সম্পাদকীয়
আব্রাহাম লিংকন ছিলেন আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট। জনপ্রিয়তার জোরে দুইবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি। মাত্র ১৮ মাস প্রাতিষ্ঠানিক লেখাপড়া করার সুযোগ পেয়েছিলেন তিনি।
লিংকন কোনো আনুষ্ঠানিক শিক্ষা অর্জন না করলেও ছিলেন অসাধারণ জ্ঞানসম্পন্ন এবং স্বশিক্ষিত এক ব্যক্তি। এর প্রমাণ মেলে বিভিন্ন ক্ষেত্রে তাঁর অসাধারণ প্রতিভার প্রতিফলন দেখে।
তিনি আমেরিকার কেনটাকি রাজ্যের হার্ডিন কাউন্টির অতিসাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করেন। খুব ছোটবেলায়ই তিনি তাঁর দরিদ্র পরিবারের দায়িত্ব নেন। তিনি নৌকা চালিয়ে পরিবারের জন্য রোজগার করতেন। কাঠ কাটার কাজও করেছেন।
ব্ল্যাক হ্যাক যুদ্ধের পর তিনি রাজনৈতিক জীবন শুরু করেন। ১৮৩৪ সালে তিনি ইলিনয় রাজ্যের আইনসভার একজন সদস্য নির্বাচিত হন। জনতাকে আকৃষ্ট করার অসাধারণ ক্ষমতা ছিল তাঁর। ১৮৬০ সালে রিপাবলিকান পার্টির মনোনীত হয়ে ১৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনিই ছিলেন রিপাবলিকান পার্টির প্রথম প্রেসিডেন্ট।
তাঁর জীবনের বড় কীর্তি—তিনি আমেরিকা থেকে দাসপ্রথার বিলুপ্তি ঘটান। এই ইস্যুকে কেন্দ্র করে সংঘটিত মার্কিন গৃহযুদ্ধে তিনি ইউনিয়ন বাহিনীর নেতৃত্ব দিয়ে দক্ষিণের কনফেডারেট জোটকে পরাজিত করেন। এতে ৩৫ লাখ ক্রীতদাস মুক্ত হয়। গৃহযুদ্ধ চলাকালে ১৮৬৩ সালের নভেম্বরে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের গেটিসবার্গে লিংকন এক ভাষণ দেন। এ ভাষণই ইতিহাসে বিখ্যাত গেটিসবার্গ ভাষণ হিসেবে পরিচিত।
লিংকন গণতন্ত্রের সংজ্ঞার অন্যতম প্রবক্তা। তাঁর দেওয়া গণতন্ত্রের সংজ্ঞা ও নীতি আজও বিশ্বব্যাপী সমাদৃত এবং সর্বজনভাবে গৃহীত।গণতন্ত্র সম্পর্কে তিনি বলেন, ‘দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, শ্যাল নট পেরিশ ফ্রম দ্য আর্থ’; অর্থাৎ ‘জনগণের সরকার, জনগণের দ্বারা, জনগণের জন্য, যা পৃথিবী থেকে ধ্বংস হবে না’।
আব্রাহাম লিংকন ১৮৬৫ সালের ১৫ এপ্রিল উইলকেস বুথ নামের এক আততায়ীর গুলিতে আহত হয়ে পরের দিন ১৬ এপ্রিল মৃত্যুবরণ করেন।
আব্রাহাম লিংকন ছিলেন আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট। জনপ্রিয়তার জোরে দুইবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি। মাত্র ১৮ মাস প্রাতিষ্ঠানিক লেখাপড়া করার সুযোগ পেয়েছিলেন তিনি।
লিংকন কোনো আনুষ্ঠানিক শিক্ষা অর্জন না করলেও ছিলেন অসাধারণ জ্ঞানসম্পন্ন এবং স্বশিক্ষিত এক ব্যক্তি। এর প্রমাণ মেলে বিভিন্ন ক্ষেত্রে তাঁর অসাধারণ প্রতিভার প্রতিফলন দেখে।
তিনি আমেরিকার কেনটাকি রাজ্যের হার্ডিন কাউন্টির অতিসাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করেন। খুব ছোটবেলায়ই তিনি তাঁর দরিদ্র পরিবারের দায়িত্ব নেন। তিনি নৌকা চালিয়ে পরিবারের জন্য রোজগার করতেন। কাঠ কাটার কাজও করেছেন।
ব্ল্যাক হ্যাক যুদ্ধের পর তিনি রাজনৈতিক জীবন শুরু করেন। ১৮৩৪ সালে তিনি ইলিনয় রাজ্যের আইনসভার একজন সদস্য নির্বাচিত হন। জনতাকে আকৃষ্ট করার অসাধারণ ক্ষমতা ছিল তাঁর। ১৮৬০ সালে রিপাবলিকান পার্টির মনোনীত হয়ে ১৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনিই ছিলেন রিপাবলিকান পার্টির প্রথম প্রেসিডেন্ট।
তাঁর জীবনের বড় কীর্তি—তিনি আমেরিকা থেকে দাসপ্রথার বিলুপ্তি ঘটান। এই ইস্যুকে কেন্দ্র করে সংঘটিত মার্কিন গৃহযুদ্ধে তিনি ইউনিয়ন বাহিনীর নেতৃত্ব দিয়ে দক্ষিণের কনফেডারেট জোটকে পরাজিত করেন। এতে ৩৫ লাখ ক্রীতদাস মুক্ত হয়। গৃহযুদ্ধ চলাকালে ১৮৬৩ সালের নভেম্বরে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের গেটিসবার্গে লিংকন এক ভাষণ দেন। এ ভাষণই ইতিহাসে বিখ্যাত গেটিসবার্গ ভাষণ হিসেবে পরিচিত।
লিংকন গণতন্ত্রের সংজ্ঞার অন্যতম প্রবক্তা। তাঁর দেওয়া গণতন্ত্রের সংজ্ঞা ও নীতি আজও বিশ্বব্যাপী সমাদৃত এবং সর্বজনভাবে গৃহীত।গণতন্ত্র সম্পর্কে তিনি বলেন, ‘দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, শ্যাল নট পেরিশ ফ্রম দ্য আর্থ’; অর্থাৎ ‘জনগণের সরকার, জনগণের দ্বারা, জনগণের জন্য, যা পৃথিবী থেকে ধ্বংস হবে না’।
আব্রাহাম লিংকন ১৮৬৫ সালের ১৫ এপ্রিল উইলকেস বুথ নামের এক আততায়ীর গুলিতে আহত হয়ে পরের দিন ১৬ এপ্রিল মৃত্যুবরণ করেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৭ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে