মুশতাকের কাছে কী শিখতে চান মিরাজ-তাইজুলরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১৭: ৩০
Thumbnail image

দুদিন আগে বাংলাদেশ দলের ড্রেসিংরুমে পা রাখতেই স্পিনারদের মধ্যে মুশতাক আহমেদের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছে তাইজুল ইসলামের। নতুন স্পিন বোলিং কোচের সঙ্গে কী কথা হলো অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের? 

মুশতাকের সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা নিয়ে গতকাল আজকের পত্রিকাকে তাইজুল বললেন, ‘প্রথম দিন একটু হাই-হ্যালো হয়েছে। এখনো তো কাজ শুরু করেনি। প্রথম দিনে ওনার সঙ্গে এমনি কথা বলেছি, বোলিং বিষয়ে নয়। তবে যতটুকু কথা হয়েছে, তাঁকে অনেক ভালো মানুষ মনে হয়েছে।’

বাংলাদেশ দলের কোচিং স্টাফে অনেক কিংবদন্তিতুল্য স্পিনারই কাজ করে গেছেন। গত ১০ বছরে যে ৫ জন বিদেশি স্পিন বোলিং কোচ কাজ করেছেন, তাঁদের মধ্যে ৪ জনই ছিলেন সাবেক বাঁহাতি ফিঙ্গার স্পিনার। গত দুই যুগে বাংলাদেশ দলে মুশতাকই প্রথম স্পিন বোলিং কোচ, যিনি একজন সাবেক রিস্ট স্পিনার। জাতীয় দলে খেলা সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল, নাসুম আহমেদ, তানভীর ইসলামরা অবশ্য সবাই ফিঙ্গার স্পিনার।

তাঁদের নতুন গুরু মুশতাক আহমেদ খেলোয়াড়ি জীবনে জাদু দেখাতেন কবজির মোচড়ে। কোচ যতই রিস্ট স্পিনার হন; তাইজুলের আশা, কিংবদন্তিতুল্য মুশতাকের কাছে নতুন কিছুই শিখবেন তাঁরা। তাইজুল বললেন, ‘তিনি (মুশতাক) ছিলেন লেগ স্পিনার, আমি ফিঙ্গার স্পিনার। কিন্তু ওনার যে বিশাল অভিজ্ঞতা, ওটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। ওখান থেকে যদি কিছু শিখতে পারি, সেটা যদি রপ্ত করতে পারি, তাহলে যত দিন বাংলাদেশ দলে খেলব, ভালো কিছু দিতে পারব।’ 

বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে সব সময় একজন লেগ স্পিনারের প্রয়োজনীয়তা অনুভব করেছেন। জাতীয় দলের পুলে থাকা একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন দেখাচ্ছেন নতুন আশা। যদিও কোচ-অধিনায়ক মনে করছেন, এখনো অনেক উন্নতির বাকি রিশাদের। বর্তমান স্পিন বোলিং কোচ মুশতাক একই ‘প্রজাতি’র হওয়ায় সবচেয়ে লাভবান হওয়ার সুযোগ তাঁরই।

মুশতাকের কাছে দীক্ষা নিতে রিশাদও উন্মুখ হয়ে আছেন, ‘তাঁকে কোচ হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। তবে এখনো দেখা হয়নি, কথা হয়নি।’ দু-তিন দিনের মধ্যেই মুশতাকের সঙ্গে কাজ শুরু হয়ে যাবে রিশাদের। জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে চট্টগ্রামে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হচ্ছে আগামী পরশু। আজ রাতেই তারা চলে যাচ্ছে চট্টগ্রামে।

রিশাদ বললেন, গুগলির ‘ওস্তাদ’ মুশতাকের কাছে থেকে এই বৈচিত্র্যও ভালোভাবে রপ্ত করতে চান তিনি। শুধু গুগলি নয়, নিজের ভান্ডারে তিনি যোগ করতে চান লেগ স্পিনারের আরও কিছু অস্ত্র, ‘আমি চেষ্টা করব, যতটুকু নেওয়া যায় তাঁর কাছ থেকে। শেখার তো আসলে শেষ নেই। চেষ্টা করব গুগলি আরও ভালো করার এবং নতুন নতুন অস্ত্র আয়ত্ত করার। যত শিখব সেটা আমার জন্যও ভালো, দেশের জন্যও ভালো। ডিপিএল ভালো যাচ্ছে, ইনশা আল্লাহ চেষ্টা করব জাতীয় দলেও ধারাবাহিক থাকার।’ 

ডিপিএলের ব্যস্ততায় আরেক অভিজ্ঞ স্পিনার মিরাজের সঙ্গেও এখনো সাক্ষাৎ হয়নি মুশতাকের। তাঁরও আশা এই কিংবদন্তি স্পিনারের কাছ থেকে নতুন কিছু শেখার, ‘নতুন কোচের সঙ্গে নতুনভাবে কাজ করব। আরও অনেক কিছু শিখতে পারব, কী শেখায়, কীভাবে শেখায়—অনেক কিছু জানা যাবে। আর টেকনিক্যাল কিছু বিষয়ে জানার চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত