জয় পরাজয় মেনে নেওয়ার শপথ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২১, ০৮: ০২
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬: ২৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চতুর্থ ধাপের নির্বাচনে জয় পরাজয় মেনে নেওয়ার অঙ্গীকার নিলেন প্রার্থীরা। গতকাল সোমবার সকালে উত্তর ইউনিয়নের আজমপুর রেলস্টেশন চত্বর এলাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে এক সভায় চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্যরা এ অঙ্গীকার করেন। এ সময় ৪২ জন ইউপি প্রার্থী উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) নাহিদ হাসান, আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান প্রমুখ।

এ সময় প্রার্থীরা বলেন, জনগণের সেবা করার উদ্দেশ্যে নির্বাচনে প্রার্থী হয়েছেন। নির্বাচিত হলে সুখে-দুঃখে মানুষের পাশে থাকবেন। মাদক মুক্ত সমাজ গঠন, বাল্য বিবাহ রোধ করা, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ করবেন। রাস্ত-ঘাটসহ এলাকার উন্নয়ন মূলক কাজ করবেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত