ডাস্টবিনের দুর্গন্ধ ও ময়লা পানি রাস্তায়, দুর্ভোগ

জহিরুল আলম পিলু, কদমতলী (ঢাকা)
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২, ১১: ৩৬

রাজধানীর পূর্ব জুরাইনের লাল মিয়া সরদার রোডে প্রবেশমুখে ডাস্টবিন। আশপাশের বাসাবাড়ির ময়লা ফেলা হয় এখানে। তবে নিয়মিত ময়লা অপসারণ না করায় দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। এ ছাড়া সামান্য বৃষ্টিতে কালো রঙের ময়লার গন্ধযুক্ত পানিতে রাস্তা তলিয়ে যায়। তখন এলাকাবাসীকে চরম দুর্ভোগে পড়তে হয়।

ঢাকা-মাওয়া রোডের জুরাইন এলাকার পূর্ব দিকে অবস্থিত এ লাল মিয়া সরদার রোড। এটি জুরাইন প্রধান সড়ক থেকে মুরাদপুর পর্যন্ত চলে গেছে। রাস্তাটির প্রবেশমুখে এই ডাস্টবিন। রাস্তার ওপর খোলা জায়গায় ফেলানো এসব দুর্গন্ধযুক্ত ময়লার কারণে চরম ভোগান্তিতে পড়েন পথচারী, যাত্রী সাধারণ, দোকানি ও এর আশপাশের বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, ব্যস্ততম এই রাস্তাটিতে ঢুকতেই হাতের বাঁ পাশে চোখে পড়ে একটি বড় আকারের ময়লার কন্টেইনার। এখানে কয়েকটি গাড়িতে ময়লা ফেলছে দুজন পরিচ্ছন্নতাকর্মী। এর প্রায় ৩০ গজ দূরেই রাস্তার ওপর রয়েছে আরও দুটি কন্টেইনার। সেই সঙ্গে রাস্তার পাশে একটি খালি জায়গায় রয়েছে আরও একটি কন্টেইনার। রয়েছে ৫-৬টি ময়লা ফেলানোর গাড়ি। পরিচ্ছন্নতাকর্মীরা দিনের বেলায় বাসাবাড়ি থেকে ময়লা এনে ফেলছেন এ রাস্তার ওপরের ডাস্টবিন বা ডাম্পিংয়ে। এটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫২ নম্বর ওয়ার্ডের বাসাবাড়ির ময়লা ফেলার ডাস্টবিন। ফলে একদিকে এর দুর্গন্ধে জনজীবন হচ্ছে অতিষ্ঠ, অন্যদিকে পরিবেশ হচ্ছে দূষিত। এলাকাবাসীর অভিযোগ, বারবার স্থানীয় কাউন্সিলরকে বলেও কোনো কাজ হচ্ছে না।

এ বিষয়ে ডাস্টবিনের পাশে অবস্থিত মজুমদার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের মালিক মজুমদার বলেন, ‘এসব ময়লার দুর্গন্ধে দোকানে বসাই যায় না। বাড়ির মালিককে জানিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি। এটি আগে এখানে ছিল না। কয়েক বছর ধরে এ রাস্তার ওপর করা হয়েছে।’

এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘রাস্তার ওপর খোলা জায়গায় ময়লা ফেলার কারণে এর দুর্গন্ধ বাসার ভেতরে যায়। ফলে বসবাস করাই কষ্ট হয়ে পড়েছে। এ ছাড়া পরিবেশও হচ্ছে দূষিত।’

এখানের রিকশার যাত্রী আমেনা জানান, বাসা থেকে বের হতে ও ঢুকতে এ জায়গায় এলেই এসব ময়লার দুর্গন্ধে কাপড় দিয়ে নাক চেপে যেতে হয়।

এ বিষয়ে স্থানীয় ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, এ ময়লার ডাস্টবিনের জন্য জায়গা ঠিক করা হয়েছে। সেখানে আগামী ছয় মাসের মধ্যে ডাম্পিং স্টেশন করা হবে। এটা সরানো হবে।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম কোনো মন্তব্য না করে জনসংযোগ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত