নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গতকাল বেলা ১টার দিকে হঠাৎ হাজির যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে এই প্রথম কোনো ক্রীড়া সংস্থায় গেলেন তিনি।
বিসিবি কার্যালয়ের সামনে ক্রীড়া উপদেষ্টাকে অভ্যর্থনা জানাতে অনুমিতভাবেই ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তবে বিশেষ কৌতূহল আর প্রশ্ন তৈরি করল তামিম ইকবালের উপস্থিতি। গত বছরের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ দলের বাইরে থাকলেও তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে নানা আলোচনা গত ১০ মাসে। গত কদিনে শেরেবাংলায় তামিম মূলত অনুশীলনের উদ্দেশ্যে এলেও কাল তাঁর উপস্থিতি ভিন্ন কারণে।
তামিম শুরুতে তাঁর ভাই নাফীস ইকবাল, ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীসসহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে পরিচয়পর্ব শেষে নির্দিষ্ট কয়েকজন বোর্ডের কর্মকর্তাকে নিয়ে আসিফ মাহমুদকে শেরেবাংলা স্টেডিয়াম ঘুরিয়ে দেখাতে চাইলে বাদ সাধেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। তিনি তামিমকে জানান, তাঁর সঙ্গে থাকা উপস্থিত ক্লাব কর্মকর্তারাও থাকবেন। এরপর তামিমসহ উপস্থিত প্রায় সব কর্তাব্যক্তিকে নিয়েই যুব ও ক্রীড়া উপদেষ্টা ঘুরে ঘুরে দেখলেন বিসিবি কার্যালয় থেকে শুরু করে প্রেসিডেন্ট বক্স। সেখান থেকে নেমে ড্রেসিংরুম হয়ে গেলেন মাঠে। মাঠে অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলনে ব্যস্ত ক্রিকেটারদের সঙ্গে কুশল বিনিময় করে দেখতে গেলেন ইনডোর। সেখানে একটু ঢুঁ মেরে দেখলেন প্রেসবক্স। প্রেসবক্স থেকে নেমে গেলেন বিসিবি একাডেমি ভবনে। একাডেমি থেকে আবার বিসিবির কার্যালয়ে ফেরা।
বিসিবির প্রধান নির্বাহী এ সময়ে ‘ব্রিফ’ করতে থাকলেও উপদেষ্টাকে বেশি সঙ্গ দিয়েছেন তামিমই। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের উপস্থিতি অবশ্য সহজভাবে নিতে পারেননি বিএনপিপন্থী সংগঠকেরা। তাঁরা মনে করেন, ক্রীড়া উপদেষ্টার ডাকে নয়, বিসিবির পক্ষ থেকেই তামিমকে উপস্থিত করা হয়েছে। একই সঙ্গে আরও একটি বিষয়ে খোঁজ নেওয়ায় আহ্বান জানান তাঁরা। ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন যখন এক দফায় রূপ নেয়, ওই সময় মাশরাফি বিন মর্তুজার সঙ্গে নাকি সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিলেন তামিম। তাঁরা মূলত ছাত্রদের বোঝানোর দায়িত্ব নিতে চেয়েছিলেন। কিন্তু পরিস্থিতি এতটাই জটিল রূপ নেয় যে সেই দায়িত্ব নেওয়ার সুযোগ আর হয়নি তাঁদের। বিষয়টি নিশ্চিত হতে কাল জাতীয় দলের এক তারকা ক্রিকেটারসহ একাধিক সূত্রে যেটি জানা যায়, তাতে এটি শুধুই গুঞ্জন হিসেবে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।
উপদেষ্টার সঙ্গে তামিমের উপস্থিতির ব্যাখ্যায় নিজাম উদ্দিন চৌধুরী পরে সাংবাদিকদের বলেছেন, ‘এটা নিয়ে আমি অবগত নই, কোন পর্যায় থেকে তিনি এসেছেন। উপদেষ্টা মহোদয় যেহেতু ছিলেন, ওনার সঙ্গে কথা হয়েছে। সব সময় পাশে তিনি ছিলেন। এর বাইরে কিছু বলতে পারব না।’
ঘণ্টা দুয়েক সময় কাটিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বিসিবি থেকে বিদায় নেওয়ার পর দেবব্রত পালসহ বিএনপিপন্থী ক্রিকেট সংগঠকেরা বসেন প্রধান নির্বাহীর সঙ্গে। প্রধান নির্বাহীর কক্ষে বিসিবির একাধিক গঠনতন্ত্রের বই (২০২৪ সংশোধিত) দেখে বোঝা গেল, এ মুহূর্তে গঠনতন্ত্র নিয়ে কতটা মাথা ঘামাতে হচ্ছে নিজাম উদ্দিন চৌধুরীকে। এ সময় প্রধান নির্বাহীর কাছে তামিমের ব্যাপারে আপত্তি তোলেন বিএনপিপন্থী সংগঠকেরা। এক ক্লাব কর্মকর্তা তো বলেই ফেললেন, ‘তামিম খেলোয়াড়। খেলা নিয়েই থাকুক। এটা তাঁর কাজ না।’
বিসিবি থেকে বেরিয়ে দেবব্রত জানালেন, কয়েকজন সংগঠককে নিয়ে তাঁরা আজ সকালে উপদেষ্টার সঙ্গে দেখা করে নিজেদের দাবিদাওয়া এবং পরবর্তী করণীয় ঠিক করবেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গতকাল বেলা ১টার দিকে হঠাৎ হাজির যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে এই প্রথম কোনো ক্রীড়া সংস্থায় গেলেন তিনি।
বিসিবি কার্যালয়ের সামনে ক্রীড়া উপদেষ্টাকে অভ্যর্থনা জানাতে অনুমিতভাবেই ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তবে বিশেষ কৌতূহল আর প্রশ্ন তৈরি করল তামিম ইকবালের উপস্থিতি। গত বছরের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ দলের বাইরে থাকলেও তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে নানা আলোচনা গত ১০ মাসে। গত কদিনে শেরেবাংলায় তামিম মূলত অনুশীলনের উদ্দেশ্যে এলেও কাল তাঁর উপস্থিতি ভিন্ন কারণে।
তামিম শুরুতে তাঁর ভাই নাফীস ইকবাল, ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীসসহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে পরিচয়পর্ব শেষে নির্দিষ্ট কয়েকজন বোর্ডের কর্মকর্তাকে নিয়ে আসিফ মাহমুদকে শেরেবাংলা স্টেডিয়াম ঘুরিয়ে দেখাতে চাইলে বাদ সাধেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। তিনি তামিমকে জানান, তাঁর সঙ্গে থাকা উপস্থিত ক্লাব কর্মকর্তারাও থাকবেন। এরপর তামিমসহ উপস্থিত প্রায় সব কর্তাব্যক্তিকে নিয়েই যুব ও ক্রীড়া উপদেষ্টা ঘুরে ঘুরে দেখলেন বিসিবি কার্যালয় থেকে শুরু করে প্রেসিডেন্ট বক্স। সেখান থেকে নেমে ড্রেসিংরুম হয়ে গেলেন মাঠে। মাঠে অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলনে ব্যস্ত ক্রিকেটারদের সঙ্গে কুশল বিনিময় করে দেখতে গেলেন ইনডোর। সেখানে একটু ঢুঁ মেরে দেখলেন প্রেসবক্স। প্রেসবক্স থেকে নেমে গেলেন বিসিবি একাডেমি ভবনে। একাডেমি থেকে আবার বিসিবির কার্যালয়ে ফেরা।
বিসিবির প্রধান নির্বাহী এ সময়ে ‘ব্রিফ’ করতে থাকলেও উপদেষ্টাকে বেশি সঙ্গ দিয়েছেন তামিমই। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের উপস্থিতি অবশ্য সহজভাবে নিতে পারেননি বিএনপিপন্থী সংগঠকেরা। তাঁরা মনে করেন, ক্রীড়া উপদেষ্টার ডাকে নয়, বিসিবির পক্ষ থেকেই তামিমকে উপস্থিত করা হয়েছে। একই সঙ্গে আরও একটি বিষয়ে খোঁজ নেওয়ায় আহ্বান জানান তাঁরা। ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন যখন এক দফায় রূপ নেয়, ওই সময় মাশরাফি বিন মর্তুজার সঙ্গে নাকি সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিলেন তামিম। তাঁরা মূলত ছাত্রদের বোঝানোর দায়িত্ব নিতে চেয়েছিলেন। কিন্তু পরিস্থিতি এতটাই জটিল রূপ নেয় যে সেই দায়িত্ব নেওয়ার সুযোগ আর হয়নি তাঁদের। বিষয়টি নিশ্চিত হতে কাল জাতীয় দলের এক তারকা ক্রিকেটারসহ একাধিক সূত্রে যেটি জানা যায়, তাতে এটি শুধুই গুঞ্জন হিসেবে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।
উপদেষ্টার সঙ্গে তামিমের উপস্থিতির ব্যাখ্যায় নিজাম উদ্দিন চৌধুরী পরে সাংবাদিকদের বলেছেন, ‘এটা নিয়ে আমি অবগত নই, কোন পর্যায় থেকে তিনি এসেছেন। উপদেষ্টা মহোদয় যেহেতু ছিলেন, ওনার সঙ্গে কথা হয়েছে। সব সময় পাশে তিনি ছিলেন। এর বাইরে কিছু বলতে পারব না।’
ঘণ্টা দুয়েক সময় কাটিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বিসিবি থেকে বিদায় নেওয়ার পর দেবব্রত পালসহ বিএনপিপন্থী ক্রিকেট সংগঠকেরা বসেন প্রধান নির্বাহীর সঙ্গে। প্রধান নির্বাহীর কক্ষে বিসিবির একাধিক গঠনতন্ত্রের বই (২০২৪ সংশোধিত) দেখে বোঝা গেল, এ মুহূর্তে গঠনতন্ত্র নিয়ে কতটা মাথা ঘামাতে হচ্ছে নিজাম উদ্দিন চৌধুরীকে। এ সময় প্রধান নির্বাহীর কাছে তামিমের ব্যাপারে আপত্তি তোলেন বিএনপিপন্থী সংগঠকেরা। এক ক্লাব কর্মকর্তা তো বলেই ফেললেন, ‘তামিম খেলোয়াড়। খেলা নিয়েই থাকুক। এটা তাঁর কাজ না।’
বিসিবি থেকে বেরিয়ে দেবব্রত জানালেন, কয়েকজন সংগঠককে নিয়ে তাঁরা আজ সকালে উপদেষ্টার সঙ্গে দেখা করে নিজেদের দাবিদাওয়া এবং পরবর্তী করণীয় ঠিক করবেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে