নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৃহস্পতিবার সকাল আটটা। ঘন কুয়াশার চাদরে তখনো চারদিক ঢাকা। এমন ভোরে ঝটিকা সফরে মিরপুর বোটানিক্যাল গার্ডেনে হাজির হন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। সেখানে গিয়ে দেখেন, গার্ডেনের পুকুরটি কচুরিপানায় ভরা। এ যেন মশার অভয়ারণ্য। এরপর কর্তৃপক্ষকে আগামী সাত দিনের মধ্যে পুকুরের কচুরিপানা পরিষ্কারের নির্দেশ দিয়েছেন তিনি।
নানা অনিয়মের কারণে গার্ডেন কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেন ডিএনসিসির মেয়র। ঘটনাস্থল থেকেই বিশেষ নির্দেশনার কথা ফোন করে জানিয়ে দেন গার্ডেনের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে। পুকুর পরিষ্কার করা না হলে জরিমানার হুঁশিয়ারিও দেন মেয়র আতিক। তিনি বলেন, ‘আমি কোনো এলাকায় কাউকে জানিয়ে যাব না। এভাবে ঝটিকা সফর করব। জানিয়ে গেলে সবাই সতর্ক হয়ে যায়। আমি সাত দিন পরে আবারও এই এলাকায় আসব। তখনো যদি এখানে কচুরিপানা দেখতে পাই, তবে ব্যবস্থা নেওয়া হবে।’
পরে ঝটিকা অভিযানে মেয়র মিরপুরের হেমায়েত উদ্দীন বীর বিক্রম রোডে বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে ফেলেন। দখলমুক্ত করেন ফুটপাত। অবৈধভাবে গড়ে ওঠা রাইনখোলা বাজারটিও গুঁড়িয়ে দেওয়া হয় মেয়রের নির্দেশে।
ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান চলবে জানিয়ে মেয়র আতিক বলেন, ‘আমি বিভিন্ন এলাকায় পরিদর্শনে যাব। যেখানে অনিয়ম দেখব, তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আমরা সবাই মিলে সুন্দর শহর গড়তে চাই।’
ডিএনসিসির মেয়র আরও বলেন, ‘কেউ কেউ জানিয়েছে, ফুটপাত দখলের সঙ্গে কাউন্সিলর, স্থানীয় রাজনৈতিক নেতা ও পুলিশ জড়িত। কিন্তু আমাদের উচ্ছেদ অভিযানে সবাই সহযোগিতা করেছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তফাজ্জল হোসেন টেনু, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবুল কাসেম মোল্লা আকাশ প্রমুখ।
বৃহস্পতিবার সকাল আটটা। ঘন কুয়াশার চাদরে তখনো চারদিক ঢাকা। এমন ভোরে ঝটিকা সফরে মিরপুর বোটানিক্যাল গার্ডেনে হাজির হন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। সেখানে গিয়ে দেখেন, গার্ডেনের পুকুরটি কচুরিপানায় ভরা। এ যেন মশার অভয়ারণ্য। এরপর কর্তৃপক্ষকে আগামী সাত দিনের মধ্যে পুকুরের কচুরিপানা পরিষ্কারের নির্দেশ দিয়েছেন তিনি।
নানা অনিয়মের কারণে গার্ডেন কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেন ডিএনসিসির মেয়র। ঘটনাস্থল থেকেই বিশেষ নির্দেশনার কথা ফোন করে জানিয়ে দেন গার্ডেনের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে। পুকুর পরিষ্কার করা না হলে জরিমানার হুঁশিয়ারিও দেন মেয়র আতিক। তিনি বলেন, ‘আমি কোনো এলাকায় কাউকে জানিয়ে যাব না। এভাবে ঝটিকা সফর করব। জানিয়ে গেলে সবাই সতর্ক হয়ে যায়। আমি সাত দিন পরে আবারও এই এলাকায় আসব। তখনো যদি এখানে কচুরিপানা দেখতে পাই, তবে ব্যবস্থা নেওয়া হবে।’
পরে ঝটিকা অভিযানে মেয়র মিরপুরের হেমায়েত উদ্দীন বীর বিক্রম রোডে বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে ফেলেন। দখলমুক্ত করেন ফুটপাত। অবৈধভাবে গড়ে ওঠা রাইনখোলা বাজারটিও গুঁড়িয়ে দেওয়া হয় মেয়রের নির্দেশে।
ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান চলবে জানিয়ে মেয়র আতিক বলেন, ‘আমি বিভিন্ন এলাকায় পরিদর্শনে যাব। যেখানে অনিয়ম দেখব, তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আমরা সবাই মিলে সুন্দর শহর গড়তে চাই।’
ডিএনসিসির মেয়র আরও বলেন, ‘কেউ কেউ জানিয়েছে, ফুটপাত দখলের সঙ্গে কাউন্সিলর, স্থানীয় রাজনৈতিক নেতা ও পুলিশ জড়িত। কিন্তু আমাদের উচ্ছেদ অভিযানে সবাই সহযোগিতা করেছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তফাজ্জল হোসেন টেনু, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবুল কাসেম মোল্লা আকাশ প্রমুখ।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে