১৪ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

অভয়নগর প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২১, ০৪: ২৫
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৫

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যশোরের অভয়নগরে ৪০ চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে ১৪ জনই জামানত হারিয়েছেন। গত রোববার উপজেলার ৮ ইউপিতে পড়া ভোট বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, অভয়নগরে ৮টি ইউপিতে ৪০ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের বিধি অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় জাতীয় পার্টি মনোনীত ২, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ৬ এবং ৬ জন স্বতন্ত্র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

জামানত হারানো প্রার্থীরা হলেন প্রেমবাগ ইউপির জাতীয় পার্টির প্রার্থী মো. ফরিদ ইসলাম (লাঙল), স্বতন্ত্র প্রার্থী সুরোভী ইসলাম (মোটরসাইকেল), সুন্দলী ইউপির ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. মোসলেম আলী গাজী (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী উজ্জ্বল বিশ্বাস (মোটরসাইকেল), চলিশিয়া ইউপির ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আবু সাঈদ সরদার (হাতপাখা), পায়রা ইউপির ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ফজলুল হক মোল্যার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এ ছাড়া শ্রীধরপুর ইউপিতে জাতীয় পার্টির প্রার্থী মো. শাহ আলম মোল্যা (লাঙল), বাঘুটিয়া ইউপিতে ইসলামী আন্দোলনের আবু তাহের বিশ্বাস (হাতপাখা), শুভরাড়া ইউপির ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জাকারিয়া হুসাইন (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মুনশী শাহজাহান আলী, এ বি এম জাকির হোসেন, সিদ্ধিপাশায় ইসলামী আন্দোলনের মো. তরিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী এম জি সরোয়ার ফারাজী (আনারস) ও শেখ আব্দুল লতিফের (চশমা) জামানত বাতিল হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত