মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২১, ০৫: ১৩
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৬: ১৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বিল্লাল শেখ (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত বিল্লাল উপজেলার গিমাডাঙ্গা উত্তর পাড়া গ্রামের ইদ্রিস শেখের ছেলে। গত শুক্রবার রাতে উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মধ্যেপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মৃতের বড় ভাই সিরাজ শেখ বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিল্লাল শেখ কাজ শেষ করে উপজেলার নতুনবাজার থেকে হেঁটে বাড়ির যাচ্ছিলেন। গিমাডাঙ্গা মধ্যপাড়ায় পৌঁছালে উত্তরপাড়া গ্রামের এনায়েত মুন্সির ছেলে রোহান মুন্সির (২০) মোটরসাইকেল বিল্লালকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে মাথায় আঘাত লেগে বিল্লাল গুরুতর আহত হন। পরে এলাকার লোকজন বিল্লালকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মণ্ডল অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার সকালে বিল্লালের মৃতদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্ত রোহান মুন্সীকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত