক্তার আহমেদের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শৈলকুপা উপজেলার ইউনিয়ন পরিষদে পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি ভোট গ্রহণ হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে