নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাঝারি শৈত্যপ্রবাহ চলায় উপজেলার খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছেন। অনেকে সাধ্য মতে গরম কাপড় কিনতে পারছেন না। এ কারণে ফুটপাত থেকে কমদামের কাপড় কিনে শীত নিবারণের চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষ।
এদিকে গতকাল শুক্রবার সকাল ৯টায় কুড়িগ্রামে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
উপজেলার কাপড়ের দোকানগুলোতে শীতবস্ত্রের দাম দ্বিগুণ বেড়েছে। আর এসব কাপড় কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে নিম্ন আয়ের মানুষের। বিক্রেতারা বলছেন মোকাম থেকে বেশি দামে খরিদ করায় বেশি দামে শীতবস্ত্র বিক্রি করতে হচ্ছে তাঁদের।
নাগেশ্বরী পৌরসভার টিঅ্যান্ডটি মোড়ে শীতবস্ত্র কেনাবেচার মার্কেটে গরম কাপড় কিনতে আসা মাইদুল ইসলাম ও আশরাফুল ইসলাম জানান, শীত বেড়ে যাওয়ায় গরম কাপড় কিনতে এসেছেন তাঁরা। ভালো মার্কেট কিংবা শোরুম থেকে শীতবস্ত্র কেনার আর্থিক সামর্থ্য তাঁদের নেই। তাই নিজের ও পরিবারের লোকজনের জন্য ফুটপাতের দোকানে গরম কাপড় কিনতে এসেছেন তাঁরা। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর দাম বেশি বলে জানান তাঁরা।
উপজেলা গেটের সামনের ফুটপাতের দোকানে গরম কাপড় কিনতে আসা আনোয়ারা বেগম জানান, তাঁর সন্তানেরা শীতে কষ্টে আছে, তাই কমদামি কাপড় কিনতে এসেছেন তিনি।
উপজেলা গেটের সামনে কাপড় বিক্রেতা নুরু মিয়া জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর মালামাল দ্বিগুণ দামে কিনতে হয়েছে। তাই ক্রেতাদের কাছে বেশি দাম চাইতে হয় তাঁদের। আর এতে অনেক সময় ক্রেতাদের সঙ্গে ঝগড়াও লেগে যায়। ফলে এবার বিক্রিও কমেছে।
উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম জানান, এবার ৭ হাজার ৫০টি কম্বল ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ছিন্নমূল ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এ ছাড়া ১২ লাখ টাকার শীতবস্ত্র কিনে অসহায় মানুষের মাঝে বিতরণ চলমান রয়েছে।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাঝারি শৈত্যপ্রবাহ চলায় উপজেলার খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছেন। অনেকে সাধ্য মতে গরম কাপড় কিনতে পারছেন না। এ কারণে ফুটপাত থেকে কমদামের কাপড় কিনে শীত নিবারণের চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষ।
এদিকে গতকাল শুক্রবার সকাল ৯টায় কুড়িগ্রামে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
উপজেলার কাপড়ের দোকানগুলোতে শীতবস্ত্রের দাম দ্বিগুণ বেড়েছে। আর এসব কাপড় কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে নিম্ন আয়ের মানুষের। বিক্রেতারা বলছেন মোকাম থেকে বেশি দামে খরিদ করায় বেশি দামে শীতবস্ত্র বিক্রি করতে হচ্ছে তাঁদের।
নাগেশ্বরী পৌরসভার টিঅ্যান্ডটি মোড়ে শীতবস্ত্র কেনাবেচার মার্কেটে গরম কাপড় কিনতে আসা মাইদুল ইসলাম ও আশরাফুল ইসলাম জানান, শীত বেড়ে যাওয়ায় গরম কাপড় কিনতে এসেছেন তাঁরা। ভালো মার্কেট কিংবা শোরুম থেকে শীতবস্ত্র কেনার আর্থিক সামর্থ্য তাঁদের নেই। তাই নিজের ও পরিবারের লোকজনের জন্য ফুটপাতের দোকানে গরম কাপড় কিনতে এসেছেন তাঁরা। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর দাম বেশি বলে জানান তাঁরা।
উপজেলা গেটের সামনের ফুটপাতের দোকানে গরম কাপড় কিনতে আসা আনোয়ারা বেগম জানান, তাঁর সন্তানেরা শীতে কষ্টে আছে, তাই কমদামি কাপড় কিনতে এসেছেন তিনি।
উপজেলা গেটের সামনে কাপড় বিক্রেতা নুরু মিয়া জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর মালামাল দ্বিগুণ দামে কিনতে হয়েছে। তাই ক্রেতাদের কাছে বেশি দাম চাইতে হয় তাঁদের। আর এতে অনেক সময় ক্রেতাদের সঙ্গে ঝগড়াও লেগে যায়। ফলে এবার বিক্রিও কমেছে।
উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম জানান, এবার ৭ হাজার ৫০টি কম্বল ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ছিন্নমূল ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এ ছাড়া ১২ লাখ টাকার শীতবস্ত্র কিনে অসহায় মানুষের মাঝে বিতরণ চলমান রয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে