Ajker Patrika

বাঁকল তুলে সরকারি গাছ হত্যার চেষ্টা

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৭
বাঁকল তুলে সরকারি গাছ হত্যার চেষ্টা

চৌগাছায় বাঁকল তুলে নিয়ে সড়কের পাশের সরকারি কড়ই গাছ হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চৌগাছা-মহেশপুর সড়কের হাজরাখানা কবরস্থান নামক এলাকার এক চা দোকানির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, চৌগাছা-মহেশপুর সড়কের হাজরাখানা কবরস্থানের পাশে একটি দরগাহ তৈরি করেছে স্থানীয় এক পীরের অনুসারীরা। আক্তারুজ্জামান নামের এক ব্যক্তি দরগাহটির পাশে একটি চায়ের দোকান করেছেন। পাশেই সড়কের পাশে রয়েছে একটি কড়ই গাছ। ওই গাছটির গোড়ার চারিদিক থেকে পাঁচ থেকে ছয় ফুট বাকলসহ কাঠের কিছু অংশ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গাছটির গোড়া থেকে বেশ খানিক জায়গার বাকল উঠিয়ে নেওয়ায় গাছটি আস্তে আস্তে মারা যাবে। পরে মরে যাওয়া গাছটি থেকে কাঠ এবং খড়ি সংগ্রহের পরিকল্পনা করেই আক্তারুজ্জামান এমন কাজ করেছেন।

নারায়নপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন বলেন, ‘কাজটি কে করেছেন তা এখনো প্রমাণিত হয়নি। তবে, যিনিই করেছেন ভালো করেননি। তিনি আরও বলেন, ‘গাছটি জেলা পরিষদের। আশা করি, এ বিষয়ে জেলা পরিষদ কঠোর ব্যবস্থা নেবে।’

যশোর জেলা পরিষদের একটি সূত্র জানিয়েছে, ‘এ বিষয়ে স্থানীয়রা যশোর জেলা পরিষদে মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

দোকানি আক্তারুজ্জামান বিষয়টি অস্বীকার করে বলেন, ‘কাজটি আমি করিনি। আমাকে শুধু শুধু হয়রানি করা হচ্ছে। রাতের আধারে অন্য কেউ গাছটির ছাল উঠিয়ে নিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত