Ajker Patrika

ওমিক্রনে শঙ্কা বাড়ছে ভারতে

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ০৯: ২২
ওমিক্রনে শঙ্কা বাড়ছে ভারতে

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে শঙ্কা বাড়ছেই। ভারতেও পড়েছে এর প্রভাব। গতকাল রোববার দেশটির স্বাস্থ্য বিভাগ জানায়, ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৭ জনের দেহে। ওমিক্রনে সংক্রমণ ছাড়িয়েছে ১০ হাজার। তবে এর চেয়ে ভয়াবহ তথ্য দিয়েছে দেশটির করোনা জিনোমিকস কনসোর্টিয়াম ইনসাকগ। করোনা নিয়ে সাম্প্রতিক এক বুলেটিনে তারা জানায়, ভারতে স্থানীয় পর্যায়ে ওমিক্রনের সংক্রমণ শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই কয়েকটি শহরে প্রধান ধরন হয়ে উঠেছে ওমিক্রন।

ভারতে করোনার তথ্য সংগ্রহ করে ইনসাকগ। ভারতের কয়েকটি এলাকায় ওমিক্রনের অতি সংক্রামক উপধরন বিএ.২ লিনেজের কিছু লক্ষণ পাওয়া গেছে।

ইনসাকগ জানায়, ভারতে ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগের দেহে মৃদু উপসর্গ দেখা গেছে। তবে হাসপাতালে ভর্তি আগের চেয়ে বেড়ে গেছে। অনেককেই যেতে হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। ফলে শঙ্কা কমেনি, বরং বেড়ে গেছে। গতকাল ইনসাকগের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের দিল্লি এবং মুম্বাইয়ে সংক্রমণ দ্রুত বাড়ছে। স্থানীয় সংক্রমণ শুরু হওয়ায় এখন বাইরের দেশ থেকে ফ্লাইট আসা বন্ধ করলেও সংক্রমণ থামবে না।

যুক্তরাষ্ট্রের হাসপাতালে সংকট

করোনার ওমিক্রন ধরন আক্রান্ত ব্যক্তিদের যতটা না বিপদে ফেলছে এর চেয়ে কয়েক গুণ বেশি বিপদে ফেলছে অন্য জটিল কোনো রোগে আক্রান্ত ব্যক্তিদের। যুক্তরাষ্ট্রের হাসপাতালের সাম্প্রতিক চিত্র সে কথাই বলছে। খুব জরুরি না হলে সব অস্ত্রোপচার আপাতত বন্ধ রাখা হয়েছে। জরুরি হলেও অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘদিন। সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সংক্রমণ ৩০ লাখের নিচে

টানা কয়েক দিন বিশ্বে দৈনিক সংক্রমণ ৩৫ লাখের বেশি হওয়ার পর গতকাল তা ৩০ লাখের নিচে নেমে এসেছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৮ লাখের বেশি। এদিকে, যুক্তরাজ্যের সংক্রমণ নেমে এসেছে লাখের নিচে। তবে হংকং জানিয়েছে, কিছুদিনের মধ্যেই চূড়া স্পর্শ করবে সংক্রমণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত