অপহরণের তিন মাস পর স্কুলছাত্রীকে উদ্ধার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২১, ০৬: ০০
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭: ০৩

অপহরণের তিন মাস পর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

এ সময় মামলার দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়। উদ্ধার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল বৃহস্পতিবার নেত্রকোনায় পাঠানো হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার দুই আসামিকেও একইদিন আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় থানা-পুলিশের সহায়তায় ওই এলাকার একটি বাসা থেকে ছাত্রীকে উদ্ধার করা হয়। তখন ওই ছাত্রীকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলার এক ও তিন নম্বর আসামি যথাক্রমে রাসেল মিয়া ওরফে শাহানূর (১৮) এবং সাফায়েতকেও (৪৫) গ্রেপ্তার করা হয়। এরপর উদ্ধার ওই ছাত্রী ও গ্রেপ্তার আসামিদের গতকাল বৃহস্পতিবার সকালে কেন্দুয়া থানায় নিয়ে আসা হয়।

মামলার বাদী মেয়েটির বাবা জানান, ‘আমার মেয়ের অপহরণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

মামলার তদন্ত কর্মকর্তা ও কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) সফিউল আলম জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে উদ্ধার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার দুপুরের দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য তাকে আদালতেও নেওয়া হবে। সেই সঙ্গে গ্রেপ্তার দুই আসামিকেও একইদিন বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, ওই ছাত্রী গত ৬ সেপ্টেম্বর অপহরণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। পরে মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাসেল মিয়া ওরফে শাহানূরকে (১৮) আসামি করে চারজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি মামলা করেন।

 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত