জাবি প্রতিনিধি
আজ বুধবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্লাবে শিক্ষক সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শিক্ষক রাজনীতি ও একাডেমিক দিক থেকে অর্থবহ হচ্ছে না শিক্ষক সমিতির নির্বাচন। নির্বাচনে অভ্যন্তরীণ আদর্শিক দ্বন্দ্ব ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পর্ষদের স্থবিরতাই এর মূল কারণ। এতে ব্যক্তি স্বার্থে উপেক্ষিত হচ্ছে দলীয় আদর্শ। অবহেলিত হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের দাবিদাওয়া। গঠনমূলক কার্যক্রম হারাচ্ছে শিক্ষক সমিতি।
জাবিতে শিক্ষক রাজনীতিতে আওয়ামীপন্থী ও জাতীয়তাবাদী শিক্ষকদের দুটি করে সংগঠন রয়েছে। যাদের রাজনীতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদকে কেন্দ্র করে আবর্তিত হয়। সংগঠন চারটির একাডেমিক ও শিক্ষক-শিক্ষার্থী সংশ্লিষ্ট সুনির্দিষ্ট এজেন্ডা নেই। যার প্রতিফলন শিক্ষক সমিতির নির্বাচনেও দেখা যাচ্ছে।
শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনেওয়াজ বলেন, ‘বহু বছর থেকেই দেখছি শিক্ষক সমিতি কার্যকর কোনো ভূমিকা পালন করছে না। প্রশাসনের পক্ষেই হোক বা বিপক্ষে এখানে ব্যক্তি স্বার্থ প্রকট হয়েছে। তাই বিভিন্ন ইস্যুতে প্রশাসনকে রক্ষা করতেই ব্যস্ত হয়ে পড়ে সমিতি।’
অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ তাতে এখানে অর্থবহ নির্বাচন আশা করা যায় না। সরকারের দৃষ্টি আকর্ষণ ও ভক্তি প্রকাশ করতে নিজেদের মধ্যেই অভ্যন্তরীণ কোন্দলের প্রতিযোগিতা চলে। যার কারণে প্রশাসনিক পর্ষদ ডিন, সিন্ডিকেট ও সিনেটে নির্বাচন অনিয়মিত। শক্তিশালী ও প্রকৃত শিক্ষক সমিতি থাকলে এসব নির্বাচন দিতে প্রশাসন বাধ্য থাকত।’
এ ব্যাপারে সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন বলেন, ‘এ অবস্থার পরিবর্তন চায় সবাই। সমিতির নির্বাচন শেষ হলেই ডিন, সিন্ডিকেটের নির্বাচন নিয়ে দাবি তোলা হবে। তবেই শিক্ষক সমিতির নির্বাচন অর্থবহ হবে।’
আজ বুধবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্লাবে শিক্ষক সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শিক্ষক রাজনীতি ও একাডেমিক দিক থেকে অর্থবহ হচ্ছে না শিক্ষক সমিতির নির্বাচন। নির্বাচনে অভ্যন্তরীণ আদর্শিক দ্বন্দ্ব ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পর্ষদের স্থবিরতাই এর মূল কারণ। এতে ব্যক্তি স্বার্থে উপেক্ষিত হচ্ছে দলীয় আদর্শ। অবহেলিত হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের দাবিদাওয়া। গঠনমূলক কার্যক্রম হারাচ্ছে শিক্ষক সমিতি।
জাবিতে শিক্ষক রাজনীতিতে আওয়ামীপন্থী ও জাতীয়তাবাদী শিক্ষকদের দুটি করে সংগঠন রয়েছে। যাদের রাজনীতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদকে কেন্দ্র করে আবর্তিত হয়। সংগঠন চারটির একাডেমিক ও শিক্ষক-শিক্ষার্থী সংশ্লিষ্ট সুনির্দিষ্ট এজেন্ডা নেই। যার প্রতিফলন শিক্ষক সমিতির নির্বাচনেও দেখা যাচ্ছে।
শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনেওয়াজ বলেন, ‘বহু বছর থেকেই দেখছি শিক্ষক সমিতি কার্যকর কোনো ভূমিকা পালন করছে না। প্রশাসনের পক্ষেই হোক বা বিপক্ষে এখানে ব্যক্তি স্বার্থ প্রকট হয়েছে। তাই বিভিন্ন ইস্যুতে প্রশাসনকে রক্ষা করতেই ব্যস্ত হয়ে পড়ে সমিতি।’
অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ তাতে এখানে অর্থবহ নির্বাচন আশা করা যায় না। সরকারের দৃষ্টি আকর্ষণ ও ভক্তি প্রকাশ করতে নিজেদের মধ্যেই অভ্যন্তরীণ কোন্দলের প্রতিযোগিতা চলে। যার কারণে প্রশাসনিক পর্ষদ ডিন, সিন্ডিকেট ও সিনেটে নির্বাচন অনিয়মিত। শক্তিশালী ও প্রকৃত শিক্ষক সমিতি থাকলে এসব নির্বাচন দিতে প্রশাসন বাধ্য থাকত।’
এ ব্যাপারে সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন বলেন, ‘এ অবস্থার পরিবর্তন চায় সবাই। সমিতির নির্বাচন শেষ হলেই ডিন, সিন্ডিকেটের নির্বাচন নিয়ে দাবি তোলা হবে। তবেই শিক্ষক সমিতির নির্বাচন অর্থবহ হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে