টিকা পাবেন কেন্দ্রীয় কারাগারের বন্দীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ০৮: ২০
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৩: ১৭

হিজড়া ও বেদেদের পর এবার চট্টগ্রামে করোনার টিকা পেতে যাচ্ছেন কারাগারের বন্দীরা। আগামী মঙ্গলবার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

জেলা প্রশাসক বলেন, ‘আগামী মঙ্গলবার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দীদের করোনার ফাইজার টিকা দেওয়া হবে।’

মোহাম্মদ মমিনুর রহমান আরও বলেন, ‘করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় চট্টগ্রামে আমরা ভ্যাকসিনেশন কার্যক্রম জোরদার করেছি। করোনার টিকা দেওয়ার জন্য নগরীতে একাধিক কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে নিবন্ধন ছাড়া যে কেউ এসে টিকা নিতে পারবেন।’

তবে এ বিষয়ে এখনো কোনো চিঠি কারাগারে পাঠানো হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের বিষয়ে আমি অবগত না। গত দুই দিন ধরে আমি ছুটিতে আছি। আপনি এ বিষয়ে সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খানের সঙ্গে কথা বলুন।’

সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম বলেন, ‘গতকাল সিভিল সার্জনের পক্ষ থেকে আমাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। আগামী মঙ্গলবার থেকে বন্দীদের টিকা দেওয়া হবে।’

এক প্রশ্নের জবাবে সিনিয়র জেল সুপার বলেন, বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ৭ হাজার ৮৩১ জন বন্দী আছেন। এক সপ্তাহের মধ্যে তাঁদের সবাইকে টিকা দেওয়া হবে। আমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছি, তাতে প্রতিদিন অন্তত এক হাজার বন্দীকে টিকা দেওয়া সম্ভব।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত