ভক্তদের তিতে হতাশ না করলেও পারতেন

ফারুক মেহেদী, কাতার থেকে
Thumbnail image

কেউ আশা করেনি, গত পরশু এভাবে ক্যামেরুনের কাছে গ্রুপের শেষ ম্যাচে হেরে বসবে ব্রাজিল। আগে কখনো বিশ্বকাপে আফ্রিকান দলের কাছে না হারলেও প্রথম এই হার মানতে পারছেন না কাতারের ব্রাজিল-সমর্থকেরা।

গত শুক্রবার বহু আয়োজন করে স্থানীয় লুসাইল স্টেডিয়ামে খেলা দেখতে এসে পরাজয়ের যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিল-সমর্থকেরা। তাঁদের কাঠগড়ায় উঠছেন কোচ তিতে, যিনি অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছেন গ্রুপ পর্বের শেষ ম্যাচে।

খেলার পর পরশু কাতারে ব্রাজিল-সমর্থকদের বেশ হতাশ দেখা গেল। ব্রাজিল গ্রুপসেরা হয়ে শেষ ষোলোতে গেলেও একটি ‘সহজ জয়’ এভাবে হাতছাড়া করায় তাঁরা আর্জেন্টাইনসহ ব্রাজিলবিরোধী সমর্থকদের টিপ্পনীর মুখে পড়েছেন।

ব্রাজিল-ক্যামেরুন ম্যাচে সন্ধ্যা থেকেই নানান সাজে কাতারের লুসাইল স্টেডিয়ামে ভিড় করতে থাকেন দর্শক-সমর্থকেরা। ক্যামেরুনের দর্শক থাকলেও ব্রাজিলের তুলনায় সেটি খুবই কম। এ ম্যাচে দর্শকদের কাছে ব্রাজিলের খেলা প্রাণহীন মনে হয়েছে। তারকা খেলোয়াড়দের বসিয়ে রেখে নতুন নতুন খেলোয়াড় দিয়ে দল সাজিয়ে মাঠে নামলেও ক্যামেরুন শুরু থেকেই ছিল উদ্যমী। মাঠে খেলা দেখতে দেখতেই বাংলাদেশ থেকে আসা বিল্লাল হোসেন মনে করেন, ব্রাজিল খেলাটিকে হালকা করে নিয়েছে। তিনি বললেন, ‘প্রতিটি ম্যাচই গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। আমরা খুব হতাশ হয়েছি। আশা ছিল ব্রাজিল অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। সেটা আর হলো না।’ বাংলাদেশ থেকে কাতারে খেলা দেখতে আসা হাবিবুল আহসান প্রিয় দলের পারফরম্যান্স নিয় ভীষণ হতাশ, ‘আমরা একটা উপভোগ্য ম্যাচ দেখতে চেয়েছিলাম। অথচ ব্রাজিল তাদের প্রতিপক্ষ ক্যামেরুনকে পাত্তা না দিয়ে আনকোরা দল মাঠে নামিয়ে হেরেছে।এটা আমাদের হতাশ করেছে। ক্যামেরুন ঠিকই কম আক্রমণ করেও ব্রাজিলের বিপক্ষে গোল পেয়েছে।’

শেষ সময়ে লুসাইল স্টেডিয়ামে ব্রাজিল-সমর্থকদের উচ্ছ্বাস-আনন্দ নিয়ে মাঠে ঢুকতে দেখা গেলেও ব্রাজিল গোল খাওয়ায় খেলা শেষে গ্যালারি ছাড়েন অনেকটাই নীরবে, মলিন মুখে। ফেরার পথে কমবেশি সবাই ব্রাজিল দলের কোচসহ টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। এ সময় তাঁদের আশপাশে থাকা ক্যামেরুনের দর্শকদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। সংখ্যায় কম হলেও তাঁরা প্রিয় দলের জয়ে বেশ খুশি। অনেকে আবু বকরের নামে স্লোগান দিতে দিতে মাঠ ছাড়েন।

গ্রুপ পর্বের ফল যেমনই হোক, ব্রাজিল-সমর্থকদের চাওয়া—টুর্নামেন্টের ফাইনাল হোক আর্জেন্টিনা–ব্রাজিলের মধ্যে। কিন্তু টুর্নামেন্টের সূচি যে পথ ধরে এগোচ্ছে, দুই লাতিন ফুটবল পরাশক্তির দেখা হয়ে যেতে পারে সেমিফাইনালেও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত